ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হতে পারে কারন একানে লাভ লস মলে ফরেক্স ট্রেড করা হয় এমন না যে সুধু লাভ হবে লস হবে না তবে লস করলে আমরা বেশির ভাগ ট্রেডার ভেংগে পরি তবে উচিত না তখন আর মঙ্কে শক্ত করতে হয় জেন পরের ট্রেডে লস না হয়।
Printable View
ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হতে পারে কারন একানে লাভ লস মলে ফরেক্স ট্রেড করা হয় এমন না যে সুধু লাভ হবে লস হবে না তবে লস করলে আমরা বেশির ভাগ ট্রেডার ভেংগে পরি তবে উচিত না তখন আর মঙ্কে শক্ত করতে হয় জেন পরের ট্রেডে লস না হয়।
লস ফরেক্স মার্কেটে যেকোনো সময় লসের সম্মুখীন হতে পারে লস কোন বিসয় না ফরেক্স ট্রেডে তাই বলে আমরা লস করার পর যদি বেংগে পরি তাহলে হবে না তাহলে আর বেশি লস হয়ার সম্ভবনা বেড়ে জায় তাই লস করলে আর শক্ত হতে হবে।
অনেক সময় দেখা যায় আমরা লস করার পর টা সহজে মেনে নিতে পারি না, এবং এই লস কাভার করার জন্য আমরা আরও বেশি করে ত্রেদ করে থাকি জাকে বলা হয়ে থাকে রিভেঞ্জ ত্রেদ, আপনি যদি এই বেবসাহ্য টিকে থাকতে চান তাহলে আপনাকে এই রিভেঞ্জ ত্রেদ করা থেকে বিরত থাকতে হবে।
লসটা খুব সহজেই হয়ে যায়। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যখন ট্রেড ওপেন করি তখন যদি লস থাকে কিছুক্ষণ পরে লাভে চলে আসে। আর ট্রেড ওপেন করার সাথে সাথে লাভ হলে পরক্ষনে লস হয়ে যায়।এজন্য আমি আজকাল আর লস নিয়ে টেনশন করি না।একটু ধৈর্য্য ধরে ট্রেড করে যাই।তবে যখন অনেক বড় লস হয়ে যায় আর লাভে আসার সম্ভবনা কম থকে তখন ঐ ট্রেড ক্লোজ করে দেই।
ব্যবসা করতে হলে লাভ বা লস করতে হবে। সেটা ফরেক্স মার্কেটে ট্রেড করলে লাভ লস হবে। এই লস থেকে আপনাকে শিখতে হবে যেন ভবিষ্যতে এই লস না হয়। ভুল হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে।
আমরা যখন যথাযথ এনালাইসিস ছাড়া ট্রেড করি তখনই লস করি । তাছাড়া লস করার আরও অনেক কারন আছে । আমরা যদি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করি তাহলে সব চেয়ে বেশি লস করার সম্ভাবনা থাকে । আমরা যখন কয়েকটি ট্রেড এ লাভ করি তখন দেখা যায় যে আমাদের মধ্যে একটা অভার কনফিডেন্স কাজ করে ফলে আমরা তখন বেশি লট এ ট্রেড করতে থাকি এবং কোন একটি ট্রেড এ ধরা খেয়ে বড় ধরনের লস করি এমনকি একাউন্টও জিরো করে ফেলি ।
জেকন কাজে আসলে লস করলে ভাল লাগে না মন খারাপ হয়ে জায় এটা একটি সত্য কথা কিন্তু লস করলে যদি আপনি মন খারাপ করে ভেঙ্গে পরেন তাহলে প্রবর্তিতে আপনি আর বেশি লস করবেন তাই লস করলে আর বেশি ধৈর্য বা মঙ্কে সক্ত করতে হবে আর লস কি কারনে হল সে গুল সম্পরকে জানতে হবে ।
সব ধরনের ব্যবসায় লাভ লস আছে । আমরা ফরেক্স মার্কেট এ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে লস করে থাকি । এই লস টি কি কারনে হল এই কারন খুজে বের করে আমাদের তা সংশোধন করা উচিত যেন পরবর্তীতে এমন ভুল ট্রেডটি এর না হয় । এবং আমাদের ঘটে যাওয়া লস এর হিস্টোরি খুজে বের করে তা সংশোধন করা উচিত যেন একই ভুল যেন বার বার না হয় । এই জন্য আমাদের সকলের উচিত লস করে ধৈর্য হারা না হয়ে সঠিক এনালাইসিস করে সঠিক ভাবে ট্রেডিং করা ।
ফরেক্স বিজনেসে আপনাকে লস জিনিসটা প্রতিটি পদে পদে সম্মুখ হতে হবে ।আর ব্যবসা করতে হলে লাভ বা লস করতে হবেই । সেটা ফরেক্স মার্কেটে ট্রেড করলে লাভ লস হবে । এই লস থেকে আপনাকে শিখতে হবে যেন ভবিষ্যতে এই লস না হয় ।
ফরেক্স করলে লস হবে এবং এটা একটা স্বাভাবিক ব্যাপার হিসেবে মেনে নিতে পারলেই অাপনি ভাল কিছুৃ করতে পারবেন । ফরেক্স করে আপনি রাতারাতি অনেক টাকার মালিক হবেন তা কিন্ত নয় । ফরেক্স করে আপনি প্রথম দিকে অনেক লস করবেন এবং এই লস করার অর্থ কিন্ত হেরে যাওয়া নয় , কারণ প্রত্যকটা ট্রেডই আপনার জন্য নতুন ধরনের শিক্ষা । আপনি যত বেশি শিখতে পারবেন তত বেশি দক্ষ হয়ে উঠবেন এবং যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন তত বেশি লভ্যাংশ পাবেন ।