-
ভাই এ বুদ্ধি টা খারাপ না কিন্তু আপনি টস করে ট্রেড বায় দিলেন ভলিউম ১.০০ এ। কিন্তু মার্কেট নিচে নেমে গেল ১০০ পিপস তাহলে এক ট্রেডেই আপনার একাউন্ট যিরো হয়ে যাবে। তায় কেও ভুলেও ওই কাজ করবেন না। ভালো করে ডেমো ট্রেড করে নিজের উপর আত্মবিশ্বাসী হয়ে লাইভে ট্রেড করেন তাহলে প্রতি মাসে ভাল প্রফিট অর্জন করতে পারবেন
-
টস দিয়ে ফরেক্স ব্যবসা সম্ভব নয়। ব্যবসা করতে হলে অবিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। ফরেক্স এ দক্ষ ও অভিজ্ঞতার অর্জনের পরই সফল হওয়া সম্ভব। আর এজন্য দীর্ঘদিন সময় ব্যয় করতে হবে। টস দিয়ে খেলা শুরু করা যায় ব্যবসা নয়। ফরেক্স ট্রেডিং এর আগে আপনাকে ফান্ডমেন্টাল ও টেকিনেকল এনালাইসি করে ট্রেড দিতে হবে।
-
এই রকম ভুল কখনও করতে যাবেন না। কারণ, আপনার কিহবে সেটা পয়সা নির্ণয় করে দিবে না। আপনি বুঝে বুঝে ট্রেড করেন, তাতে আপনি যদি লসও করেন তাহলেও আপনি ভবিষ্যতে অনেক ভাল কিছু করতে পারবেন। পয়সায় টস দিয়ে ট্রেড করার কোন যুক্তি নেই। ধন্যবাদ
-
মইনুদ্দিন আহ্মেদ
আপনার লেখাটা সত্তি হলে বেস উপভোগ্য তবে ফরেক্স ত্রাদ ভাগ্যের উপর নির্ভর করে না । এখানে সফল হতে হলে আপনাকে ফরেক্স সম্পরকে ভাল করে জানতে হবে। বেশি বেশি ডেমো তে ত্রাদ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এনালাইসিস কি ভাবে করে জানতে হবে। তাহলে আপনার ফরেক্স ত্রাদ ভাগ্য ভাল হয়ে যাবে।
-
এই রকম ভুল কখনও করতে যাবেন না। কারণ, আপনি এনালাইসিস করে ট্রেড অপেন করলেন তখন দেখলেন যে মার্কেট আপনার প্রতিকূলে যাচ্ছে তাহলে আপনি ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার ভুল গুলো নির্ণয় করতে পারবেন। ধন্যবাদ
-
আমি যানি না যে কোন ফরেক্স ট্রেডা কি পয়সায় টস দিয়ে ট্রেড দেয় নাকি। তবে আমি বলবো আপনি যদি ভাল ট্রেডা হন তাহলে আপনার পয়সায় টস করে ট্রেড করতে হবে না আপনি এমনিতেই ট্রেডে ভাল করতে পাবেন। আর ফরেক্স এর সব হল অভিজ্ঞতার উপর আপনি ফরেক্স সম্পর্কে যত বেশি শিখবেন তত আপনি বেশি ভাল ট্রেড করতে পাবেন আপনি যদি এই রকম ট্রেড করে তাহলে আমার মনে হয় আপনার পয়সায় টস করে ট্রেড করতে হবেনা।
-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট এখানে ট্রেড করতে হলে অনেক কিছু জানতে শিখতে হবে বুজতে হবে না বুঝে কোন কিছু করা যাবে না ট্রেড করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কেন ট্রেড করলাম পয়সা দিয়ে টস করে ট্রেড করলে হবে না।
-
টস করে ট্রেড করা খুব সহজ মনে হয় । কিন্তু এটাতো পুরোপুরি ভাগ্যের উপর ছেড়ে দেয়া হল। ফরেক্স-এ অনেক কিছু শেখার আছে যেমন, টেকনিকাল এনাল্যসিস, ফান্ডামেন্টাল এনাল্যসিস, প্রাইচ একশান, ক্যান্ডেলস্টিক ফরমেশান ইত্যাদি বোঝা দরকার।
-
ফরেক্স ট্রেড পয়সা দিয়ে টস করাটা কোন যুক্তিসংগত কথা না।তা হলে তো ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে। আর আমি মনে করি ফরেক্স ট্রেডারের রা ভাগ্যের উপর বিশ্বাস করে ট্রেড করে না। এখানে অভিঙ্গতার মূল্য অনেক বেশি। যার যত অভিঙ্গতা সে তত সফলতা পাবে। তাই আমি বলছি ভাগ্যের উপর বিশ্বাস না করে বুঝে এনালাইসিস করে ট্রেড করুন দেখবেন সফলতা পাবেনই।
-
আসলে খুব ভাল মত কারোর এ সম্পর্কে কারোর জ্ঞান থকলে সে অনাযাসে এখান থেকে আয় করা সম্ভব । তাই পয়সা লসের কোনো বিষয় এখানে আষে না । আপনি যত বেশি ভাল ভাবে কাজ করতে পারবেন তত বেশি কাজ করে মজা পাবেন ও অর্থ উপার্জন করতে পারবেন । অনেকের ভুল ধারনার কারণে এখানে কাজ করতে চায় না এখানে ।