আপনি যে কোন ব্যবসা করতে গেলে আপনার লস হতেই পারে।ঠিক তেমুনিভাবে আমরা যদি ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে যায় তাতেও লস হতে পারে।তবে আমাদের লস থেকে শিক্ষা নিতে হবে যেন যে লস আগে হয়েছে সে লস পরে আবার যেন না হয়।
Printable View
আপনি যে কোন ব্যবসা করতে গেলে আপনার লস হতেই পারে।ঠিক তেমুনিভাবে আমরা যদি ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে যায় তাতেও লস হতে পারে।তবে আমাদের লস থেকে শিক্ষা নিতে হবে যেন যে লস আগে হয়েছে সে লস পরে আবার যেন না হয়।
সকল ব্যবসায় লাভ এবং লস উভয় রয়েছে ।লস ছাড়া কোন ব্যবসা সম্ভব নয় ।ব্যবসায় লস হয় আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে এবং ভুলের জন্য ।লস করেন মন খারাপ করলে চলবে না ।এই ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ চালিয়ে যেতে হবে ।
আমি মনে করি আপনার লস হয়েছে মানে আপনার এখনো কিছুটা কমতি আছে। ৬ মাস ডেমো ট্রেড করে প্রায় প্রতিবার লাভ করার পর ও অনেকে ট্রেড লসে চলে যায়। তারমানে আরো কিছু শেখার বাকি আছে। আপনি আরো শিখেন আরো জানেন আরো বুঝেন তারপর আবার ডেমো করেন । তারপর গিয়ে রিয়েল ট্রেড করার একটা রিস্ক নিতে পারেন। ভেঙ্গে পড়লে চলবে না বরং এগিয়ে যাওয়া লাগবে
ফরেক্স ট্রেডিং মার্কেট এ লাভ লস যেকোনো একটা হতে পারে আর এই টা মেনে নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া বুদ্ধিমানের লক্ষন।আমি যদি মাথা গরম করে আর বড় বড় ট্রেড অপেন করি বেশি লাভের আশায় তাহলে লস ছাড়া লাভ হবে না।তাই যখন লস হবে তখন কি কারনে লস হয়েছে এর কারন বের করে সেই অনুযায়ী প্রিভেন্টিভ একশন নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া উচিত।
একজন সফল ফরেক্স ব্যবসায়ী হলেন তিনি, যিনি কীভাবে, কখন এবং কখন বাণিজ্য করবেন এবং জানেন যে তিনি যে ব্যবসায়ের বাজারের ঝুঁকিপূর্ণ প্রকৃতিটি বুঝতে পেরে যত্ন সহকারে এবং সাবধানতার সাথে ব্যবসায়ের নিয়ম মেনে এই কাজটি করেন। লাভটি যত সামান্যই প্রদর্শিত হবে তা বিবেচনা করার জন্য তার ভাল ধারাবাহিক ফলাফল রয়েছে। যা তাকে সফল করে তোলে তা হ'ল তার দ্বারা অর্জিত জ্ঞান এবং দক্ষতার পরিমাণ
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । আর ব্যবসা মানে লাভ লচ দুইটাই আছে । তাই ফরেক্স মার্কেটে ও লাভ ও লচ থাকাটা স্বাভাবিক । তাই ফরেক্স মার্কেটে কোনো ট্রেডে লচ হলে তা নির্ণয় করতে হবে এবং সেই ট্রেডে কি কারনে লচ হলো সেটা বের করে তারপর পুনরায় আবার ট্রেড ওপেন করে সেই লচকে রিকোভার করতে হবে,,,, ধন্যবাদ ।
লস হলে প্রথমে খেয়াল করতে হবে মার্কেট কতটুকু যাবে আপনার বিপক্ষে, আপনি যদি দেখেন আপনার হাতে যথেষ্ট পিপস নাই তখন ট্রেড লসে ক্লোজ করে দেওয়াই উত্তম আর যদি দেখেন ট্রেড আপনার পক্ষে আসা পর্যন্ত আপনার হাতে যথেষ্ট পিপস আছে তাহলে ট্রেড ধরে রাখতে পারেন।
লস হলে করনীয় কি? আমরা যখন প্রথমে ফরেক্স মার্কেটে কাজ শুরু করি তখন কিছু ভুল হয় যার জন্য আমাদের লস হয়।ভুল গুলোর মধ্যে ১টা হল বেশি ট্রেড ধরে লস হওয়া। এই জন্য করণীয় হল বুঝে শুনে ট্রেড ধরা যাতে লস না হয়।সে জন্য ২/১ টির বেশি ট্রেড ধরা যাবে না। তাহলে পরবর্তীতে আর যাতে লসে পরতে না হয়। সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে যাতে লাভ হয়।
ব্যবসায় লাভ লস থাকবে এটাই স্বাভাবিক, কারণ যে যেখানে লাভের পাশাপাশি লস হওয়ার সম্ভাবনা নাই সেটা কি ব্যবসা বলা যায়না। তাই আমি মনে করি যদি কখনো লস হয়ে থাকে তখন ধৈর্য্য ধারণ করাই হচ্ছে সবথেকে উত্তম কাজ। কেননা আপনি যদি লস করার কারণে অনেক বেশি হতাশ হয়ে ধৈর্য্য হারা হয়ে যান এবং কোন প্রকার মার্কেট এনালাইসিস না করে দ্রুত সেই লস রিকভার করার জন্য ট্রেড ওপেন করে থাকেন তাহলে ওই ট্রেডগুলো আপনার বিপরীত দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং লাভের পরিবর্তে লস হওয়ার ঝুঁকি আরো বেড়ে যাবে।তাই উচিত হবে মাথা ও মনকে ঠান্ডা রেখে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার এবং কি কারণে লস হলো সে গুলোকে খুঁজে বের করে নিজেকে ওই বিষয়ে সচেতন করে তোলা। যাতে করে ভবিষ্যতে ওই লসগুলোর থেকে এড়িয়ে চলতে পারেন এবং মার্কেটে টিকে থেকে খুব ভাল প্রফিট করতে পারেন।
লস করলে কোন কিছু করার নেই কিন্তু আমি মনে করি লস কিনলে সেই জিনিসগুলোকে আবারও ফিরিয়ে আনা সম্ভব যদি আপনি একজন ভালো ট্রেডার এবং risk management সম্পর্কে খুব ভালো করে আপনার আইডিয়া থাকে আপনি ডেমো একাউন্ট খোলার সময় যদি risk management নিয়ে ভাল করে পড়ালেখা করেন তাহলে মানি ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন আপনার কোন ট্রেড ভুলগুলোকে ভবিষ্যতে ধীরে ধীরে অনুকূলে আনা সম্ভব