-
স্টেপ লস না দিয়ে ট্রেড করা যাবে তাতে কোন সমস্যা নেই তবে হ্যাঁ আপনি যদি মনে করেন আপনার ট্রেড একটি নির্দিষ্ট সময় লস লাভের পর ছেড়ে দিবেন তাহলে আপনাকে স্টপ লস বা স্টেপ লাভ ইউজ করা উচিত। কারণ কোনো মানুষই তার পেশা বা ব্যবসাকে ঝুঁকির সম্মুখীন করতে চায় না। ফরেক্স আমাদের দৈনন্দিন জীবনে একটি বিরাট ভূমিকা পালন করছে এবং অর্থ উপার্জনের মাধ্যম তাই আমরা ফরেক্স ট্রেড করি এরা কখনোই ফরেক্সকে ঝুঁকির সম্মুখীন করতে চাই না এজন্য ট্রেড করার সময় স্টপ লস ব্যবহার করলে আমাদের জন্যই ভালো। তবে কোন ট্রেডার যদি চায় সে স্টেপ লস ব্যবহার না করে ট্রেড করতে পারবে।
-
ষ্টপ লস ব্যবহার না করে ট্রেড করা যাবে। তবে একটা কথা মনে রাখতে হবে এখানে যা আছে তা প্রয়োজনের বাহিরে কোনটিই নয়। ষ্টপ লস ব্যবহারের মূল উদ্দেশ্য হল একাউন্টকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। তাই ষ্টপ লস ব্যবহার করা অতি জরুরী বিষয়। তবে এটা ব্যবহার ছাড়াও ট্রেড করা যাবে।
-
ম্যাক্সিমাম ফরেক্স ট্রেডারগণ স্টপ লস ছাড়াই ট্রেড করে থাকেন। কিন্তু স্টপ লস ছাড়া ট্রেড করার কিছু খারাপ দিক আছে। বিশেষ করে যাদের একাউন্ট ব্যালেন্স কম তাদের ক্ষেত্রে স্টপ লস ছাড়া ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ ফরেক্স মার্কেটে মুদ্রার প্রাইস কখনো স্থির নয়। এই ক্ষেত্রে মার্কেট কখন লাভে থাকবে এবং কখন অতিরিক্ত লসে চলে যাবে এটা বোঝা কঠিন। আমি মনে করি এই ক্ষেত্রে টেক প্রফিটের পাশাপাশি স্টপ লস ব্যবহার করা উচিত। স্টপ লস ছাড়া ট্রেড করলে মার্কেট যখন অতিরিক্ত বিপরীতে চলে যাবে তখন ব্যালেন্স শুন্য হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। স্টপ লস ব্যবহার করলে অল্প লসে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। এতে একাউন্ট ব্যালেন্স শুন্য হওয়ার মত ঝুঁকি থেকে আপনার একাউন্ট সেফ থাকবে।
-
অবশ্যই ফরেক্স ট্রেডিং এ স্টপ লস না দিয়েও ট্রেড করা যাবে। তবে যারা নতুন তাদের উচিত প্রথম অবস্থায় স্টপ লস ব্যবহার করেই ট্রেড করা। কারন হলো তারা প্রথম অবস্থায় মার্কেট সম্পর্কে ভালো ধারণা থাকে না এবং তারা ভালো করে মার্কেট এনালাইসিস করতে পারেনা আর তার ফলে তারা ট্রেড ওপেন করার পর অনেক সময় লসের সম্মুখীন হয়। তাই তাদের উচিত হবে স্টপ লস ব্যবহার করে ট্রেড করা। তবে যারা এখানে অভিজ্ঞ ও দক্ষ তাদের তেমন স্টপ লস ব্যবহার করার প্রয়োজন হয় না। কারন তারা মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করে এবং তারা ভালো প্রফিট অর্জন করে। ধন্যবাদ
-
অবশ্যই স্টপ লস ব্যবহার না করেও ট্রেড করা যায় তবে আমি এর পক্ষ পাতিত করব না স্টপ লস ব্যবহার না করলে আপনার একাউন্ট নিঃশেষ হয়ে যেতে পারে আপনি একটি ট্রেড ধরলেন এবং আপনার এনালাইসিস ভুলের কারণে মার্কেট বিপরীতমুখী হলো তখন যদি সেটা পুনরায় আপনার ব্যালেন্স শেষ হওয়ার আগে রিকভার না করে তাহলে আপনার ব্যালেন্সটা তো জিরো হয়ে যাবে যার কারনে স্টপ লস ব্যবহার করা সবারই উচিত।
-
স্টপ লস না দিয়ে ট্রেড করা যাবে। তবে স্টপ লস দিয়ে ট্রেড করাটা অনেক নিরাপদ। ট্রেডে স্টপ লস ব্যবহার না করলে ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। স্টপ লস ব্যবহার না করার কারণে মার্কেট যদি কখনো ট্রেডের বিপরীতে চলে যায় তাহলে অনেক লস হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে যদি ট্রেডে স্টপ লস ব্যবহার করা হয় তাহলে মার্কেট ট্রেড এর বিপরীতে নির্দিষ্ট পরিমাণ পৌঁছালেই ট্রেডটি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। ফলে বাড়তি লস এর সম্মুখীন হতে হয় না। অনেকেই ট্রেডে স্টপ লস ব্যবহার করেন না যার ফলে অনেক সময় তাদের অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়ে যায়। তাই নিজেদের একাউন্টে সুরক্ষিত রাখতে আমাদের সব সময়ই ট্রেডে স্টপ লস ব্যবহার করা উচিত।
-
আমার মতে ট্রেড করাটা ঠিক হবে না। কারন ফরেক্স মার্কেট পরিবর্তন শীল। এই মার্কেটে যে কোন সময়ে পরিবর্তন হয়ে যায় আর সেটা ৫০০-১০০০ পিপ্স। এতে করে আপনার রানিং ট্রেড বিপরীতে গেলে বড়ো লসের শিকার হয়ে পরবেন। তাই আমার মতে ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করা উত্তম আর প্রতি ট্রেডে টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে। তাহলে আর বিগ বিগ লসের শিকার হবেন না।
-
স্টপ লস ব্যবহার না করে ট্রেড করা যাবে কিন্তু এটা অত্যন্ত বিপদজনক। স্টপ লস ব্যবহার করতে গেলে আগে ভালোভাবে সাপোর্ট চিন্হিত করা দরকার। সাপোর্ট চিন্হিত করতে না পারলে স্টপ লস ব্যবহার করে কোন লাভ নেই। তো যারা সাপোর্ট, রেজিস্টেন্স বের করতে পারেন না তারা স্টপ লস, টেক প্রফিট ছাড়াই ট্রেড করতে পারেন। এর ফলে বড় লাভ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মানে লাভ বা লসের নিয়ন্ত্রণ থাকে না।
-
ফরেক্স মার্কেট এ ভাই আপনি স্টপলস না দিয়েও ট্রেড করতে পারবেন।ট্রেড করতে হলে স্টপলস দেওয়াই লাগবে ভাই এমন কোন নিয়ম ফরেক্স এ নাই।তবে স্টপলসটা কি আগে আপনাকে জানতে হবে।স্টপলস হল এমন একটা বিষয় যা ট্রেডে আপনার ব্যালেন্সটাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে রক্ষা করে।ধরেন আপনি একটা ট্রেড এন্ট্রি করে রাতে ঘুমিয়ে গেলেন।মার্কেটটি এতটা বিপরীতে মুভ করেছে সকালে উঠে দেখলেন আপনার ব্যালেন্স জিরো।এই অনাকাঙ্খিত ক্ষতির হাত হতে আমাদের রক্ষা যে প্রসেস করে থাকে সেটাই স্টপ লস সিস্টেম।আসলে স্টপলস হচ্ছে আমাদের একাউন্টের সিকিইরিটি।বড় ক্ষতির হাত থেকে আমাদের বাচিয়ে দেয়।এজন্য আমি মনে করি ভাই আমাদের প্রতিটা ট্রেডেই স্টপলস ব্যবহার করা উচিত।স্টপলস না দিয়ে ট্রেড করলে ভাই বড় ক্ষতি যেকোন সময় হয়ে যেতে পারে তখন শুধু আপসোস ই হবে।তার চেয়ে বেটার স্টপলস ব্যবহার করা।
-
স্টপলস সেট করাটা নিয়ে আমি অনেক সময়েই বিপদে পরেছি কারন কোথায় যে স্টপলসটা দিবো সেটাইতো মুল ব্যাপার কারন আন্দাজে ২০ পিপ উপরে বা ৪০ পিপ উপরে দিলে তো হবে না। মার্কেট এনালাইসিস করে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুই দিতে হবে। সঠিকভাবে স্টপলস সেট করতে না পারলে ট্রেড করাটা ঝুকিপূর্ণ হয়ে যাবে যখন মার্কেট মুভমেন্ট বেশি হবে।