-
যারা নতুন ফরেক্স করে তারা একবার লাভ করলে আরও লাভ এর আশায় বেশি করে টেড্র করে, কারন লোভ কে নিয়ন্ত্রণ করতে পারে না ।মার্কেট সব সময় ওঠানামা করে তাই ঘন ঘন ট্রেড করলে লস হবার চান্স বেশি ।তাই সবার উচিত কম টেড্র করে বেশি লাভ করা ।সবার উচিত বিনিয়োগ এর ২০% লাভ প্রতি মাসে তুলা ।
-
বেশি পোস্ট করলে বেশি আয় করা যায় বটে তবে আমার মতে বেশি আয়ের লোভে বেশি পোস্ট করা ঠিক নয়। কারন এতে পোস্টের কোয়ালিটি বজায় থাকে না। ফোরামের আসল উদ্দেশ্যও ব্যহত হয়। আমার মতে কোয়ালিটি বজায় রেখে যতদূর পোস্ট করা যায় ততটুকুই পোস্ট করা উচিত। আমাদের বেশি আয় নয়, ভালো মানের পোস্টের দিকেই লক্ষ্য রাখতে হবে।
-
আসলে ফোরাম তো আমাদের জানা নাজানা বিষয় গুলো আরো ভালো মত আলোচনা করে জানার একটা মাধ্যম তাই আমিও বলতে চায় মন্তব্যগুলোতে আপনাদের মুল্যবান মন্তব্য লিখে আরো উৎসাহিত করুন। ধন্যবাদ।
-
ফরেক্স মারকেট্বে না আসলে কোন জায়গাতে বেশি ভাল না তাই বেশি বেশি আয় করতে গেলে অনেক সমসা আছে ফরেক্স মার্কেটে দেখা জায় যে কিছু কিছু ফরেক্স ট্রেডার দেখা জায় সব সময় মনে করে লাভ করব বেশি বেশি লাভ করব লাভ করার মধ্যে একটি সিমা রেখে করতে হবে।
-
যারা নতুন ফরেক্স করে তারা একবার লাভ করলে আরও লাভ এর আশায় বেশি করে টেড্র করে, কারন লোভ কে নিয়ন্ত্রণ করতে পারে না ।সবার উচিত কম টেড্র করে বেশি লাভ করা ।অহেতুক পোস্ট কিংবা অপ্রয়োজনীয় থ্রেড পোষ্ট করা থেকে বিরত থাকা উচিত।মার্কেট সব সময় ওঠানামা করে তাই ঘন ঘন ট্রেড করলে লস হবার চান্স বেশি ।তাই সবার উচিত কম টেড্র করে বেশি লাভ করা ।সবার উচিত বিনিয়োগ এর ২০% লাভ প্রতি মাসে তুলা ।
-
আমাদের সবারই একটা নিদিষ্ট লক্ষ্য আছে। আমরা পোষ্ট করি আমাদের নিজের লাভের জন্য এইটা যেমন সত্য তেমনি আমরা শুধু আমাদের লাভের জন্য করি না অন্যকে উতসাহ দেওয়ার জন্যও করি। তাই আমরা যেমন নিজের দিকটা ভাবি তেমনি অন্য এর উপকারের জন্য ও করি।তাই আমাদের সবারই উচিত অন্য সবার কথায় মাথায় রেখে আমাদের পোষ্ট গুলো করা।
-
বিষয় গুলো আরো ভালো মত আলোচনা করে জানার একটা মাধ্যম তাই আমিও বলতে চায় মন্তব্যগুলোতে আপনাদের মুল্যবান মন্তব্য লিখে আরো উৎসাহিত করুন।
-
ফরেক্স মার্কেট হেকে অনেক আয় করা জায় এটা সঠিক কথা তাই বলে ফরেক্স মার্কেট অতিরিক্ত বেশি আসা করা ভাল না কারন বেশি আয় করতে গেলে লভ কাজ করে তাই লভ করলে ফরেক্স মার্কেটে লস করতে হয় ফরেক্স মার্কেটে টিকে থাকা জায় না ।
-
বেশি আয় করার উদ্দেশ্য নিয়ে ফোরাম পোস্ট লিখবেনা। এতে করে অপ্রসাঙ্গিক কথা আসতে পারে। আপনার নিজের অভিজ্ঞা শেয়ার করুন এবং অন্যের অভিজ্ঞা থেকে অর্জনের মন মানসিকতা নিয়ে পোস্ট লিখুন।আমরা পোষ্ট করি আমাদের নিজের লাভের জন্য এইটা যেমন সত্য তেমনি আমরা শুধু আমাদের লাভের জন্য করি না অন্যকে উতসাহ দেওয়ার জন্যও করি। তাই আমরা যেমন নিজের দিকটা ভাবি তেমনি অন্য এর উপকারের জন্য ও করি।
-
ফরেক্স এর মধ্যে বেশি বেশি আয় করতে গেলে কিসুটা রিক্স হয় উটে কেন না যদি সেই ট্রেডার দক্ষ না হয়।তবে দক্ষ ট্রেডার রা চাইলে বেশি আয় করতে পারবে,তারপরও বেশি আয় না করে প্রতিদিন নিদিষ্ট পরিমান আয় করে ট্রেড করলে একজন সফল ট্রেডার হিসেবে গন্য করা হবে।তাই বেশি আয় না করে নিদিষ্ট পরিমান আয় করা ভাল।