-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ক্যাপিটাল অনেক গুরতপূর্ণ বিষয় । আপনার ক্যাপিটাল যত বেশী থাকবে তত বেশী নিরবর হয়ে ফরেক্স করতে পারবেন । তবে যদি এমন হয় আপনার ক্যাপিটাল আশে অভিজ্ঞতা নেই তাহলে আপনার ক্যাপিটাল কোন কাজে আসবে না । অভিজ্ঞতা সহ কারে মানি ম্যানেজম্যান্ট সঠিক করে আপনে আশুন ।
-
ক্যাপিটাল ফরেক্স অনেক গুরুত্বপূর্ণ বিষয়।ফরেক্স ট্রেডিং এর মুল ভিত্তি হল ক্যাপিটাল।তবে আমাদেরকে অবশ্যই ক্যাপিটালের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে ট্রেড করতে হবে।অন্যথায় খুব সহজেই আমাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেট এ আপনার যদি কোন ক্যাপিটাল না থাকে তাহলে আপনি এই মার্কেট হতে কোন লাভ করতে পারবেন না ! আমি মনে করি ফরেক্স মার্কেটে ক্যাপিটাল অনেক গুরতপূর্ণ বিষয়।
-
ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে ক্যাপিটাল অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কারন আপনি যখন কিছু না বুঝে হুটহাট করে বাই বা সেল করে ট্রেড ওপেন করে ফেললেন তখন মার্কেট আপনার বিরুদ্ধে গেলে ও আপনার কিছু করার থাকেনা। তখন যদি আপনার যথেষ্ট ব্যালেন্স থাকে তখন মার্কেট আপনার বিরুদ্ধে যাওয়ার পর ও আবার আপনার দিকে ফিরে আসবেই। তাই ব্যালেন্স এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।
-
প্রত্যেকটা ব্যবসা শুরু করার জন্য মূলধনের প্রয়োজন। ফরেক্সেও ঠিক তাই। এখানে ব্যবসা শুরু করতে হলে ন্যূনতম কিছু মূলধনের দরকার পড়ে । তবে শুধু মূলধন বিনিয়োগ করলে হয় না ফরেক্স এ ট্রেড করার নিয়মাবলীগুলোও ঠিকভাবে জানতে হয়। তাহলেই কেবল লাভ করা সম্ভব হবে।
-
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজম্যান্ট একটি গুরত্ব পূর্ন বিষয় । মানি ম্যনেজম্যান্ট ছাড়া ট্রেড করা উচিত নয়। ক্যাপিটাল ফরেক্স মার্কেটের একুটি গুরত্ব পূর্ন বিষয়। আপনার ক্যাপিটাল যত বেশি হবে আপনি তত বেশি লটে ট্রেড করতে পারবেন এতে আপনার লাভ ভালো হবে।
-
মানি ম্যানেজম্যান্ট ফরেক্স মার্কেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমার জানা মতে। তবে তার সাথে বিভিন্ন ধরনের এনালাইসিস এর গুরুত্বও অনেক বেশি। তাই আপনি যখন কোন ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনার মানি ম্যানেজম্যান্ট বিষয় খেয়াল রেখেই ট্রেড অপেন করবেন। তাহলে হয়ত বা আপনাকে লসের হওয়ার ব্যাপারটা থেকে কিছুটা রক্ষা পাবেন।
-
আমি ক্যাপিটাল বলতে বুঝি মুলধন । আর মুলধন হল আপনি ব্যবসায়ে কতটুকু ইনভেষ্ট করবেন । ক্যাপিটাল ছারা কোন ব্যবসা গড়ে ওঠে না । আপনি যত বেশি ক্যাপিটাল করবেন তার উপর আপনার মুলধন আসবে । ক্যাপিটাল করার আগে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ও এনালাইসিস অনুশরন করতে হবে ।
-
ফরেক্স এ মূলধন খুবি গুরত্ত পূর্ণ , ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য মানি মেনেজমেন্ট একটি অপরিহার্য বিসয় কিন্তু বেশি টাকা দেপজিত দিলেই যে বেশি প্রফিট করা সম্ভব হবে এই কোথায় এক মোট হতে পারলাম না কারণ ফরেক্স মার্কেট এ ত্রেদারদের প্রফিট এবং লস দুইটাই নির্ভর করে তাদের ট্রেড এর কৌশল এবং দক্ষতার উপর বড় দিপজিত কোনো সমসসা বলে আমার কাসে মনে হয় না
-
আমার মনে হয় ক্যাপিটাল ফরক্স ত্রাদে এ বিরাত একটা ভুমিকা রাখে ।অনেকে কিছু না শিখেই অল্প ক্যাপিটাল নিয়ে ত্রাদে শুরু করে দেয় ,এতে লস ছাড়া কিছুই হয় না,চাপিতাল যদি বেশি থাকে তাহলে মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে মার্কেট এ অনেকক্ষন টিকে থাকা যায় এবং প্রফিট ও করা যায় ,