-
ফরেক্স মার্কেট এ সিগন্যাল ফলো করা আমি পছন্দ করি না আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে সিগন্যাল ফলো করলে আপনি আপনার ফরেক্স শিখার মেধাকে শেষ করে দিলেন তাই । ফরেক্স মার্কেট এ কোন সিগন্যাল ফলো না করে নিজের এনালাইসিস মত ট্রেড করেন এতে করে আপনার অবিজ্ঞতা বারতে থাকবে ।
-
ফরেক্স সিগন্যাল ব্যাবহারের মাধ্যমে আমরা প্রথমে ফরেক্স শিখতে পারি শিখা আর সিগন্যাল দেখে ট্রেড করা ভাল হতে পারে একজন নতুন ট্রেডার এর জন্য । ফরেক্স সিগন্যাল আমাদের সাময়িক ভাবে ভাল লাগে কিন্তু সব সময় আবার বিরক্তিকর হয়ে দারায় এই সিগন্যাল আমাদের জন্য ।
-
আমি সিগনাল দেখে ট্রেড করি কিন্তু যা সিদ্ধান্ত নেওয়ার তা আমি নিজেই নিয়ে থাকি এখানে তৃতীয় কোন ব্যক্তির সাহায্য নিয়ে থাকি না । ফরেক্স একটি রিক্সি বিজনেস তাই এখানে যা সিদ্ধান্ত নেওয়ার তা নিজেকেই নিতে হয়।
-
হা আমি যখন ট্রেড করি তখন সিগনাল ফলো করি আর আমি জার থেকে ফরেক্স শিখেছি তিনিই আমাকে প্রাথমিক পর্যায় ফরেক্স করার সময় সিগ্নাল ফলো করতে বলেছেন কারন আমি একজন নতুন সদস্য । তবে আমি এখনও জানিনা সিগ্নাল ফলো করাটাকি ভালো কি ভালনা ।
-
আমি সব সময়ই নিজস্ব অভিজ্ঞতায় ট্রেড করতে পছন্দ করি।সিগন্যাল,রোবট,ইন্ডিকেটর এসব বিষয়ের উপর আমার আস্থা একদমই নাই।তবে ভালো কোন সিগন্যাল পেলে মাঝে মধ্যে ফলো করি।
-
সিগন্যাল ফলো না করে নিজে থেকে প্ল্যান করে ট্রেডিং করা ভাল। আমি বাংলাদেশ ফরেক্স এর সাথে একই মত প্রসন করে থাকিব। ফরেক্স ট্রেড এর শিক্ষা যাতে করে পথভ্রষ্ট না হয় এর জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি।
-
যেহেতু আমি ফরেক্স এ নতুন ট্রেডার তাই আমি এখন কোনো সিগন্যাল ফলো করি নি যদি আমার প্রয়োজন হয় তবে আমি সিগন্যাল ফলো করলেও করতে পারি তাছাড়া নয়।
-
আমি আগে সিগ্নাল ফলো করতেম। কিন্তু এখন সিগ্নাল ফলো করি না। কারন সিগ্নাল কখনো কখনো ভুল করে। আমি এখন নিজে নিযে এনালাইসিস করে ট্রড করি। আর আমি মনে করি নিজে এন্যলিইচিই করে ট্রড করেটাই ভালো।
-
আমি সাপোর্ট ও রেজিস্ট্যান্স নির্নয়ের জন্য সিগনাল এর সাহায্য নিই। এরপর নিজের আনালাইসিস অনুযায়ী ট্রেড করি। ১০০% সিগনাল ফলো করাকে আমি কখনই সামর্থন করিনা। কেননা এর ফলে কোন ভাবেই মার্কেট সম্পর্কে অভিগ্যতা অর্জন করা সম্ভব হবেনা। যদিও অল্প লাভ হয়, তারপরও সিগন্যালের থেকে অনেক ভাল আমি মনে করি। তাই সবাইকে আমি পরামর্শ দিব তাঁরা যাতে ভাল করে ফরেক্স শিখে এবং নিজে এ্যানালইসিস এর মাধ্যমে ট্রেড করে।
-
আমার মতে আমার নিজের ডিসিসন এ কাজ করে যাওয়া উচিত। নিজের বুদ্দিমত্তা দিয়ে এনালাইসিস করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা ভাল। অন্যের সিগন্যাল ফলো না করাই উচিত।