-
ফরেক্সে আমাদের একটি সুন্দর স্ট্রাটেজি ডেভলপ করে সেই অনুযায়ী নিশ্চিন্তে ট্রেড করা উচিত। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য চিন্তামুক্ত থাকা অনেক জরুরী। মানসিক চাপ বা টেনশন নিয়ে ট্রেড করলে তার ফলাফল বিপরীত হতে পারে। মানসিক অবস্থা ভালো না থাকবে ট্রেড থেকে দূরে থাকাই সমীচীন। মানসিক চাপ নিয়ে বা খারাপ অবস্থায় ট্রেড করলে তার ফলাফল ভালো হতে পারে না। ফরেক্স হল সুস্থ মস্তিষ্কের বা ঠাণ্ডামাথার বিজনেস, মেন্টাল প্রেসার থাকলে ফরেক্স ট্রেডিং করা যায় না। মেন্টাল প্রেসার নিয়ে ট্রেডিং করলে আপনি ভুল এন্টি নিয়ে বসতে পারেন, যেটা আপনার ব্যালেন্স কে যেকোনো মুহূর্তে জিরো করে দিতে পারে। মন খারাপ থাকলে বা টেনশন থাকলে ভালোভাবে মার্কেট এনালাইসিস করা সম্ভব নয়। এ অবস্থায় এনালাইসিস করলে ভুল হয়ে যেতে পারে, আর একটি ভুলই আপনাকে মার্কেট থেকে বের করে দিতে যথেষ্ট। তাই মন ভালো থাকলে বা ফ্রেশ থাকলে ট্রেড করুন নতুবা ট্রেড থেকে দূরে থাকুন। আপনার একাউন্ট সুরক্ষিত থাকলে আপনি ট্রেড করার জন্য অনেক সুযোগ পাবেন। কিন্তু ভুল ট্রেডে এন্ট্রি নিয়ে লস করে মূলধন হারিয়ে ফেললে পরবর্তীতে আর ট্রেড করার সুযোগ থাকবে না।
-
ফরেক্স এ লং টাইম ট্রেডিং করে থাকেন তাদের জন্য একদিনের চার্টটি অনেক গুরুত্বপূর্ণ।তবে ফরেক্সে খুব কম লোকই লং টাইম ট্রেডিং করে থাকে।বেশিরভাগ ট্রেডাররাই শর্ট টাইম ট্রেডিং করে থাকেন।একজন ট্রেডার হিসেবে আমি মনে করি শর্ট টাইম ট্রেডিং এ বেশি প্রফিট লাভ করা যায় লং টাইম ট্রেডিং এর থেকে।লং টাইম ট্রেডিং এর ক্ষেত্রে অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকতে হয় সে ক্ষেত্রে শর্ট টাইম ট্রেডিং এ চার ঘন্টার টাইম ফ্রেমে খুব দ্রুত সময়ে প্রফিট অর্জন করা যায়।
-
মার্কেটে আপনি ট্রেড করে নিশ্চিন্তে আপনার জীবন সুন্দর ভাবে পরি চালনা করতে পারেন।তবে এক্ষেত্রে আপনাকে ফরেক্স বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। তবেই আপনি সফলভাবে ট্রেডিং জগতে ভাল করতে পারবেন।মার্কেটের মুভমেন্ট ,মানি ম্যানেজমেন্ট ভাল করতে পারলে আপনার আর পিছনে তাকাতে হবে না।
-
ফরেক্স মার্কেট এ বড় টাইম ফেম এ ট্রেড করা অনেক ভাল কারন বড় টাইম এ ট্রেড করলে ভুল সিগন্যাল অনেক কমে আসে।তাই বেশির ভাগ ট্রেড এ লাভ থাকে আর ছোট টাইম ফেম এ অনেক ভুল সিগন্যাল আসে তাই ছোট টাইম ফেম লস ট্রেড এর পরিমান অনেক বাড়তে থাকে।বাংলাদেশের বর্তমান পেক্ষাপটে যারা বেকার তারা নিশ্চিন্তে ফরেক্স মার্কেটে ট্রেড করে জীবন জীবিকা নির্বাহ করতে পারেন।এখানে কিছু স্টাডি করে দক্ষতা অর্জন করতে পারলে আপনাকে আর পিছনে তাকাতে হবে না।তবে ধৈর্য ধারন করতে হবে এবং লোভ কে না বলতে হবে,তা নাহলে হিতে বিপরীত হতে পারে।যারা ফরেক্স মার্কেট এ নতুন সারাদিন মার্কেট এর সামনে বসে থাকতে ভাল লাগে তারা ছোট টাইম এ ট্রেড করে তবে ছোট টাইম এ ট্রেড করেও অনেক ভাল লাভ করা যায়।
-
আমরা অনলাইন বিজিনেস করতে ভয় পায় যদি আমাদের কষ্ট করা টাকা হারিয়ে ফেলি তাই অনলাইন বিজিনেস গুলো জইন করতে একটু ভয় লাগে,কিন্তু ফরেক্স একটি জনপ্রিয় অনলাইন বিজিনেস,আমরা নিশ্চন্তে এই ব্যবসা করতে পারি,বিশ্বস্ত একটি ব্রোকার এ একাউন্ট করে আমরা নিশ্চিন্তে ট্রেড করতে পারি,ইন্সটা ফরেক্স একটি বিশ্বস্ত ব্রোকার এই ব্রোকার এ একাউন্ট করে আমরা নিশ্চন্তে ফরেক্স ট্রেড করতে পারি। তাছাড়া ফরেক্স মার্কেট সব সময় উঠানামা করে ।তাই আপনার ট্রেডের দিক সবসময় দেখতে হয় । তবে সবার ট্রেড সমান হয় না ফলে সবার চিন্তার ধরন একরকম হয় না ।