-
অনেক ক্ষেত্রেই ফরেক্স ছাত্রদের জন্য উপযোগী একটি ব্যবসা হতে পারে কারণ ছাত্ররা শিক্ষানিবিশ হওয়ায় তাদের যেমন ইংরেজি বোঝার প্রতি সহজবোধ্যতা রয়েছে তেমনি তারা কম্পিউটার চালানোর ক্ষেত্রেও যথেষ্ট জ্ঞ্যন রাখেন । এছাড়া তাদের কোন দায়িত্ত না থাকায় এবং পড়াশুনার পাশাপাশি যথেষ্ট সময় থাকায় তারা চাইলেই এই ব্যবসাটি সম্পর্কে ভালোভাবে জ্ঞ্যন অর্জন করতে পারেন অবসর সময়ে । কিন্তু একটি বিষয় ভাবার বিষয় তা হল স্টুডেন্ট লাইফে কোন পারিবারিক দায়িত্ববোধ সম্পর্কে কার্যত কোন চাপ না থাকায় এই সময়ে লোভ থেকে নিজেকে সংযত রেখে ধৈর্যের সহিত প্রতিনিয়ত শেখার মন মানসিকতা খুব কম ছাত্রের মধ্যেই প্রতীয়মান হয় ।
-
ছাত্রদের জন্য ফরেক্স খুব ভালো বিজিনেস।আমিও একজন ছাত্র আমিও এই বিজিনেস করি,এটি আমার পার্ট টাইম বিজিনেস,এই বিজিনেস করে আমি খুব ভালো আছি,আমার মনে করি আমার মত প্রতেক ছাত্রদের এই বিজিনেস করা উচিত,তাহলে তারা পড়াশোনার পাশাপাশি ভালো ইনকাম করতে পারবে।
-
ফরেক্স একটি ট্রেডিং। এটা করলে জ্ঞানের প্রসার তো হয়ই সাথে আর্থিক ইনকাম টা তো আছেই। আর ফরেক্স ট্রেডিং করা এতটাও সহজ না যে, যে কেউ তা করতে পারবে। আর ছাত্ররা মিনিমাম না বুঝে কখনোই হঠাৎ করে কোন কিছু সিদ্ধান্ত নেয় না।ফরেক্স করলে জ্ঞান বাড়বে, বাড়বে অভিজ্ঞতা,, সাথে ব্যবসায়ের প্রতি যে অনুপ্রেরণা সেটা সে পাবে। আর তার বাস্তব জীবনেও এটার প্রসার ঘটিয়ে ভালো কিছু অর্জন করতে পারবে।
-
আমার কাছে মনে হয় ছাত্র দের জন্য একটা বিশাল সুবিধা এবং সুযোগ বয়ে এনেছে ফরেক্স তাদের পড়ালেখার পাশাপাশি ফরেক্স করে নিজে স্বাবলম্বী হতে পারবে এবং আর্থিক স্বচ্ছলতা পাবে। এমনকি একটু ভালোভাবে করলে পরিবারের ও কিছুটা হেল্প করতে পারবেন। তবে এটাও মনে রাখতে হবে এটা কে নেশা হিসেবে নেওয়া যাবে না তাহলে পড়ালেখার ক্ষতি হতে পারে। পড়ালেখা কে প্রাধান্য দিয়ে আপনি পার্ট টাইম ফরেক্স করতে পারেন এতে আপনার দুই দিকেই ঠিক থাকবে।
-
ছাত্রদের জন্য ফরেক্স উপযুক্ত একটি ব্যবসায়। লেখাপড়ার পাশাপাশি খুব অল্প সময় ব্যয় করে এখান থেকে ইনকাম করা সম্ভব। অনেক সময় অর্থের প্রয়োজনে ছাত্ররা অনেক খারাপ কাজে লিপ্ত হয়। এই খারাপ কাজ থেকে বিরত থাকতে ফরেক্সের ভুমিকা খুব গুরুত্বপূর্ণ। তাই ছাত্রদের জন্য ফরেক্স উপযুক্ত কাজ।
-
আমি মনে করি যে, ফরেক্স এ সবচেয়ে মজার বিষয় হলো আপনিে এখানে যে কোন সময় ট্রেড করতে পারেন। আর তাছাড়া ছাত্ররা সাধারনত বেশির ভাগি সময় তারা তাদের পড়াশুনার ভেতরে দেবে। তাহলে ছাত্ররা ট্রেড করবে কোন সময়। আর এসব সুবিধা্র কারনে ছাত্ররা যে কোন সময় ট্রেড করতে পারে।
-
ছাত্রদের জন্য ফরেক্স ট্রেডিং অনেক গুরুত্বপূর্ণ । আমাদের মত উন্নয়নশীল দেশে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্তান বৃদ্ধি পাচ্ছে না । তাই আমরা ছাত্ররা যদি ফরেক্স ট্রেডিং ভালোভাবে শিখে ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করি তাহলে আমরা নিজেদের খরচ যোগানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক ক্ষেত্রেও অনেক অবদান রাখতে পারব । তাই ছাত্রদের উচিত তাদের পড়াশোনার পাশাপাশি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালোভাবে জানা ।
-
শিক্ষার্থীরা এতে যোগ দিতে সক্ষম হয় এবং আমার মতো আমিও দেখেছি বেশিরভাগ ব্যবসায়ী শিক্ষার্থী নাহলে কারও আগ্রহ নেই বা কীভাবে তা করা যায় তা কখনই বুঝতে পারে না and এবং কোন শিক্ষার্থী ফরেক্সে বাণিজ্য করতে পছন্দ করে, তাদের ভবিষ্যতে সে তাদের তৈরি করে ব্যবসায়ের লোক হিসাবে স্ব স্ব যাতে আপনাকে অবশ্যই এখানে শিখতে হবে এবং তারপরে আপনি এখান থেকে উপার্জন করতে পারবেন এবং শিক্ষার্থীদের অবশ্যই এখানে কাজ করা উচিত।
-
খুব ইতিবাচক একটি মন্তব্য । আমার মতে ছাত্রদের জন্য টাকা ইনকাম করা জন্য ফরেক্স একটি পার্টাইম ইনকাম ছোর্স ।ফরেক্স সম্পর্কে যথা-যথো জ্ঞান অর্জন করে ফরেক্সে পার্টাইম কাজ করলে ছাত্র বেকাত্ব দুর করা সম্ভব । শুধু দরকার ফরেক্স সম্পর্কে বিষদ জ্ঞ্যান । ছাত্ররা সাধানত নিজেকে বেকাত্ব বোঝা মনে করে । তাই ফরেক্স এ ট্রেড তার বেকাত্ব দুর করন সম্ভব।
-
ফরেক্স এমন একটি ব্যবসা আমি মনে করি যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদের সবার জন্যই ফরেক্স। ফরেক্স ব্যবসাটি নিজের ইচ্ছেমতো করা সম্ভব। এটিকে আমাদের সময় মেইনটেইন করে পার টাইম অথবা ফুল টাইম হিসাবেও নিতে পারি। যদি দু-ভাবেই নিতে পারি তাহলে ছাত্ররাও তাদের লেখা-পরার পাশাপাশি ফরেক্স চালিয়ে যেতে পারে। যার মাধমে তারা তাদের ভবিষ্যৎ এক ধাপ এগিয়ে থাকবে।