যেকোনো কাজের জন্য বিরতি প্রয়োজন। ফরেক্স যেহেতু সুক্ষ হিসাবের ব্যাপার তাই এখানে বিরিতহীন ভাবে কাজ করলে একগুঁয়েমি ভাব চলে আসতে পারে। তাই সপ্তাহে ১/২ দিন ট্রেড বন্ধ রাখা সবার জন্য ভালো।
Printable View
যেকোনো কাজের জন্য বিরতি প্রয়োজন। ফরেক্স যেহেতু সুক্ষ হিসাবের ব্যাপার তাই এখানে বিরিতহীন ভাবে কাজ করলে একগুঁয়েমি ভাব চলে আসতে পারে। তাই সপ্তাহে ১/২ দিন ট্রেড বন্ধ রাখা সবার জন্য ভালো।
প্রতিটি কাজে বা ব্যবসা তখনই সফল হয় এবং আপনি প্রফিট করতে পারেন যখন আপনার মন ক্লান্তি মুক্ত বা মনশান্তি থাকে তো সপ্তাহের ৭ দিনের মধ্যে আপনি যদি ৭ দিন ই কাজের মধ্যে ব্যস্ত থাকেন তো আপনি দেখেবেন যে আপনার কোন প্রকার কাজেই আর মন বসবে না । সেই জন্য আপনার সুটির দরকার আছে আর সেটি মাথায় রেখে ফরেক্স মার্কেটও সপ্তাহে ২ দিন শনি এবং রবি বার বন্ধ থাকে।
বিসসের প্রায় সব খানে বড় বড় বেবসা প্রথিস্থান গুলো সপ্তাহে ২ দিন বন্ধ থাকে। ফরেক্স যেহেতু একটি আন্তরজাতিক বেবসা প্রথিস্তান তাই এটাও সপ্তাহে শনি / রবি বার বন্ধ থাকে। ২ দিন বন্ধ অনেকের জন্ন ভাল আবার অনেকের জন্ন না ও হতে পারে। যারা কেবল ফরেক্স তেরেদ নিয়ে থাকেন তারা হয়ত চাইবেন ১ দিন থাক। কিন্তু আমরা যারা পেশাজীবী তাদের জন্ন ২ দিন বন্ধ খুবই উপকারী। কারন এ ২ দিন আমাদের অন্যান্য কাজ গুলো গুছিয়ে নিতে পারি আর তেরেদ করার সময় যে ভুল গুলো হয় সেগুলোর কারন খুঁজে বের করার জন্ন পরার সুযোগ পাই, এ ছাড়া ও ফরেক্স নিয়ে নতুন নতুন কিছু জানার জন্ন অনলাইন থেকে পরার সময় পাওয়া যায়।
সবকিছুর ক্ষেত্রেই একটা ব্রেক দরকার। আমাদের সাধারনত অন্যান্য কাজও থাকে। ব্যস্ততার দরুন সেসব করা হয়না। আবার কিছু সময় কাজ মুক্ত থেকে বিশ্রামও নিতে ইচ্ছা হয়। সেটাও ব্যবসায়িক ব্যস্ততার কারনে হয়না। যেসব স্টুডেন্ত ফরেক্স ট্রেডিং করে তারা শনি ও রবিবার পড়াশোনায় একটু বেশি টাইম দিতে পারে। তাই আমার মতে শনি আর রবিবার বন্ধ থাকায় ভালোই হয়।
ফরেক্স মার্কেট ৭দিনের মধ্যে ৫দিন খলা থাকে ২দিন ছুটি থাকে সনিবার একদিন আর রবিবার একদিন এই দুই দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে ।ফরেক্স এই দুই দিন ছুটি থাকার কারনে আমাদের জন্যে ভালো একটি বিষয় কারন বন্ধ থাকার কারনে আমরা ছুটির কারনে এই দুই দিন আমাদের বিভিন্ন কাজ করার সুযোগ পাই ।
অনেকে বলে শনিবার রবিবার মার্কেট বন্ধ থাকলে ভাল লাগে আমার ব্যপারটা সম্পূর্ন আলাদা আমি চাই সপ্তাহের ৭দিনই ফরেক্স মার্কেটেরর সাথে সংযুক্ত থাকি ফরেক্স মার্কেট আমার ভাল লাগে।
ফরেক্স মার্কেট শনিবার এবং রবিবার বন্ধ খাকে।সপ্তাহে বাকি ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে।আমি মনে করি প্রতেকটি কাজেরই ব্রেক দরকার।তা না হলে একগেয়ামি লাগে।যেহেতু মার্কেট ২দিন বন্ধ সেহেতু এই সুযোগে আমাদের অন্য কাজ সেরে নিতে পারি।ধন্যবাদ।
আপনি প্রফিট করতে পারেন যখন আপনার মন ক্লান্তি মুক্ত বা মনশান্তি থাকে। মার্কেট ৭দিনের মধ্যে ৫দিন খোলা থাকে। ২দিন ছুটি থাকে সনিবার একদিন আর রবিবার একদিন এই দুই দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে ।সপ্তাহে বাকি ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে।
শনিবার ও রবিবার রাতে মার্কিন বন্ধ থাকে তাতে ভালোই লাগে। কারন এই সময় গুলাতে আগের ট্রেডের লসের কারন গুলা খুজে বের করতে পারি. এবং ট্রেডিং নিয়ে একটু চিন্তা করতে পারি। কিভাবে ট্রেড করলে আগের চেয়ে বেশি প্রফিট পাওয়া সম্ভব
ফরেক্স মার্কেট সপ্তাহের ৭ দিনের মধ্যে ৫ খলা থাকে আর ২ দিন বন্দ থাকে সনিবার আর রবিবার ২ দিন বন্দ থাকে যেকোনো কাজে একটু বিরতি দেয়া লাগে যেকোনো কাজের ক্ষেত্রে বন্দ থাস্কতে দেখা জায় তাই ফরেক্স মারকেটেও ২ দিন বন্স দেয়া হয়।