ফান্ডামেন্টাল এবং টেকনিকাল এনালাইসিস ছাড়া ন তুন ট্রেডারা ট্রেড করতে যাবেন না। গুরুত্বপূরর্ন এই পোষ্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Printable View
ফরেক্সের প্রাইসের দাম বাড়বে না কমবে সে সম্পর্কে ধারনা করতে হলে অবশ্যই মার্কেটের সঠিক অ্যানালাইসিস প্রয়োজন। কারন মার্কেটের অ্যানালাইসিস করতে পারলে মার্কেটের পরিস্তিতির সম্পর্কে অবগত হওয়া যায় এবং খারাপ পরিস্তিতির এবং ভালো পরিস্তিতির বিবেচনা করে ট্রেড নেওয়া যায় বলে অবশ্যই প্রতিটি ট্রেডের পূর্বেই মার্কেটের পর্যাপ্ত অ্যানালাইসিস করতে হবে।
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
টেকনিক্যাল অ্যানালাইসিস
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস
উপরে যে তিনটি এন্যালাইসিস এর কথা বলা হয়েছে তাতে আমার মতো নতুনরা বেশী উপকৃত হবেন । তবে মার্কেট এন্যালাইসিস সম্পর্কে আরো বিস্তারিত জানতে হবে তারপর এন্যালাইসিস করে ট্রেড শুরু করা ভাল
উপরে যে তিনটি এন্যালাইসিস এর কথা বলা হয়েছে তাতে আমার মতো নতুনরা বেশী উপকৃত হবেন । তবে মার্কেট এন্যালাইসিস সম্পর্কে আরো বিস্তারিত জানতে হবে তারপর এন্যালাইসিস করে ট্রেড শুরু করা ভাল । যারা ফরেক্স এ যত বেশি পুরাতন তারা তত বেশি এনালিসিস করে ।। এবং তারাও যদি এনালিসিস ছাড়া ট্রেড করে তারাও ভাল রকমের ধরা খাই।
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিস অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় । তাই ট্রেডিং এর আগে মার্কেট অবশ্যই ভালভাবে এ্যনালাইসিস করে নিন ।