-
ফরেক্স মার্কেট স্থির নয়। মার্কেট কখন আপ এ থাকে আবার কখন ডাউনে চলে যায় তা এনালাইসিস ছাড়া বোঝা মুশকিল। তাই ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করা করা খুবই গুরুত্বপূর্ণ। এনালসিস ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা খুবই রিস্কি। সঠিক সময়ে ট্রেড না ধরে যদি ভূল সময়ে ট্রেড করা হয় তাহলে দীর্ঘদিন ধরে লসে থাকার সম্ভাবনা থাকে। এনালাইসিস না করে ভূল সময়ে ট্রেড করার জন্য মার্কেট অতিরিক্ত লসে চলে গিয়ে ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। তাই ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ।
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে মার্কেট এনালাইসিস এর কোন বিকল্প নেই। কারণ ট্রেডিং এর আগে যদি মার্কেট এনালাইসিস না করা হয় তাহলে আমরা কখনোই সঠিকভাবে ট্রেডিং এ এন্ট্রি নিতে পারব না। এ জন্য আমাদের বারবার ভুল ট্রেডিং এর শিকার হতে হবে এবং প্রতিবারই অনাকাঙ্ক্ষিত লসে পড়তে হবে। তাই অনাকাঙ্খিত লস এড়াতে হলে আমাদের মার্কেট এনালাইসিসে দক্ষতা অর্জন করতে হবে। যেকোনো একটি স্ট্রাটেজি ভালোভাবে অনুসরণ করতে হবে এবং সেই স্ট্রাটেজি অনুযায়ী ট্রেডিং করতে হবে।
-
হ্যাঁ ভাই অবশ্যই ডিলিট করার আগে সঠিকভাবে এনালাইসিস করুন একবারের জায়গায় 5 বার করুন কারণ এনালাইসিস ভুল হলে আপনি বিপদে পড়বেন আপনার মূলধন কমে যাবে এমনকি মূলধন জিরো হয়ে যেতে পারে তাই অবশ্যই ফরেক্সে ট্রেড করার পূর্বে ভালোভাবে অনার্স করে তবেই ট্রেড শুরু করুন।
-
ট্রেড করা যতটুকু গুরুত্ব পূর্ন তার চেয়েও বেশী গুরুত্বপূর্ন এনলাইসিস করা। কারন ট্রেড করেন বা না করেন এনালাইসিস করতেই হবে। অর্থাত সব সময় এনালাইসিস করতেই হবে। এমন নয় যে আপনি এনালাইসিস করলেই ট্রেড করতে হবে। তবে ট্রেড নেওয়ার আগে বিভিন্ন কায়দায় এনলাইসিস করতে হবে এবং আরও ভাল হয় যদি একটি এনালাইসিস চেকলিষ্ট থাকে। কারণ এনলাইসিস ভূল হলেই ট্রেড এ লস। আমাদের অধিকাংশ নতুন ট্রেডাররা ঝরে পরেন এনালাইসিস এর দূর্বলতার জন্য। ভাই আপনি সত্যই বলেছেন, যে ট্রেডিং মানেই হলো এ্যানালাইসিস। তাই সঠিকভাবে বাচ-বিচার ও পর্যবেক্ষণ করে তারপর আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়া করে এখানে কখনই সফলকাম হতে পারবেন না। সুতরাং আগে ভাল করে মার্কেট এনালাইসিস করুন, তারপর ট্রেডিং এর পজিশন পেলে তখন নাহয় ট্রেড নিবেন। কেননা মার্কেট তো আর চলে যাচ্ছে না, সুযোগ আসবে, তখন সেটাকে এখানে কাজে লাগাতে হবে।
-
ফরেক্স মার্কেটে এনালাইসিস না করে ট্রেড করা ঝুঁকিপূর্ণ। এনালাইসিস করলেই মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা যায়। কিন্তু আপনি যদি এনালাইসিস না করে ট্রেড করেন তাহলে অনেক সময় ভুল সময়ে ট্রেড করার জন্য মার্কেট যদি ওই পজিশন থেকে অতিরিক্ত বিপরীতে চলে যায় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স 0 হওয়ার ঝুঁকি থাকবে। এনালাইসিস করে ট্রেড করা আর অন্ধের মত পথ চলা সমান। তাই ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নেওয়ার প্রয়োজন।
-
ট্রেড করা যতটুকু গুরুত্ব পূর্ন তার চেয়েও বেশী গুরুত্বপূর্ন এনলাইসিস করা। কারন ট্রেড করেন বা না করেন এনালাইসিস করতেই হবে আপনি যত ভাল করে এনালিসিস করতে পারবেন আপনি ফরেক্স ফরেক্স মার্কেট থেকে তত বেশি লাভ করতে পারবেন । নতুন ট্রেডাররা ভালো করে মার্কেট এনালাইসিস না করেই ট্রেড করা শুরু করে আর ফলাফল দারায় না । তাই কোন ট্রেডই এনালাইসিস ছাড়া করা যাবে না । এনালাইসিস ছাড়া ট্রেড করা আর অন্ধকারে ঢিল ছোড়া একই বলে আমি মনে করি ।
-
মানসিক ব্যবসায়ের ভূমিকা উপলব্ধি করতে পারেন এবং আপনি যদি অর্থ হারানোর ব্যয় নিয়ে পড়াশোনা করেন এটি খুব খারাপ হয় আবেগ থাকবে তবে আমাদের আবেগগুলি যদি আমাদের বাণিজ্য অনুসরণ করে এবং ঠিক থাকে তবে বাণিজ্য আমাদের আবেগ অনুসরণ করে না। এবং হ্যাঁ অনুকরণ আপনাকে সমস্যা দেবে যখন আপনার কোনও পরিকল্পনা নেই এবং আপনাকে করতে হবে আপনি যখন বাজারে হারাতে শুরু করেন বা আপনি লাভ করেন আপনি
-
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য এনালাইসিস করার গুরুত্ব অপরিসীম। এনালাইসিস করে ট্রেড করার গুরুত্ব অপরিসীম। এনালাইসিস করে ট্রেড করা ভালোও।এতে লসের ঝুকিঁ কম থাকে।ট্রেড করার জন্য সঠিক আইডিয়া দিতে ও এনালাইসিস হেল্প করে। ফরেক্স মাকের্টে টিকে থাকার জন্য অবশ্যই এনালাইসিস করে ফরেক্স ট্রেড করা উচিৎ।এতে লস কম হয়। ভুল হওয়ার সম্ভবনা কমে
-
অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার গন সব সময়ই ট্রেড করার আগে মার্কেট ভালো করে এনালাইসিস করে ট্রেড করে । আর তাইতো তারা কখনো লসের সম্মুখীন হয় না যদিও বা হয় সেটা খুবই সামান্য লস । আর এখানে নতুন ট্রেডাররা ভালো করে মার্কেট এনালাইসিস না করেই ট্রেড করা শুরু করে আর কোন মানি ম্যানেজমেন্ট অনুসরন করেনা ফলে ফলাফল দাড়ায় যে তারা মার্জিন কল পেয়ে একাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলে ।
-
এনালাইসিস করে ট্রেড না করলে আপনি একেবারেই লসে পড়বেন। আপনার সময় টাতো নস্ট হলোই সাথে লস ফ্রি।ফরেক্স মার্কেটে আপনি যতটা বেশি এনালাইসিস করবেন, ঠিক ততোটা বেশিই লাভ করবেন বলে আমি মনে করি। আপনি এনালাইসিস করলেই ট্রেড করতে হবে। তবে ট্রেড নেওয়ার আগে বিভিন্ন কায়দায় এনলাইসিস করতে হবে এবং আরও ভাল হয় যদি একটি এনালাইসিস চেকলিষ্ট থাকে। কারণ এনলাইসিস ভূল হলেই ট্রেড এ লস।