আমি ফরেক্সে নতুন খুব ভালো ভাবে বিষয়টা বুঝতে পারছি না। তাই যদি সম্ভব হয় আরেকটু বিস্তারিতভাবে বলার জন্য অনুরোধ করছি। মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য শুধুমাত্র কোন মুভিং এ্যাভারেজ ইন্ডিকেটরকে সেট করেই সহজে বুঝতে পারি ।
আমি ফরেক্সে নতুন খুব ভালো ভাবে বিষয়টা বুঝতে পারছি না। তাই যদি সম্ভব হয় আরেকটু বিস্তারিতভাবে বলার জন্য অনুরোধ করছি। মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য শুধুমাত্র কোন মুভিং এ্যাভারেজ ইন্ডিকেটরকে সেট করেই সহজে বুঝতে পারি ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মার্কেটের মুভমেন্ট বা ট্রেন্ড বুঝতে পারা অত্যন্ত জরুরী। মার্কেটের মুভমেন্ট বা ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারলে বেশিরভাগ ট্রেডেই প্রফিট করার সম্ভাবনা থাকে। মার্কেট আপট্রেন্ডে নাকি ডাউনট্রেন্ডে আছে এটা বোঝার জন্য বিভিন্ন ট্রেডার বিভিন্ন রকম ইন্ডিকেটর ব্যবহার করে থাকলেও আমি মূলত এসব ইন্ডিকেটর কে সমর্থন করি না। আপনি প্রাইস অ্যাকশন ট্রেডিং আয়ত্ত করে খালি চোখে মার্কেটের গল্প বুঝতে পারলে বুঝতে পারবেন আপনি একজন প্রো-লেভেল ট্রেডারে পরিণত হতে যাচ্ছেন। তবে এই মুভমেন্ট বোঝার জন্য বিভিন্ন জন বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। বেশিরভাগ ট্রেডার Moving Average, MACD, RSI ZigZag, Icihmoku ইত্যাদি ইন্দিকেটর ব্যবহার করে থাকেন। তবে আমি মনে করি না যে কোন ইন্ডিকেটর মার্কেটের ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্ট কোন ধারণা দিতে পারে। সব ধরনের ইন্ডিকেটর প্রিভিয়াস মার্কেটের একটা অ্যাভারেজ মাত্র। তবে শুরুর দিকে ট্রেডিং সম্পর্কে তেমন ধারনা থাকে না বিধায় ইনডিকেটরের সাহায্য নেয়া যেতে পারে। সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বৃদ্ধি পেলে যথাসম্ভব ইন্ডিকেটর পরিহার করে ট্রেডিং করাই ভালো। আপনি যখন ফাঁকা চার্ট দেখে মার্কেট এনালাইসিস করে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন তখনই কেবল আপনি একজন প্রো লেভেল ট্রেডারে পরিণত হবেন।
মুভিং এভারেজ ইনডিকেটরটিকে কেবল 1 এ সরানোর মাধ্যমে বাজারের প্রবণতা বুঝতে পারি। অধিকন্তু, এই সূচকটি আপনাকে দৈনিক পিভট পয়েন্টের অবস্থান এবং অবস্থান নির্ধারণ করতে দেয়। আমি এখনো পর্যন্ত রিয়েল ট্রেডিং মার্কেটে ট্রেড করার সুযোগ পাইনি । তাই আমার এই ট্রেডিং মার্কেট সম্পর্কে কোনো প্রকার ধারনাই নাই । তাই মার্কেট আপট্রেন্ডে আছে নাকি ডাউনট্রেন্ডে আছে এই সম্পর্কে ভালো কিছুই বুঝি না ।
এইভাবে অন্যের পোষ্ট মানে আমার পোষ্ট কপি করে পোষ্ট করেছেন। তাই যদি নিয়মিত এমন করেন তাহলে হয়ত কেউ আপনার বিরুদ্ধে রিপোর্ট করলেই আপনার একাউন্টটি বন্ধ হয়ে যাবে। মার্কেট আপট্রেন্ডে যাবে নাকি ডাউনট্রেন্ডে যাবে সেটা অনুমান করার জন্য আমি বিশেষ কোন ইন্ডিকেটর অনুসরণ করি না বা ফলো করি না মার্কেট মুভমেন্ট বোঝার জন্য আমি মূলত আপকামিং নিউজ সমূহকে বেশি মূল্যায়ন করে থাকি বা ফলো করে থাকি।পাশাপাশি টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এবং ওয়েব এনালাইসিস এর প্রতি আমি সবসময় বেশি গুরুত্ব প্রদান করে থাকি এবং এর মাধ্যমেই আমি সবসময় ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে ভালোবাসি।তাই ফোরামের নিয়ম অনুযায়ী তথ্যবহুল পোষ্ট করুন এবং সেটা অনের লেখার সাথে হুবাহু না মিলে যাই নিজের মেধা খাটিয়ে কিছুটা গুছিয়ে পোষ্ট করেন দেখবেন অনেক অনেক বোনাস পাবেন। তাই ফোরামে পোষ্ট করার আগে বিষয়টি লক্ষ্য রাখবেন।
আমি বিশেষ কোন ইন্ডিকেটর অনুসরণ করি না বা ফলো করি না মার্কেট মুভমেন্ট বোঝার জন্য আমি মূলত আপকামিং নিউজ সমূহকে বেশি মূল্যায়ন করে থাকি বা ফলো করে থাকি।পাশাপাশি টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এবং ওয়েব এনালাইসিস এর প্রতি আমি সবসময় বেশি গুরুত্ব প্রদান করে থাকি। ফরেক্স ট্রেড করার জন্য অবশ্যয় ট্রেন্ড বোঝাটা জরুরী কারন ট্রেন্ড একজন ট্রেডারের ফ্রেন্ড তাই যদি আপনি কোন পেয়ারের ট্রেন্ড বুঝতে পারেন তাহলে সহজে সেই পেয়ার থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন।