ফরেক্সে লসের অনেক কারনই থাকে আপনাকে প্রথমে বুঝতে হবে কি কি কলস হতে পারে। যেমন ওভার ট্রেডিং বা বেশি লটে ট্রেড করলে দ্রুত লসে পরে যেতে পারেন, আবার ওয়ানওয়ে ট্রেড করলে যেমন ট্রেড করলেন অথচ স্টপলস টেকপ্রফিট ব্যাবহার করলেন না সেক্ষেত্রে মার্কেট আপনার প্রতিকুলে চলে গেলে এবং যদি ট্রেডটি সম্ভবত ট্রেন্ডের বীপরিতে হয়ে থাকে সেক্ষেত্রে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। এজন্য আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ভালো করে মেইনটেইন করে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে তাতে করে লসের কবল থেকে বাচা যাবে।