-
আমার ঠিক ধারনা নেই এ ব্যাপারে। আমার সঠিক ভাবে জানা নেই আসলে এখানে সুদ বলে কিছু আছে কি না । সুদের হার বাড়ালে বা কমালে মার্কেট খুব বেশি মুভ করে। এই ক্যাশ রেট এর কারনে একটা ট্রেন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। গত জানুয়ারি মাসের ১৫ তারিখে এই সুদের হারের কারনে ইউএসডি ছিএইচএফ এ গড়ে ২৫০০ পিপ্স এর বেশি মার্কেট মুভ করেছিল প্রত্যেক টা পেয়ার । আসলে কনটা যে সথিক তা আমি নিজেও জানিনা ।
-
হ্যা আপনার ধারনা প্রায় ঠিকই। ফরেক্স মার্কেটে বহুবিধ ফান্ডামেন্টাল নিউজ থাকে। এসব নিউজগুলো মার্কেটে বেশ ইফেক্ট ফেলে। তবে সব নিউজ বড় ধরনের ইফেক্ট ফেলে না। কিছু নিউজ আছে যেগুলো বড় ধরনের প্রভাব ফেলে। যেমন ইন্টারেস্ট রেট বা সুদের হার ফরেক্স মার্কেটে বড় ধরনের প্রভাব ফেলে থাকে।
-
ফরেক্স মার্কেটে সুদের বিষয়ে বিস্তারিত কোন ধারনা কোথাও দেওয়া নাই। তবে রিয়েল ট্রেডের একাউন্ট করার সময় আমি দেখেছি, ইসলামিক একাউন্ট নামের একটা বক্স দেওয়া থাকে, এর মানে কি জানিনা। হয়তো এটিই সুদকে আড়াল করে রাখে!
-
আমার ঠিক ধারনা নেই এ ব্যাপারে। আমি জানিনা ফরেক্সে সুদ কিভাবে ব্যবহ্রিত হয়।
আমি শুধু এটুকু জানি যে, ফরেক্স মার্কেটে সুদের বিষয়ে বিস্তারিত কোন ধারনা কোথাও দেওয়া নাই।
-
কিছু নিউজ আছে যেগুলো বড় ধরনের প্রভাব ফেলে।
যেমন ইন্টারেস্ট রেট বা সুদের হার ফরেক্স মার্কেটে বড় ধরনের প্রভাব ফেলে থাকে।
-
ফরেক্স মার্কেট নিয়ে বেশি করে জানতে হবে তাহলে ফরেক্স মার্কেট থেকে অনেক ইনকাম করতে পারবেন তাই আমি আপনাকে বলি ভাল ভাবে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করেন তাহলে ফরেক্স নিউজ দেখে ট্রেডিং করতে পারেন তাহলে অনেক ভাল ভাবে প্রফিট হবে।
-
ফরেক্স মার্কেটে আম একজন নতুন সদস্য।আমি গত মাসের শেষের দিকে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একাউন্ট করেছি। সুদ কি জিনিষ তা আমি জানি না বা কিভাবে ফরেক্স মার্কেটে সুদের হিসাব করতে হয় তাও জানিনা। তবে আশা করছি সব আস্তে আস্তে সব কিছুই জানা হয়ে যাবে।
-
সুদ কি জিনিষ তা আমি জানি না বা কিভাবে ফরেক্স মার্কেটে সুদের হিসাব করতে হয় তাও জানিনা। তবে আশা করছি সব আস্তে আস্তে সব কিছুই জানা হয়ে যাবে। কিছু নিউজ আছে যেগুলো বড় ধরনের প্রভাব ফেলে।
যেমন ইন্টারেস্ট রেট বা সুদের হার ফরেক্স মার্কেটে বড় ধরনের প্রভাব ফেলে থাকে।
-
আমি এখনও ফরেক্স এ কোন সুদ নিয়ে কোন একাউন্ট করিনি । আমি সব সময় ফরেক্স মার্কেট সুদ ফ্রি একাউন্ট করেছি । আমি মনে করি সুদ নেয়া আর না নেয়া এক্ি িকথা । কারন কিছু কিছু পেয়ার যেমন আপনাকে সুদ দিবে আবার কিছু কিছু পেয়ার আপনার কাছ থেকে সুদ কেটে নিবে । তািই লোভ ককরে শুদ নিযে পাপের ভাগী হওয়ার দরকার নেই ।
-
ফরেক্স ব্যবসায় সুদের হার খুব বেশী প্রভাব ফেলে যারা নাকি সোয়াপমুক্ত এ্যাকাউন্ট না করে । আমাদের সবর্দা সুদমুক্ত এ্যাকাউন্ট করা দরকার যাতে আমরা ভালোভাবে জীবন যাপন করতে পারি । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য সুদের দিকে লক্ষ্য দিব না ।