Originally Posted by
Hasinapx
তিন ধরণের এ্যানালাইসিস ফরেক্স মার্কেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যথা- ফান্ডামেন্টাল,টেক িক্যাল এবং সেন্টিমেন্টাল । কোন দেশের অর্থনীতি,সামাজিক,র াজনৈতিক অবস্থা যদি ভালো হয় সেদেশের মুদ্রার মূল্য বৃ্দ্ধি পায় আর খারাপ হলে মূল্য কমে এটা ফান্ডামেন্টাল। ইতিহাস বার বার প্রতিফলিত হয় অথবা প্রত্যেক বস্তু তার মূলে ফিরে আসে- মূলনীতিতে প্রাইস মুভমেন্টের উপর ভিত্তি করে অর্থাত পূর্বের মার্কেট দেখে বর্তমান এবং ভবিষ্যত মার্কেট সম্পর্কে মোটামুটি ধারণা করে ট্রেড করা এটা টেকনিক্যাল। নিজের সেন্টিমেন্টের উপর নির্ভর করে ট্রেড করা -এটা সেন্টিমেন্টাল । এ্যানালাইসিস করার ক্ষমতা যত গভীর ট্রেড করার ক্ষমতা তত ভালো । কারণ বাস্তবতার অবস্থার উপরই বিশ্ব অর্থনীতি নির্ভর করে।