ফরেক্স থেকে আমি এখনই খুব বেশি প্রফিট চাই না। আমি শুধু এতটুকুই চাই আমি যেন ফরেক্স মার্কেটে লসে পড়ে না থাকি কারন বেশি লসে পড়লে তখন হতাশায় ভুগতে হবে আর সেক্ষেত্রে ফরেক্স নিয়ে আর এগিয়ে যাওয়া সম্ভব হবে না। আমি ফরেক্স থেকে নিয়মিত প্রফিট করতে চাই সেটা কখনো ১০ ডলার হলেও ভালো আবার কখনো ৫ ডলার হলেও ভালো।