-
ব্যবসা মানেই লাভ লসের একটা সমষ্টি।যেখানে লাভ লসের কোন একটার অভাব থাকবে সেটাকে ব্যবসা বলা যাবেনা।ফরেক্স যেহেতু একটা ব্যবসা তাই এতে লাভ লোকসান থাকবে।কিন্তু ফরেক্স এ লাভের থেকে লোকসানই বেশি হয়।ফরেক্স এ লোকসান হয় মুলত আমরা অনেকেই ফরেক্স সম্পর্কে বুঝার আগেই ট্রেডিং এ নেমে পড়ি।ফরেক্স এতটা সহজ কিছু না। যদি এমন ই হত তাহলে দুনিয়াতে সবাই সব কাজ কর্ম রেখে শুধু ফরেক্স নিয়ে পড়ে থাকত।মনে রাখতে হবে ফরেক্স এ লাভকারীর চেয়ে লসকারী অনেক বেশি।তাই আমাদের উচিত আগে ফরেক্স শিখে তারপর ট্রেডিং এর দিকে যাওয়া।তাহলে ভাল কিছু করা যাবে।
-
মার্কেটের প্রতি সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে। তারপরও যদি লস হয় থেকে শিক্ষা নিতে হবে। পরবর্তীতে পূর্বের ভুলগুলো না হয় সেদিকে সজাগ দৃষ্টি থাকতে হবে।
-
যারা ফরেক্স ট্রেড করে কিন্তু কোন নিয়ম মানে না তাদের জন্য ফরেক্স ট্রেড লোকশানে পরিনত হয়। আপনি যদি ফরেক্স এর সকল নিয়মকানুন মেনে চলেন আপনি ৯৫% লাভ করতে পারবেন বাকী ৫% লস হতে পারে। কিন্তু মূল কথা হল আমরা নিয়মগুলি জানলেও সেগুলি কখনও মানতে রাজি নয়। ট্রেডিং চেক লিস্ট থেকে কয়েকটি সম্পর্কে সিগনাল পেলেই ট্রেড করে ফেলি অথবা কোন নিয়ম না মেনেই ট্রেড করে ফেলি ফলে লস হয়ে যাই। তাই যে ফরেক্স এর সকল নিয়ম মানবে সে কখনও লস করবে না।
-
ফরেক্স মাকেটে লাভ লস নিধারন হয় দুই ভাবে,এক কপালে দুই অভিজ্ঞতায়।প্রথমত বিনা অভিজ্ঞতায় প্রফিট করা সম্ভব নয় আর দ্বিতীয় তো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজ এর কারণে মার্কেট উল্টাপাল্টা মুভমেন্ট করে তাই বলতে গেলে এ ফরেক্স মার্কেটের লাভ লস হচ্ছে এনালাইসিস এবং নিউজ এর উপর ভিত্তি করেই হয়
-
লাভ এবং লস ব্যবসা এর অংশ,আপনি একটানা কোন বিজিনেস থেকে লাভ করতে পারবেন না লস এর সন্মূখীন হতেই হবে,কিন্তু এই ট্রেডিং বিজিনেস এ লাভবান থেকে লোকসান ট্রেডার এ সংখ্যা বেশি,এর কারন হয়ছে আমরা,কারন বেশিরভাগ ফরেক্স করতে আসে সঠিক ভাবে ফরেক্স লার্ন না করে ফলে তারা এই খানে লোকসান এর সন্মূখীন হয়ে থাকে।
-
ব্যাবসায় লাভ লোকসান হবে এটাই ব্যাবসার রিতি, ব্যাবসায় হয়তো করি কিছু লাভের আশায় যদি ব্যাবসায় লোকশান হয় বেশি তাহইলে বুঝতে হবে কোথাও আপনার ব্যাবসায় ভূল আছে, আপনাকে লোকসান টেকাতে আপনাকে রিয়েল ট্রেডিং বাদ রেখে ডেমো ট্রেডিং করে দেখতে হবে আসলে কোন ভূলের কারণে লোকশান হচ্ছে,হয়তো ডেমো ট্রেডিংএর গুনে আপনার ফরেক্স প্রচুর অভিজ্ঞতা বাড়বে এতে করে আপনার রিয়েল ট্রেডিং লোকশানের হাত থেকে বাঁচতে পারবেন।
-
ফরেক্সে আপনি লাভ করবেন নাকি লস করবেন সেটা নির্ভর করে আপনার উপর। যদি আপনি ভালো করে শিখে এবং নিয়ম মেনে ট্রেড করেন তবে আপনার সাফল্য আসবেই। এর বাইরে ট্রেড করলে লস অবধারিত। তাই আগে নিজের জ্ঞানকে বাড়ান তারপরে প্রাকটিস করুন। তবেই আপনি সফল ট্রেডার হতে পারবেন।
-
ফরেক্স এর লাভ এর থাকে লোকসান বেশি এই ধারণা টা আপনার সম্পূর্ন ভুল,ফরেক্স এর লাভ এবং লোকসান একজন ট্রেডার এর উপর নির্ভর করে থাকে,যদি আপনি ভালো ট্রেডিং যা যানেন তাহলে এই বিজিনেস থেকে একটানা লস করবেন কিন্তু যদি আপনি ফরেক্স ট্রেডিং ভালো যানেন তাহলে এটি আপনার জন্য প্রফিট এবল বিজিনেস।
-
আসলে ফরেক্স থেকে আয় করতে হলে লাভ লস মিলেই ফরেক্স করতে হয়। অবশ্য ফরেক্স এ করতে গেলে লোকসান ই বেশী হয়। কিন্তু এই লোভসানকে বন্ধ করে লাভ করতে হলে ফরেক্স মার্কেট এর অনেক নিয়মকানুন মেনে ফরেক্স করে ফরেক্স থেকে আয় করতে হয়। ফরেক্স মার্কেট এ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে তারপর ফরেক্স করে ফরেক্স থেকে আয় করতে হয়। তাহলে আপনি লোকসান করবেন না বরং লাভ করবেন।
-
লোকসান
ফরেক্স মার্কেটের একটি অংশ হইল লোকসান। আপনি যদি ফরেক্সে লাভ করতে না পারেন তাহলে তার বিপরীতে লোকসানের বা লসের সম্মুখীন হতে হবে। ফরেক্সে 9% ট্রেডার ফরেক্স থেকে ছিটকে পড়েন তার মূল কারণ হলো অতিরিক্ত লোভ নিয়ে ট্রেড করা।
অনভিজ্ঞতা ও অধৈর্যের কারণে বেশিরভাগ ফরেক্স ট্রেডার লস বা লোকসান করে থাকেন। তাই ফরেক্সে আপনাকে না করার জন্য দক্ষতা বৃদ্ধি করতে হবে।