-
এত কাহিনী না করে শুধু শিখুন হালাল কাহাকে বলে। তবেই সব উত্তর পাবেন। এত ছোট একটা বিষয় নিয়ে যদি আমরা এত টানাটানি করি তবে যে ভাই এটা ছিড়ে যাবে। আমরা রাজনীতি থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত সব কিছুর ভিতরেই ধর্ম নিয়ে ব্যবসা করতে চাই এটা ঠিক নয়। আমাদের সময়, শ্রম, অর্থ এবং মেধা যদি কোন উন্নয়নমূলক সৎ কাজে ব্যয় করি আর যদি তা থেকে কোন আয় হয় তবে এর পুবোটাই হচ্ছে হালাল। এর ভিতরে কোন আলেমকে হান্দানোর দরকার নেই। আমাদের নিজস্ব কিছু ধর্মীয় জ্ঞান থাকা একান্ত আবশ্যক। নইলে মরলে খবর আছে।
-
ফরেক্স এ সুদ এর অপশন বাদ দিলাম কিন্তু আরেক্তি বেপার হল লিভারেজ। আমার এক বিন্ধু বলছে যে যেহেতু তুমি লিভারেজ নিয়ে করছ তাই তোমার এই ব্যাবসা হারাম, কিন্তু যদি লিভারেজ ছাড়া কর তখন এতি তোমার জন্য পুরপুরি হালাল হয়ে গেল এবং সে আমাকে আরও বেশ কিছু ব্যাখ্যা দিয়েছিল এই বেপারে। এখন এই বিষয়ে আপনাদের মন্তব্য কি।
-
ফরেক্সের আবির্ভাব তো অনেক পরে। তবে আমাদের মনে ফরেক্স নিয়ে একধরনের সংশয় কাজ করে। কারন এটা অনলাইন বিজনেস। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে দিন যত যাবে মানুষের অনলাইন নির্ভরতা তত বাড়বে। যখন সবকিছু অনলাইন নির্ভর হয়ে যাবে তখন কি মানুষের অর্থ উপার্জনের উপায় ইসলাম সম্মত হবে না? অবশ্যই হবে। ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করলে ইসলামের দৃষতিতে তা বৈধই। কারন এখানে আমরা মেধা শ্রম অর্থ ব্যয় করি।
-
ইসলাম ব্যাবসাকে হালাল করেছে, যদি সেই ব্যাবসায় লাভ ভা লস হয়ে থাকে সে ব্যাবসা,তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট এর ব্যাবসা হালাল কারন এই ব্যাবসা করতে গেলে শুধু প্রফিট হয়না মাঝে মাঝে অনেক লস হয়ে যায় তাই ফরেএক্স মার্কেট এর ব্যাবসা ইসলামের দিক থেকে হালাল।
-
আল্লাহ তাআলা ব্যাবসা কে হালাল এবং সুদ কে করেছেন হারাম। আমি যতটুকু জানি ফরেক্স মার্কেটে যেহেতু লাভ এবাং লস আছে সেহেতু ফরেক্স বৈধ। আবার আমার একাউন্ট ইসলামি একাউন্ট। সাজ্জাদ ভাই উপার্জনের ব্যাপারে ইসলামি দৃস্টিকুন থেকে অনেক সুন্দর করে হালাল উপার্জন তুলে ধরেছেন।
-
ফরেক্স হালাল না হারাম এ বিষয় নিয়ে অনেক পোষ্ট পড়েছি । তবে আপনি যেরকম সুন্দর ভাবে প্রতিটি বিষয গুছিয়ে লিখেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । লেখাটার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে । তবে এর মাধম্যে আমাদের মত যারা সাধারন ট্রেডার রয়েছে তারা অনেক বেশি উপকৃত হল । আপনার এই লেখাটা চিরকাল বেচে থাক ।
-
ইসলামের নিয়মনীতি অনুযায়ী ফরেক্স হছহে হালাল উপার্জনের মাধ্যম । আপনি আপনার পোষ্ট এ শুধুমাত্র ইসলামের নিয়মনীতির কথা বলেননি,আপনার ব্যক্তিগত চিন্তাধারা ও ব্যক্ত করেছেন । যেমনঃ ব্যংকে টাকা জমা রাখলে সেই সুদের টাকা ছেড়ে দিয়ে আসা যাবেনা..ইত্যাদি । ফরেক্সে পন্য বিদ্যমান,মূল্য বিদ্যমান,দুটো পক্ষের উপস্থতি বিদ্যমান,লাভ-লস বিদ্যমান , সুদমুক্ত একাউন্টের ব্যবস্থা আছে । তাই ফরেয একটি হালাল ব্যবসা
-
আমার মনে হয় ফরেক্স সম্পর্কে ইসলামে সরাসরি কিছু নেই। কারন ফরেক্সের ইতিহাস ইসলামের ইতিহাসের মতো পুরোনো নয়। তবে ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।তাহলে হয়তো ইসলামিক দৃষ্টিতে ফরেক্স খারাপ কিছু নাও হতে পারে। বরং ভালো এবং সহীহ ব্যবসায় বিবেচিতও হতে পারে।
-
আমার কাছে ইসলামিক জ্ঞান বেশি নেই তবে আমি জানি ব্যাবসা হালাল এবং সুদ হারাম । উপরের লেখা পড়ে বুঝতে পারলাম ফরেক্স হালাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিত লেখার জন্য । আমরা আমাদের ব্যাবসাকে নিশ্চিত ভাবে ট্রেড হালাল উপার্জন সংঘে কাজ করতে পেরে ।
-
অনেককেই বলতে শুনেছি যে ইসলামের দৃষ্টিকোন থেকে ফরেক্স ট্রেডিং একটি হারাম ব্যাবসা তবে আমার কাছে তা কখনই মনে হয় না আমি মনে করি অবম্রই এটি হালাল কারন এখানে একজন ট্রেডার তার ইনভেস্ট খাটিয়ে সময় ব্যায় করে মেধা খাঠিয়ে তার পর প্রফিট করে প্রফিটের পাশাপাশি লসেরও এখানে ঝুকি আছে ফলে এটিকে হারাম বলার কোন সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না।