ফরেক্স এক টি অনলাইন ব্যবসা । এই ব্যবসা শিখাণোর জন্য কোন নিদিষ্ট জাইগা নাই । তবে আপনি ফরেক্স অন লাইন থেকে (যেমন www.bdpips) থেকে শিখতে পারেন অথবা যে ফরেক্স ভালো বুঝে তার কাছে গিয়ে আপনি ফরেক্স শিখতে পারেন ।
Printable View
ফরেক্স এক টি অনলাইন ব্যবসা । এই ব্যবসা শিখাণোর জন্য কোন নিদিষ্ট জাইগা নাই । তবে আপনি ফরেক্স অন লাইন থেকে (যেমন www.bdpips) থেকে শিখতে পারেন অথবা যে ফরেক্স ভালো বুঝে তার কাছে গিয়ে আপনি ফরেক্স শিখতে পারেন ।
আসলে ফরেক্স শিখা নিয়ে নানা মুনির নানা মত। যত মত তত পথ। তাই একমাত্র সহজ পথ হচ্ছে ফোরাম, ডেমো আর কোন অজানা বিষয় সম্পর্কে অনলাইনে সার্চ করে বের করা। আমি সবচেয়ে বেশি ডেমোকে মূল্য দিয়ে থাকি। কেননা একমাত্র ডেমো থেকেই আমি মার্কেট সম্পর্কে ভাল জানতে পারি।
ফরেক্স হল অনলাইন আয়ের মাধ্যম তাই ফরেক্স শিখার জন্য আপনাকে দক্ষ কোন ট্রেডারের সহ যোগিতা নিয়ে শিখতে হবে,অথবা আপনি অনলাইন থেকে ই বুক ডাউনলোড করে সেই বই পড়ে ফরেক্স সমন্ধে জানতে পারেন।সব চেয়ে ভাল হল কারর সহ যোগিতা নিয়ে ফরেক্স শিখা।
একজন নতুন ফরেক্স ট্রেডারের রিয়েল ট্রেডিং শুরু করার পূর্বেই বেশ কিছু বিষয় স্পষ্টভাবে জানা খুব জরুরী। আর সেগুলো হচ্ছে, ফরেক্স ট্রেডিং কি? কিভাবে ফরেক্স ট্রেডিং করতে হয়, কখন আপনার পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং, আপনি কি ফরেক্স ট্রেডিংয়ের জন্য উপযুক্ত? কিভাবে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হয়, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন ভুল ধারনাগুলো কি কি । এইসব কিছু সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে ফরেক্সে শুরু করা উচিৎ ।
ফরেক্স শিখার জন্য আমাদের কোথাও যাওয়া লাগেনা ঘরে বসে ফরেক্স শিখা যায় অনলাইনে বিডি পিপস নামে একটা সাইট রয়েছে যা ফরেক্স মার্কেটের প্রাথমিক দিক সম্পর্কে জানা যাবে। তারপরও আপনার কারো জানা মতে কেই থাকরে তাদের থেকে ফরেক্স শিখতে পারেন।
ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে ইন্সটাফরেক্সর ওয়েবসাইটের এই লিঙ্কগুলো অনুসরণ করুন-
https://www.instaforex.com/bd/for_beginners.php
এছাড়া ইন্সটাফরেক্সের বিশেষ “ডিসটেন্স কোর্স” গ্রহন করে আপনি ফরেক্স শিখতে পারবেন-
বাংলায় ফরেক্স শেখা- https://www.instaforex.com/bd/distan...ng_program.php
ধন্যবাদ
কোন ট্রেনিং সেন্টার থেকে ফরেক্স শিখে আপনি যদি মনে করেন ফরেক্স এ দক্ষ ট্রেডার হয়ে যাবেন এবং রিয়েল একাউন্ট এ বিনিয়োগ করে প্রচুর প্রফিট করবেন , তবে তা হবে আপনার বোকামি। এ ক্ষেত্রে লস ছারা কিছু পাবেন না । ট্রেনিং সেন্টার থেকে আপনি ফরেক্স এর প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারেন।
ফরেক্স শিখতে আমি মনে করি না যে কোথাও যেতে হবে। ইচ্ছে করলে আপনি নিজে নিজেই ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক সফল হতে পারবেন। তার জন্য আপনাকে অনক সাহস করে অনেক ধর্য্য করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। আর বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে বলে মনে করি।
আমি আমার এলাকার বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স সম্পর্কে জানতে পারি ও তার কাছ থেকেই হাতেখড়ি শিক্ষা নিয়েছি। পরাবর্তিতে বিভিন্ন ফোরাম থেকে ওফরেক্স সম্পর্কে বিস্তারিত ধারনা লাভ করি। এছাড়াও বিভি্ন্ন ভিডিও টিওটিরিয়াল দেখে আমি ফরেক্সে ভাল জ্ঞান লাভ করতে পারি ।
যেহেতু বাংলাদেশে কোনো ফরেক্স শিখানোর প্রতিষ্ঠান নেই সেহেতু আপনাকে আমার মতে গুগলের সহায়তা নিতে হবে । আপনার যখন কোনো ধরনের ইনফরমেশনের দরকার পরে তখনই গুগলে সাচর্ করবেন । সবকিছু পেয়ে যাবেন। কেননা ফরেক্স মার্কেটে কেউ কাউকে সহজে হের্প করতে চাই না ।