-
ইন্ডিকেটর হল প্রাইস অ্যাকশনের একটি চিত্রভিত্তিক নির্দেশনা। অর্থাৎ বর্তমান পাইস থেকে পরবর্তী পাইস ডাউন করবে কি আপে যাবে এই ধরণের নির্দেশনা ইন্ডিকেটরের মাধ্যমে পাওয়া যায়। টেকনিক্যাল এনালাইসিসে ইন্ডিকেটর অনেক জনপ্রিয় একটি সিস্টেম যা প্রায় সকল ট্রেডারকে ব্যবহার করতে দেখা যায়।
-
এক কথাই ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক ।অনেক ইন্ডিকেটর রয়েছে। মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে। যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি। এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়। আপনি সেগুলো মেটাট্রেডারে যোগ করে নিতে পারবেন। গুগলে Forex indicator লিখে সার্চ করলেই অনেক ইন্ডিকেটর পাবেন। এছাড়া বিডিপিপসের "ফরেক্স ইন্ডিকেটর" সেকশনে অনেক ইন্ডিকেটর রয়েছে। যেকোনো ইন্ডিকেটর প্রথমে ডেমোতে টেস্ট করে দেখুন। ফলাফল ভাল লাগলে তারপর রিয়েল ট্রেডে ব্যবহার করুন।
-
আমি যতটুকু জানি ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সামনে পেয়ারের প্রাইস বাড়বে কি বাড়বেনা। অধিকাংশ ট্রেডার বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। আমার মতে সবসময় একমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত না। কেননা ফান্ডামেন্টাল এনালাইসিসের কারনে অনেক সময় ইন্ডিকেটর ভূল ইন্ডিকেট প্রদান করে।
-
ইন্ডকেটর মানে নির্দেশক ফরেক্স মার্কেট একটি চলমান আবহমান মার্কেট তাই এখানে মার্কেটের গতি বুঝা অনেক বেশি কার্যকর কারন মার্কেটের গতি না বুঝতে পারলে টে্রড করে লসের অংক বেরে যাবে তাই গতি বুঝতে আমাদের ভাল ইন্ডকেটর ব্যবহার করতে হবে
-
ফরেক্স মার্কেটে ঈন্ডিকেটর হল বহুলভাবে ব্যবহৃত একটা শব্দ এবং সত্যিকার অর্থে বলতে গেলে বেশিরভাগ নতুন ট্রেডারের ঈন্ডিকেটর সম্পর্কে কোন রুপ সুস্পষ্ট ধারণা নেই আমি নিজেও একজন নতুন ট্রেডার এবং আমি একদম শরুর দিকে কোন রূপ কিছুই জানতাম না ঈন্ডিকেটর সম্পর্কে তবে সময়ের প্রেক্ষাপটে এখন মুটামুটিভাবে কিছুটা হলেও জানি যা ঠেকে শিখতে হয়েছে আসলে ঈন্ডিকেটর শুধু একটা নির্দেশক যা ধারণাতিত ভাবে নির্দেশ করতে পারে যে মার্কেট কোন দিকে যাবে তবে এটা কোনরূপ প্রফিট দিতে পারে না
-
ফরেক্স মার্কেটের ভবিষ্যৎ উঠা নামা সম্পর্কে কতিপয় সফটওয়্যারের মাধ্যমে আমরা তথ্যভিত্তিক কিছু নির্দেশনা পেয়ে থাকি। এ নির্দেশকগুলোকে আমরা ইন্ডিকেটর বলে থাকি। ফরেক্স মার্কেটে ইন্ডিকেটরের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের টেকনিক্যাল এনালাইসিস দিয়ে এ মার্কেট থেকে বেশি লাভ করতে পারি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বা সিগন্যাল দেখার জন্য অনেক প্রকার ইন্ডিকেটর আছে এই সকল ইন্ডিকেটর দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় আর এই ইন্ডিকেটর ফরেক্স টার্মিনালে অনেক প্রকারের ইন্ডিকেটর দেখা জায় ফরেক্স মার্কেটে এই ইন্ডিকেটর দিয়ে কাজ করতে হয় আর এই ইন্ডিকেটর গুল আসলে কাজ করা হয় ফরেক্স মার্কেট বা ফরেক্স মার্কেটের প্রাইস মুভমেন্ট দেখার জন্য এই ইন্ডিকেটর গুল ব্যবহার করা হয় ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য এক প্রকার ইন্ডিকেটর ব্যবহার করা হয় যেমন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যে টার্মিনাল আছে সেই টার্মিনালে অনেক ইন্ডিকেটর দেয়া থাকে এই সকল ইন্ডিকেটর দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা হয় মার্কেট সিগন্যাল সরুপ ব্যবহার করা হয়ে থাকে তাকেই ইন্ডিকেটর বলে ।
-
ইনডিকেটর আপনাকে মার্কেট এর উত্থান-পতন সম্পর্কে এঅগে থেকে ধারণা দিয়ে থাকে.ফলে অপি মার্কেট কোন দিকে টার্ন করবে টা এঅগে থেকেই জানতে পারবেন এবং সেই অনুযায়ী বাই/সেল করতে পারবেন.নতুন ত্রাদের দের জন্য এই ইনডিকেটর অনেক শয়াহক হতে পারে ট্রেডিং করার ক্ষেত্রে.কিন্তু সব ইনডিকেটর আপনাকে সঠিক ইনফরমেশন দিবেনা.টাই হয় সঠিক ইনডিকেটর বাছাই করুন তানাহলে নির বুদ্ধিদিপ্ততায় ট্রেড করুন.
-
ইনডিকেটর হলো মার্কেট এ আপনাকে বিভিন্ন দিক নির্দেশনা দেয়ার একটি তুল, মার্কেট এ কি হছে, মার্কেট কোন দিকে যেতে পারে, কখন সবচেয়ে বেশি ট্রেড হয়েছে, কেন হয়েছে, কখন আবার মার্কেট এ কিছু সুযোগ আসতে পারে, এই সব ধরনের বিষয় গুলো আওনি একটা ইনডিকেটর দেখে খুব সহজে বুঝে নিত পারেন, আসল ইনডিকেটর আমাদের এনালাইসিস করার বিষয়টা অনেক সহজ করে তুলে. কিছু পরিচিত ইনডিকেটর: বল্লিগার ব্যান্ড, মুভিং অ্যাভারেজ, রসি