নিউজ গুল কিভাবে পাব এবং কিভাবে নিউজ সম্পকে আর পার দরসি হয়া যায় সে বেপারে কেউ যদি একটু ডিটেলসে বলত তা হলে আর বেসি উপক্রিত হতাম।
Printable View
নিউজ গুল কিভাবে পাব এবং কিভাবে নিউজ সম্পকে আর পার দরসি হয়া যায় সে বেপারে কেউ যদি একটু ডিটেলসে বলত তা হলে আর বেসি উপক্রিত হতাম।
নিউজ বোঝার একমাত্র উপায় হল নিউজ এ্যানালাইসিস করা । যে যত নিউজ এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হয়ে ট্রেড করতে পারবে । সুতরাং আমরা নিউজ ফরেক্স ফ্যাক্টরি এবং ফরেক্স ক্যালেন্ডার দেখে তারপর নিউজ বোঝা যাবে ।
ফরেক্স মার্কেটে নিউজ দেখার জন্য বিভিন্ন অয়েব সাইট আছে,যার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটের নিউজ দেখে থাকি,আমি ফরেক্স মার্কেটের নিউজ ফরেক্স ফেক্টরি হতে দেখে থাকি,আবার এই নিউজ আমরা ফরেক্স ব্রোকার হতে পেয়ে থাকি,তাই আমাদের ট্রেডিং করার সময় ফরেক্স মার্কেটের নিউজ দেখে ট্রেড করা।
আমি ফরেক্স মার্কেটে কিভাবে নিউজ ট্রেড করতে হয় তা সঠিকভাবে জানিনা।আমি ফরেক্স মার্কেটে শুধু টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করি।তবে ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড খুবি গুরু্বপূর্ণ।এখন আমি বুঝতে পারছি যে শুধু টেকনিক্যাল এনালাইসিস করে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব না।
ভাই আপনি আগে চাট আনালিস্যস সিখেন তার পর আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস করতে সিখেন । আপনাকে ফরেক্স ও ভাল করতে হলে টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস সব গুলো ভাল করে শিখতে হবে । টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস এই ঘুল ভাল করে শিখতে পারলে আপনার লাভ হবে অনেক
নতুন অবস্হায় কিছুই বুঝতে পারা যায় না এটাই স্বাভািক তাই বলে মেন্টাল হওয়ার কোনোও যুক্তি নাই৷forexfactory.com সাইটে আস্তে ধীরে প্রতিদিনের নিউজ ইমপেক্টগুলো লক্ষ করবেন এবং এনালাইসিস করবেন খুব ঠান্ডা মাথায়৷প্রত্যেক সেসনেই ছোট/বড়- কম/বেশি নিউজ পাবলিশ হবে এবং এগুলোই মার্কেটে ট্রেডিং সেন্টিমেন্ট তৈরি করবে৷