প্রথম প্রথম এমনটা সবার ক্ষেত্রেই হয় কারণ আমাদের মার্কেট সম্পর্কে তেমন কোন জ্ঞান থাকেনা। এবং না বুঝে ট্রেড করার ফলে বারবার এমনটা হতো। বিশেষ করে নতুন ট্রেডারদের ক্ষেত্রে এটা বেশি পরিলক্ষিত হয় কিন্তু দিন যাবার সাথে সাথে এই সমস্যা একটু হলেও কমে যায়। প্রথমদিকে ট্রেন্ড সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে এমনটা হয় আসলে মার্কেট আমাদের শত্রু নয় এগুলো আমাদের অজ্ঞতারই ফল। যেদিন অজ্ঞতা কেটে যাবে সেদিন মার্কেট শত্রু না বন্ধু মনে হবে।