ভাই যতটা সহজ করে বললেন অতটা সহজ নয়। এতই যদি সহজ হতো তাহলে সবাই অন্য সবকিছু রেখে শুধু ফরেক্স করত। তবে স্ট্র্যাজেজি, অভিজ্ঞতা, ম্যানেজমেন্ট এগুলো দিয়ে যথেষ্ট ইনকাম করা যায়।
Printable View
ভাই যতটা সহজ করে বললেন অতটা সহজ নয়। এতই যদি সহজ হতো তাহলে সবাই অন্য সবকিছু রেখে শুধু ফরেক্স করত। তবে স্ট্র্যাজেজি, অভিজ্ঞতা, ম্যানেজমেন্ট এগুলো দিয়ে যথেষ্ট ইনকাম করা যায়।
একথা ঠিক ফরেক্স লাইভ নগদ টাকা আয় করার জায়গা। এটা আমিও মানি। তবে কোন ব্যবসা থেকে আয় করতে হলে অবশ্যই সে ব্যবসা শিখতে হবে। আর ফরেক্স শিখতে হলে প্রচুর পড়ালেখা করতে হয়। দীর্ঘ দিন ডেমো ট্রেডিং করতে হয়। তারপর লাইভ একাউন্ট করে নগদ টাকা আয় করা সম্ভভ।
ফরেক্সে অনেক কষ্ট করে তারপর টাকা আয় করতে হয়। আর নগদ টাকা তো ঢাকার মত এখানে উড়ে না এজন্য আপনাকে প্রচুর মেধাকে কাজে লাগিয়ে তারপর টাকা আয় করতে হবে। তবে হ্যা উপযুক্ত প্রকৃয়ায় ট্রেড করলে এখানে আনলিমিটেড আয় করা যায়।
আমি খুব কম মূলধন নিয়ে শুরু করেছিলাম,আমার সর্বোচ্চ লাভ ৫০ সেন্ট। আর আমি মনে করি না ফরেক্স ট্রেডিং মানে লাভ আর লাভ। এখানে লাভ যেমন আছে লস ও আছে। লাভ করা বা লস করা এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার যদি বুঝে ঠিক ট্রেড করেন তবে লাভ হবে আর না বুঝে উল্টা পাল্টা ট্রেড করলে লস হবে।
আসলে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ উন্নত দেশ নয় । তাই এখানে ফরেক্স মার্কেট সবার কাছে পরিচিত নয় । তবে আস করা যায় যে অতি দ্রুত ফরেক্স সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবে । তখন ফরেক্স থেকে নগদ আয়টা অনেক সহজ হবে ।
লাইভ ট্রেডিং টাকে একেবারে সহজ বলা যাবে না , আপনি যদি একজন ভাল ট্রেডার অর্থাৎ ধৈর্য্যশীল, এবং কঠোর পরিশ্রমী না হন তাহলে এখান থেকে কোন পরিমান অর্থ আয় করা সম্ভব না। তাই আপনাকে আগে একজন ভাল ট্রেডার হতে হবে এবং একজন দক্ষ ট্রেডার এর সংস্পরসে এসে আপনাকে তার কাছ থেকে ট্রেডিং যদি ভাল ভাবে শিখতে পারেন তাহলে আশা করা যায় আপনি সহজে এখান থেকে টাকা আর্ন করা সম্ভব। তাই আমি বলি প্রথমএ ট্রেড সম্পর্কে জানুন তারপর দেখে শুনে ট্রেড ওপেন করেন তাহলেই আপনি লাইভ টাকা পাবেন।
ফরেক্স মার্কেট থেকে নগদ টাকা আয় করা যায় কথাটা যত সহজ আয় করা ততটা সহজ নয় । এর জন্য আপনাকে প্রথমে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । বুঝতে হবে ফরেক্স কি জিনিস । যদি ফরেক্স সম্পর্কে জেনে বুঝে কাজ করতে পারেন তাহলে নগদ টাকা আয় করার এর থেকে সহজ কুনো পন্থা আমার জানা মতে নেই ।
ফরেক্সে দুরকম ট্রেডিং ব্যবস্থা রয়েছে।একটি ডেমো ট্রেডিং একটা লাইভ ট্রেডিং।এই লাইভ ট্রেডিংটাই মূলত ফরেক্স ট্রেডিং।লাইভ ট্রেডিং করে নগদ টাকা আয় করতে হয়।তবে সঠিক ম্যানেজমেন্ট, স্ট্রাটেজি,পরিশ্রম,ধৈর্য্য ইত্যাদি লাইভ ট্রেডিং করতে প্রয়োজন।নচেত লাইভ ট্রেডিং করার পরও হয়তো নগদ টাকা আয় নাও সম্ভব হতে পারে।
বর্তমানে ফরেক্স হচ্ছে একটি জনপ্রিয় ব্যবসা । এই ব্যবসা দিন দিন বেড়েই চলছে । কারণ ফরেক্স মানে হচ্ছে নগদ টাকা আয় । ফরেক্স করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন । তুবে এর জন্য দরকার ফরেক্স সম্পর্কে ভাল করে জানা । মার্কেট এনালাইস করা । সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা । আর এই সব কিছু করতে পারলেই হবে ফরেক্স মানে নগদ আয় ।
আমি এই টপিক এর সাথে পুরোপুরি একমত নয় কারন ফরেক্স কোন মানি মেশিন নয়। তবে এটা ঠিক যে এখান থেকে অনেক টাকা আয় করা সম্ভব। ফরেক্স থেকে আয় করতে হলে ফরেক্স সম্পরকে ভাল ধারনা থাকা জ্রুরী।