-
প্রতিটি ট্রেডিং এই একটি সঠিক এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজন।একটি সঠিক এন্ট্রি পয়েন্ট এর মাধ্যমেই ট্রেডিং থেকে সর্বোচ্চ লাভ করা সম্ভব।আমরা অনেক সময় দেখি ট্রিট করার কিছুক্ষণ পর মার্কেট আমাদের বিপরীতে চলে যায়।এর কারণ হলো একটি সঠিক এন্ট্রি পয়েন্ট এর অভাব। কারন সাপ্লাই বা ডিমান্ড লেভেল এ যেয়ে আমরা এই সিগ্নাল গুলোতে ট্রেড নিলে বেশির ভাগ সময় লাভ করতে পারি। আর এসব সিগ্নাল এ আপনাকে ট্রেড নিতে হবে ডেইলী টাইমফ্রেম দেখে।
-
ফরেক্স মার্কেট আমি একজন নতুন ট্রেডার এক্ষেত্রে আমার অনেক কিছুই ভুল হতে পারে তবে আমি যদি ভুল করে থাকি বা বলে থাকি অবশ্যই তা সংশোধন করা অতি জরুরী সাধারণত আমি ফরেক্স মার্কেটে এন্ট্রি নিয়ে থাকি কারেন্সি নিউজ এর উপর ফরেক্স মার্কেটে যখন কনকারেন্সি টার্গেট করি তার ওপর নিউজ টাইম এর সময় আমি মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড নিয়ে থাকি এতে করে আমার বেশিরভাগ সময় প্রফিট অর্জন করতে সহজ হয়
-
ফরেক্স ট্রেডিং এর সাফল্য পেতে হলে প্রতিটি ট্রেডিং এই একটি সঠিক এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজন।একটি সঠিক এন্ট্রি পয়েন্ট এর মাধ্যমেই ট্রেডিং থেকে সর্বোচ্চ লাভ করা সম্ভব।আমরা অনেক সময় দেখি ট্রিট করার কিছুক্ষণ পর মার্কেট আমাদের বিপরীতে চলে যায়।এর কারণ হলো একটি সঠিক এন্ট্রি পয়েন্ট এর অভাব।তাই লাভের ট্রেড এর সংখ্যা বাড়াতে হলে সঠিক এন্ট্রি পয়েন্ট এর গুরুত্ব অপরিসীম। এন্ট্রি পয়েন্ট নির্ধারন করে ট্রেড ওপেন করবেন এতে করে আপনার লসের ঝুকি অনেকাংশে কমে যাবে।
-
অবশ্যয় আপনার কথায় আমি একমত। একটি ট্রেড নেওয়ার সময় আপনি যদি মার্কেটের ট্রেন্ড এর দিকে নজর দেন তাহলে সহজে বুঝতে পারবেন মার্কেট কোন রেঞ্জএর মধ্যে আছে। যদি মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে তবে সাপোর্ট এবং রেজিষ্টার্ন দেখে ট্রেড করতে হবে। এবং যদি মার্কেট কোন ট্রেন্ড ধরে নিচে বা উপরে উঠতে থাকে তাহলে সে মতে ট্রেড করতে হবে। না বুঝেশুনে কখনও ট্রেড করবেন না। একটি ভুল ট্রেড আপনার একাউন্ট ব্যালেন্সকে মারাত্বক ক্ষতি করতে পারে।সঠিক এন্ট্রি পয়েন্ট এর মাধ্যমেই ট্রেডিং থেকে সর্বোচ্চ লাভ করা সম্ভব আপনি যে নিয়মে ট্রেড করার কথা বলছেন তাতে ট্রেড করতে গেলে দিনে একটিও ট্রেড নেওয়ার সম্ভাবনা থাকবে না। তাই প্রতিটি ইন্ডিকেটর এর মান যদি একটু কমিয়ে ব্যবহার করা যাই তাহলে সেগুলি বেশ দ্রুত এবং দিনে কয়েকবার সিগনাল প্রদান করতে পারবে এবং বেশি সংখ্যাক ট্রেড নেওয়া যাবে এবং বেশি ট্রেড করতে পারলে অবশ্যয় বেশি আয় করা যাবে তাই প্রতিটি ইন্ডিকেটর এর মান কিছুটা কমিয়ে ব্যবহার করতে পারলে
-
ফরেক্স মার্কেটে আমরা সবসময়ই চেষ্টা করি একটি সঠিক এন্ট্রি পয়েন্ট খুজে বের করে ট্রেড করার জন্য।একজন ট্রেডার এর ভবিষ্যত নির্ভর করে সঠিক যায়গায় এন্ট্রি নেওয়ার উপর।একজন প্রোট্রেডার সব সময়ই বেস্ট এন্ট্রি পয়েন্ট খুজে বের করে ট্রেড করে।এজন্যই তারা ফরেক্স মার্কেট থেকে প্রতিমাসে একটি ভালো টাকা ইনকাম করে।আর একজন বিগেনার ট্রেডার সব সময়ই এন্ট্রি পয়েন্ট খুজে বের করে ট্রেড করার চেষ্টা করে এমনকি ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করতে পিছপা হয়।যার ফল সরুপ তারা মার্কেটে সব সময়ই লস করে থাকে।তাই সঠিক এন্ট্রি পয়েন্ট চিহ্নিত করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
-
ফরেক্স এ ট্রেড করতে করার জন্য সবসময়ই একটা এন্ট্রি পয়েন্ট নির্দিষ্ট করে নিয়ে ট্রেড ধরতে হবে। এটা খুবই হিসাব করে এনালাইসিস করে নির্ধারন করতে হবে নাহলে আপনি লস করতে পারেন। তাই মার্কেট এনালাইসিস করে সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে এন্ট্রি পয়েন্ট নির্ধারন করে ট্রেড ওপেন করবেন এতে করে আপনার লসের ঝুকি অনেকাংশে কমে যাবে।