Originally Posted by
alamsat
আমরা ফরেক্স ট্রেড করার জন্য ক্যান্ডেল চার্টে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকি চার্টকে বোঝার জন্য বা পরবর্তীতে প্রাইজ কোনদিকে যাবে সেটা বোঝার জন্য। অনেকে বলেন আপনি যদি চায়নায় যান তাহলে সেখানের ভাষা বোঝার জন্য একজন গাইড কে সাথে রাখতে হয় এবং গাইড আপনাকে বিভিন্ন স্থানে কথাপোকথন এর মাধ্যমে আপনার বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে কিন্তু যদি আপনি চায়না ভাষা আয়ত্ব করে চায়নায় যেতেন তাহলে আপনাকে কোন গাইড এর প্রয়োজন হত না। তাই আপনি যদি ক্যান্ডেল চার্ট ভাল করে শিখতে পারেন এবং প্রাইজ এ্যাকশন স্টাটেজি ভাল করে বুঝতে পারেন তাহলে কোন ইন্ডিকেটর ছাড়াই মার্কেট সম্পর্কে ধারনা নিয়ে ট্রেড করে কাঙ্খিন প্রফিট নিতে পারবেন।