যদি আপনি রিস্ক না নেন তাহলে কখনো সফলতা অর্জন করতে পারবেন না।কারন ফরেক্স মার্কেট অনেক রিস্ক একটা মার্কেট এই মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে যেমন রিস্ক নিতে হবে তেমনি আপনাকে বুঝতে হবে আপনি কি পরিমান রিস্ক নিচ্ছেন।তাই ট্রেড করার আগে আপনাকে খুব ভাল করে এনালাইসিস করতে হবে তার পর রিস্ক নিতে হবে।তবে এনালাইসিস না করে রিস্ক নেওয়াটা বোকামি।এখন মার্কেটে আমার ব্যালেন্স এর কতো % রিস্ক নিলে আমার ব্যালেন্স অর্থাৎ আমার একাউন্ট সুরক্ষিত থাকবে সেই টা ভাবে রিস্ক নিতে হবে।তবে যারা খুব অভিজ্ঞ তারা ২.৫% রিস্ক নিয়ে থাকে কিন্তু নতুন ট্রেডারদের জন্য আমি মনে করি ১-১.৫% এর উপর রিস্ক নেওয়া একদম উচিত নয়।