ফরেক্স করতে আসে বেশির ভাগই লোভ সামলাতে না পেরে গরিব হয়ে ফরেক্স থেকে হারিয়ে যায়।লোভকে যারা নিয়ন্ত্রণ করতে পারে ভবিষ্যৎ এ তারাই সফল হতে পারে।ফরেক্স কে অনেকেই মানি মেকিং মনে করে।এজন্য তারা ফরেক্স এ আসে।ফরেক্স আসার পর তারা ফরেক্স সম্পর্কে কোন রকম ধারণা নিয়েই ট্রেডিং এ নেমে পড়ে।এভাবে বার বার ভুল ট্রেডিং করার পর যখন পুজি হারিয়ে যায়। যদি বিভিন্ন এনালাইসিস করে বুঝতে পারেন মার্কেট তার অনুকূলে আছে, তবুও তাকে পরিমিত পরিমাণে অংশগ্রহণ করতে হয়। কারণ লোভ করে সে যদি ওভার ট্রেডিং করে তবে কোন ভাবে পরবর্তী মুহূর্তে মার্কেট প্রতিকূলে চলে গেলে প্রফিট এর পরিবর্তে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে।