-
ফরেক্স মার্কেট লোভ যার বেশি সফলতার হার তার তত কম।ফরেক্স খুবই লোভনীয় একটা বিজনেস।এই বিজনেস লোভ সংবরণ করতে পারাটাই আমার কাছে প্রথম সফলতা মনে হয়।লোভ সংবরণ করতে পারলে অবশ্যই ফরেক্স মার্কেটে আমরা টিকে থাকতে।আমাদের ফরেক্স মার্কেটের প্রধান কাজ হচ্ছে লোভ পরিহার করা। লোভ পরিহার করতে পারলে আমরা ফরেক্স এ টিকে থাকতে পারবো।আর ফরেক্স এ টিকে থাকতে পারলে অবশ্যই সফলতা একসময় আমাদের হাতে ধরা দিবে।তাই প্রথমে আমাদের কোন ধরনের লোভেই পড়া যাবেনা আর এই লোভ যদি আমরা প্রথমে কন্ট্রোল করতে পারি পরবর্তীতেও আমরা সফল হতে পারব।আমিও প্রথম প্রথম লোভে পড়ে ফরেক্স মার্কেট এ অনেক লস করেছি।
-
অন্যের কথা আর কি বলব নিজের লোভ করতে গিয়ে বড় বড় লট এ ট্রেড করে একাউন্ট কয়েকবার শুন্য করেছি। কারন বড় লটে ট্রেড করলে কম পিন্সে বেশি প্রফিট হয়। কিন্তু যদি মার্কেট বিপরীতে যেতে থাকে তাহলে যে একাউন্ট শুন্য হয় সেটা মাথায় থাকে না। আমি সর্বোচ্চ ৫.০০ লটে ট্রেড করেছি আর সর্ব সময় ৩.০০ লটে ট্রেড করতাম আমার ব্যালেন্স ছিল ১৬০০ ডলার আর লেভারেজ ছিল ১ঃ৬০০ তাই সহজে বড় লটে ট্রেড নিতে পারতাম। কিন্তু এখন ভেবে দেখলাম সামান্য প্রফিট হলে কিছু সময় ভাল লাগে কিন্তু এর পরিনাম যে একাউন্ট শুন্য সেটা পরে বুঝতাম। তাই এখন একাউন্টকে শুন্যের হাত থেকে বাঁচাতে এবং কম প্রফিট করার মন মানসিকতা নিয়ে মাত্র ০.০১ সেন্ট এ ট্রেড নিতেছি এবং বেশ ভালই আছি।
-
আমরা যদি আমাদের লোভটাকে নিয়ন্ত্রন করতে না পারি তবে কখনই আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে পারব না । ফরেক্স মার্কেটে ভালোভাবে ট্রেড করতে হলে আপনাকে আপনার ইমশন নিয়ন্ত্রন করা শিখতে হবে । আমাদের ফরেক্স মার্কেটের প্রধান কাজ হচ্ছে লোভ পরিহার করা। লোভ পরিহার করতে পারলে আমরা ফরেক্স এ টিকে থাকতে পারবো।আর ফরেক্স এ টিকে থাকতে পারলে অবশ্যই সফলতা একসময় আমাদের হাতে ধরা দিবে।তাই প্রথমে আমাদের কোন ধরনের লোভেই পড়া যাবেনা আর এই লোভ যদি আমরা প্রথমে কন্ট্রোল করতে পারি পরবর্তীতেও আমরা সফল হতে পারব।আমিও প্রথম প্রথম লোভে পড়ে ফরেক্স মার্কেট এ অনেক লস করেছি।
-
লোভ নেই এমন ব্যাক্তি খুজে পাওয়া যাবে না। তবে ফরেক্স ট্রেডারদের লোভ সামলাতে হবে। যে ফরেক্স এ লোভ করবে তার একাউন্ট সে টিকিয়ে রাখতে পারবে না। কারন মার্কেট প্রতিনিয়ত মুভ করছে তার মানে এই নয় যে মার্কেট আপনাকে সবসময় প্রফিট দিয়ে যাবে। তাই লোভ পরিহার করে ফরেক্স করি যতটুকু লাভ হয় তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি