ফরেক্স মার্কেটে আমরা বারবার একই ভুলগুলো বারবার করে থাকি।এজন্য অনেকে ফরেক্স মার্কেটে অনেক দিন ধরে আছে।কিন্তু কমন ভুলগুলো বারবার করা থেকে আমরা যদি বিরত থাকি।তাহলে ফরেক্স মার্কেটে আমাদের অবস্থান শক্ত হবে।আমরা কেন জানিনা ভুল করা আমাদের দৈনন্দিন রূটিন হয়েছে।আমরা জানি ওভার ট্রেড লোভ ধৈর্য্যহীনতা ফরেক্স মার্কেটে থেকে ছিটকে পড়ার প্রধান কারন।তারপরেও কেন এই ভুল করি।নিজেও জানি না।