-
লাভ করা শুরু করলে ছোট ছোট এমাউন্ট উইথড্র করা উচিত। তাহলে নিজের মানসিক শান্তির পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ে। আসলেই এই নিউজগুলো দেখলেই ভাল লাগে কেউ না কেউ টাকা তুলতে পারছে। যদিও আমি এখনও টাকা তুলতে পারিনি কিন্তু তারপরও লেগে আছি আপনাদের দেখাদেখি। আশা আছে আমিও পারব আপনাদের মত করে প্রফিট তুলতে হয়ত বা আরও সময় লাগবে। শুভকামনা আপনার জন্য।এক সময় ফোরাম পোস্টিং করতাম বেশি বেশি। শুরুর দিকে ফান্ড ছিল শুধু ইনস্টাফরেক্সের। তবে একটা বিষয় বেশি ডলার না জমিয়ে ৩০-৫০ ডলার হলে প্রফিট তুলে ফেলা উচিত।
-
খুব ভালো করেছেন আশা করি আপনি ভবিষ্যতে আরো অর্থ উপার্জন করতে পারবেন ইন্সটাফরেক্স কে কাজে লাগিয়ে। ইন্সটাফরেক্স আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে অর্থ উপার্জন করার জন্য তাই আমাদের উচিত সর্বোচ্চ ব্যবহার করে এইখান থেকে অর্থ উপার্জন করে নিজেদের জীবনকে একটি সুন্দর পরিস্থিতিতে নিয়ে যাওয়া। আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল আশা করি আপনি আরো বেশি অর্থ উপার্জন করতে পারবেন।
-
আশা রাখি আমরা সবাই ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবো। আমি একজন নতুন ট্রেডার আমি এখনও শিক্ষানবীষ মাত্র ১ থেকে দের বছর মার্কেট দেখছি। লাভও করেছি আবার লসও হয়েছে তাই আপাতত রিকভারীতে ব্যস্ত আছি। যাই হোক আমি চেষ্টা করছি যে, রিকভারী করতে পারবো এবং লাভও করতে পারবো। তাহলে নিজের মানসিক শান্তির পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ে। এক সময় ফোরাম পোস্টিং করতাম বেশি বেশি। শুরুর দিকে ফান্ড ছিল শুধু ইনস্টাফরেক্সের।
-
ইন্সটাফরেক্সে গত তিন বছর যাবৎ নিয়মিত 1558731 একাউন্টে ট্রেড করেছি এবং মোট 3,600 ডলার প্রফিটও করেছি৷অথচ সেখানে থেকে আমি মাত্র 111 ডলার প্রফিট উইথড্রো দিতেই আমার একাউন্টটি ডিজেবল করা হয়েছে গত আড়াই মাস আগে৷বিষয়টি আপনারা সবাই অবগত রয়েছেন৷তাই আমার দুঃখের সীমা নাই৷এন্টীফ্রড ডিপার্টমেন্টের সাথে বহুবার যোগাযোগ করেছি,তাদের কে চ্যালেঞ্জ করেছি,অনুরোধ করেছি আমার ভুল ত্রুটি গুলো আমাকে জানানোর জন্য কিন্তু তারা আমাকে কোনো জবাব বা পরামর্শ বা ব্যাখ্যা দেয় নাই এবং অ্যাকাউন্টটি এখনোও ব্লক করেই রেখেছে৷ এতদ্বসত্ত্বেও আপনারা যারা ইন্সটাফরেক্স থেকে প্রফিট উইথড্র করতে পারছেন তাদের কথা গুলো শুনলে আমি বেশ আনন্দিত হই৷যখনি শুনি আপনারা কেউ প্রফিট উইথড্রো করতে পেরেছেন তখনই আপনাদেরকে বেশ সফল বলে মনে হয়৷সত্যি আপনাদের তুলনায় আমি কতই না নগণ্য-অধম,আর আপনারা সফলতার শীর্ষে দাঁড়িয়ে আছেন-দেখলে বেশ ভালই লাগে৷ আপনাদের জন্য শুভকামনা রইল৷