-
যদিও আমি ফরেক্স এ অতোটা পুরনো হতে পারিনি, তবুও আমি নতুন্দের উদ্দেশে বলব যে, ভাই আপ্নারা ফরেক্স শুরু করার আগে এর নিয়মগুলো আগে ভালকরে শিখে নিবেন, আপ্নের পাশে যদি কোন সিনিয়র ভাই থাকে তাহলে তার থেকে টিপস নিবেন। আর প্রথমে কিছুদিন ফরেক্স এর ডেমো খেলবেন, তাহলেই আপ্নারা ফরেক্স এ সফল্ভাবে ট্রেডিং করতে পারবেন বলে আমি মনে করি।
-
নতুন যারা তাদের কে মার্কেট এ আগে সময় দিতে হবে বেশী করে ডেমো ট্রেড করতে হবে তাহলে তারা এই মার্কেট থেকে ভাল লাভ করতে পারবেন ফরেক্স করতে হলে সবার আগে আমাদের কে লাভবান হতে হবে লাভ করতে পারলেই আমরা এই মার্কেট হতে অনেক কিছু পেতে পারি ।
-
ফরেক্স সম্পর্কে আমার কিছু গুরুত্বপূর্ন ধারনা,জ্ঞান ও কিছু পরিকল্পনা জানা আছে তাই নতুন যারা ফরেক্স ট্রেড করছে তাদের জন্য আমার পক্ষ থেকে কিছু উপদেশ নিশ্চয়ই রয়েছে । সেগুলো হল তোমরা যারা নতুন ফরেক্স ট্রেডার তারা ধৈর্য,সতর্কতা ও র্নিলোভভাবে ফরেক্স ট্রেড করবে । কোটিপতি হওয়ার চিন্তা ত্যাগ করে ফরেক্স ব্যবসা থেকে গুরুত্বপূর্ন জ্ঞান সমূহ অর্জন করার চেষ্টা কর ।
-
যারা ফরেক্স মার্কেট এ নতুন তারা যেন প্রথম ডেমো প্যাক্ট্রিস অনুসরন করেন, এবং সেখান থেকে লাভ অথবা লস এর কারণগুলো অনুসন্ধান করার চেষ্টা করুন। ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুন। তারপর বিভিন্ন ধরনের ফরেক্স নিউজ, বই, কৌশল পদ্ধতি, বিভিন্ন এনালাইসিস এমনকি মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে জ্ঞান অর্জন করে ফরেক্স মার্কেট এ রিয়েল এ ট্রেড করা উচিত।
-
নতুনদের প্রতি আমার উপদেশঃ
*****ফরেক্স সম্পর্কে আগে ভালোভাবে পড়াশুনা করুন।
*****অভিজ্ঞ ট্রেডারের সাহায্যে একটি ডেমো একাউন্ট খুলুন।
*****ছয় মাস ধরে ডেমো একাউন্টে ট্রেড করুন।
*****যদি মনে করেন আপনি পারবেন তাহলে লাইভ একাউন্ট করে ট্রেডিং শুরু করুন।
**********************মানি ম্যানেজমেন্টের ব্যাপারটি সবসময় মাথায় রাখবেন, এটি কখনো ভুলবেন না।
-
আমি যদিও ফরেক্স কম বয়সী হতে পারে, কিন্তু আমি মনে করি আপনি একজন সিনিয়র ভাই এবং তার কাছ থেকে টিপস গ্রহণ যদি করতে, ভাই আপনারা, নিজেরাই, আগে বৈদেশিক মুদ্রার বাজারের নিয়ম শিখতে হবে বলে. কিছুদিন প্রথম খেলার ফরেক্স ডেমো মধ্যে, ফরেক্স আপনারা ট্রেডিং কেবল আমি মনে করি বলতে পারেন.
-
শেখার কোন শেয় ন্তুেই। নতুন ট্রেডারের জন্য সর্বপ্রথম উচিত ডেমো একাউন্ট এ প্যাক্ট্রিস করা কারণ ডেমো প্যাক্ট্রিস করার মাধ্যমে একজন নতুন ট্রেডার ফরেক্স সম্পর্কে খুব সহজেই ধারণা অর্জন করতে পারবে। বিশেষ করে বিভিন্ন ধরনের কৌশল, অভিজ্ঞতা এবং বিভিন্ন এনালাইসিস সম্পর্কে জানতে হবে তাই আমি মনে করি ডেমো এর মাধ্যমে করা সম্ভব।
-
আমি যদিও ফরেক্স কম বয়সী হতে পারে, কিন্তু আমি মনে করি আপনি একজন সিনিয়র ভাই এবং তার কাছ থেকে টিপস গ্রহণ যদি করতে, ভাই আপনারা, নিজেরাই, আগে বৈদেশিক মুদ্রার বাজারের নিয়ম শিখতে হবে বলে. কিছুদিন প্রথম খেলার ফরেক্স ডেমো মধ্যে, ফরেক্স আপনারা ট্রেডিং কেবল আমি মনে করি বলতে পারেন.
-
নতুন যারা আছেন তাদের উচিত ডেমো এ্যাকাউন্টেই ভালো করে কাজ আয়ত্তে আনা, এখানেই মুলত কাজ শেখার সবচেয়ে ভালো উপায়। এইটা ভালো ভাবে শিখতে পারলে তবেই আসল কাজে হাত দেয়া উচিত তাহলেই লস খাওয়ার সম্ভাবনা কম এবং প্রথম দিকে লস কম খেলে আগ্রহ বাড়বে;
-
আমি নিজেই নতুন তাহলে আমি কি উপদেশ দিবো । তবে এতোটুকো বলতে পারি যে আপনি ফোরাম করে অনেক কিছু জানতে পারবে এ ছাড়া আপনি অনরাইনে অনেক ওয়াবসাইটে থেকে শিখতে পারেন সেটি হলো বিডি ফরেক্স স্কুল এখানে থেকে আপনি শিখতে পারেন। তাছাড়া আমার মতো এক বড় ভাইয়ের কাছ থেকে শিখতে পারেন তবে তাকে দক্ষ ট্রেডার হতে হবে।