-
ফরেক্সে প্রফিট করার বিষয়টি অবশ্যই মার্কেটের মুভমেন্ট এর উপর ডিপেন্ড করে। যদি মার্কেটে ট্রেড করা ভালো হয়ে যায় তাহলে প্রফিট ভালো হবে। এছাড়া ফরেক্সে প্রফিট করার জন্য চব্বিশ ঘন্টাই উপযুক্ত সময়। কিন্তু প্রফিটের বিষয়টা নির্ভর করে ফরেক্স মার্কেটের উপর।
-
মার্কেট যখন বেশী মুভমেন্ট করে তখন যেমন প্রফিট করার সম্ভাবনা খুব বেশী তেমনি লস করার পরিমাণও কিন্তু অনেক বেশী থাকে। আমার কাছে যেটা মনে হয়েছে যে, দিনের বেলায় মাঝে মাঝে বেশী মুভমেন্ট করে। মোট কথা আপনি যে পেয়ারে ট্রেড করবেন যেন সেই পেয়ারের দেশের ব্যাংকিং সময় হয়। ধরুন আপনি বিডিটি অর্থাৎ বাংলাদেশের কোন শেয়ার কিনবেন তখন আপনাকে সকাল ১০ থেকে বিকাল ৪টা এর মধ্যে ক্রয় করতে হবে।
-
ফরেক্সে বেশী প্রফিট করা যায় - দিনে নাকি রাতে ??
ফরেক্স এমন একটি ব্যবসা যা ২৪ ঘন্টা করা যায়। এমনকি হিসেব করে এ্যান্ট্রি দিয়ে ঘুমালেও সকালে দেখা যায় বেশ প্রফিট হয়েছে। তবে এক্ষেত্রে ফরেক্সে বেশী লাভ করা যায় দিনে ট্রেড করে নাকি রাতে ট্রেড করে । এব্যাপারে হয়ত ট্রেডার ভাইদের মধ্যে মতপার্থক্য হতে পারে। কেউ হয়ত দিনে প্রফিট করেন বেশী আবার হয়ত কেউ রাতে ঠান্ডা মাথায় ট্রেড করে বেশী প্রফিট করতে পারেন। তবে আমার জানা মতে বা বাস্তব অভিজ্ঞতা বলে আপনি যদি মার্কেট এ্যানালাইসিস করার ক্ষমতা রাখেন, মানি ম্যানেজমেন্ট মেনে চলেন,টাইম ফ্রেম দেখে,বিনিয়োগ -লট/ভলিউম ভারসাম্য রেখে ট্রেড করতে পারেন তাহলে আপনার জন্য দিন বা রাত কোন সমস্যা না, সব সময় আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে দিনের তুলনায় সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত মার্কেট বেশি মুভ করে থাকে। কেননা এই সময়ে লন্ডন সেশন ও নিউইয়র্ক সেশন এর আওতায় পড়ে। তাই এই সময় সিডনি সেশন ও বেইজিং সেশন তুলনায় মার্কেট অনেক বেশি আপ-ডাউন করে।
আর মার্কেট বেশি আপ-ডাউন করলে প্রফিট কিংবা লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা বলতে পারি দুপুর তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত মার্কেট মুভমেন্ট করে তাই এই সময় প্রফিত লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই শুধু দিনে কিংবা রাতে প্রফিট হওয়ার সম্ভাবণা বেশি থাকে এমনটা নাম বলতে পারিনা
-
আপনি যদি ফরেক্সে অভিজ্ঞ হন তাহলে লাভ করার জন্য দিনরাত সবসময় আপনার কাছে উপযুক্ত। দিনরাত মেটার না হলো আপনি কতটা ভালো ট্রেডিং করতে পারেন। আমি মনে করি ট্রেড করার জন্য আপনার সুযোগ মতো দিন বা রাত যে কোন একটি সময় বেচে নিতে পারেন। ট্রেড করার জন্য সপ্তাহে ৫ দিনের ২৪ ঘন্টার যে কোন একটি সময় বেচে নিতে পারেন। হ্যা, তবে আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই মার্কেট কখন খোলা থাকে এবং এবং মার্কেট মুভমেন্ট কখন বেশি করে সেটা দেখে নেয়া ভালো। যেমন ইউরো/উএসডি পেয়ারে ট্রেড করলে দুপুর ১টা থেকে রাত ১০ টায় ট্রেড নেয়া ভালো। বাংলাদেশ সময় দুপুর একটা থেকে রাত দশটার মধ্যে ট্রেড নেয়া ভালো, কেননা এই সময়ে মার্কেটে মুভমেন্ট ভালো থাকে। তবে ভোররাতের দিকে যখন মার্কেট ওপেন হয় তখন ট্রেড নেয়ার জন্য ভালো সময়। এভাবে যে পেয়ারে ট্রেড নিতে চান সেই পেয়ারের মার্কেট কখন ভালো থাকে সেটা মার্কেট এনালাইসিস করে বঝে শুনে ট্রেড নেয়া উচিৎ। সর্বোপরি বলবো আপনি ভালো ট্রেড নিতে জানলে আপনার জন্য সবসসয়ই উপযুক্ত সময়। তাই নিজের ফরেক্স দক্ষতা বাড়ানোর প্রতি বিশেষ নজর দিন।
-
ফরেক্স মার্কেট এ রকম একটি মার্কেট যে মার্কেটে 24 ঘন্টা একটিভ থাকা যায় তবে ফরেক্স মার্কেটে সন্ধ্যার পর হতে রাত দুইটা পর্যন্ত মার্কেটের মুভমেন্ট বেশি থাকে তাই ওই সময়টার মধ্যে ভালোভাবে বুঝে শুনে এন্ট্রি করতে পারলে ভাল প্রফিট পাওয়া সম্ভব আমার মনে হয়।
-
ফরেক্সে প্রফিট করার জন্য রাত কিংবা দিন কোনোটিকে বিশেষভাবে দেখা হয়না। মার্কেট যেকোন সময় যেকোন দিকে মুভমেন্ট করতে পারে সেটা হতে পারে রাত কিংবা সেটা হতে পারে দিন সেটা হতে পারে দুপুর এবং সেটা হতে পারে মধ্যরাত। তখন খুব জোরে মুভমেন্ট করবে তা নিশ্চয়তা দিয়ে বলা যায় না কিন্তু কিছু কিছু সময় বোঝা যায় যে মার্কেট আজকে বেশি মুভমেন্ট করতে পারে যার ভিত্তি হচ্ছে নিউজ। তাই যদি আপনি নিউজ কে ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই সময়ে মার্কেট উঠানামা বেশি করতে পারে কিন্তু সেটা কখন রাত্রে হবে নাকি কখন দিনে হবে সেটা বলা যায় না। তাই দিন রাতে তফাৎ না করে আমাদের উচিত ভালোমতো মার্কেট এনালাইসিস করা। মার্কেট এনালাইসিস আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমরা জানতে পারি অনুমান করতে পারি যে মার্কেটের মূল্য কোন দিকে যেতে পারে, সুতরাং আমাদের উচিত ভালোভাবে নিজেকে অভিজ্ঞ করে তোলা প্রাকটিসের মাধ্যমে। এবং আমাদের আরও উচিত রাত-দিনের তফাৎ থেকে বেরিয়ে আসা কারণ নিশ্চয়তা দিয়ে বা রাতদিন এর উপর ভিত্তি করে আমাদের মার্কেট মুভমেন্ট করে না।
-
আপনার যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে দিনে-রাতে যখনই হোক না কেনো আপনি ভালো প্রফিট করতে পারবেন। ফরেক্স মার্কেটে সপ্তাহের ৫ দিনের ২৪ ঘন্টাই ট্রেড করার জন্য উপযুক্ত সময়। তারপরেও ব্যক্তি ক্ষেত্রে এটা বিভিন্ন রকম নির্ধারিত হয়ে থাকে। একেক জনের ট্রেডিং করার সময় একেক রকেম। একজন ট্রেডার কখন ট্রেড করবেন করবেন সেটা নির্ভর করে তার সময় ও সুযোগ উপর। এক এক জনের সময়-সুযোগ ও ট্রেডিয় সাইক্লোজি এক এক ধরনের। আমদের একেক জনের ট্রেডিং সাইক্লোজির পার্থাক্যটা অনেক বেশি কারন আমাদের শেখার মাধ্যমটা ভিন্ন ভিন্ন। আমি মনে করি মার্কেট খোলার প্রথম দিন ও মার্কেট ক্লোজিং এর দিন ট্রেড থেকে বিরত থাকা ভালো। বিভিন্ন ট্রেডিং সেশনের মধ্যে আমেরিকান সেশন আমার কাছে ভালো মনে হয় । এই সময়ে অস্ট্রেলিয়া, টোকিও ও লন্ডন মার্কেট বন্ধ থাকে তাই মার্কেটের গতি প্রকৃতি বেশির ভাগ আমেরিকা সেশনে সিফট হয়ে থাকে। আপনি আপনার সুযোগ ও সময় মতো ফরেক্স ট্রেডিং করতে পারেন।
-
ভাই আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে অধিক ও অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে যে কোন সময় ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন এতে কোন সন্দেহ নেই। তবে সবচেয়ে বেশি মুনাফা উপার্জন করা সম্ভব হয় নিউজ টাইম গুলোর সময়, আবার এসময় অনেকে লোজারও হয়ে যেতে পারে। কারণ যাদের দক্ষতা কম এবং মার্কেট সম্পর্কে তেমন বেশি অভিজ্ঞ না তাদের জন্য নিউজ টাইমে ট্রেড না করাটাই ভাল। মোটকথায় ভাল মুনাফা উপার্জন করতে চাইলে আপনাকে অবশ্যই আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে হবে। তবেই আপনি ভাল মুনাফা উপার্জন করতে পারবেন এর আগে নয়।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকলেও দেখতে হবে কখন মার্কেট বেশি মুভ করে আর তখনই বেশি মুভ করে আর তখনই বেশি প্রফিট করা যাবে এবং আমার এ্যানালাইসিস অনুযায়ী লন্ডন সেশনে মার্কেট বেশি মুভ করে থাকে আর সেটির সময় হল বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১ টা থেকে রাত্র ১০ টা তাই এই সময়ে মার্কেট বেশি মুভ করে থাকে কারন বেশির ভাগ নিউজ এই সময়ে রিলিজ হয়ে থাকে। তাই বেশি প্রফিট করতে হলে এই সময়ে ট্রেড করতে হবে।