Originally Posted by
BangaliBabu
আশাকরি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমার ফরেক্স ক্যারিয়ার শুরু করেছি আজ থেকে আরও ৬-৭ বছর আগে তবে নিজের থেকে একটুও আগায়নি, সবসময় যার কাছ থেকে ফরেক্স শিখেছিলাম তার উপর নির্ভরশীল ছিলাম। কিন্তু হঠাৎ তিনি আমাদের বিভাগের বাইরে চাকুরীর সুবাদে পোষ্টিং হয়ে গেলেন। আমার ট্রেডিং ক্যারিয়ার ঐখানেই শেষ হয়ে যেতে পারত কিন্তু আমিও ঢাকাতে শিফট হওয়ার পর ডেমোতে কোন প্রকার এনালাইসিস ছাড়াই ট্রেড ওপেন করতাম। সকালে ট্রেড ওপেন করে রাতে বাসাই ফিরে যেগুলো অনেক লসে রয়েছে সেগুলো ক্লোজ করতাম আর যেগুলো অনেক লাভে আছে সেগুলো ওপেন করে রাখতাম। এভাবে প্রায় ৯ মাস ট্রেডিং করার পরে আবার চাকুরীর সুবাদে ফরেক্স কি সেটা প্রায় ভুলে যেতে বসেছিলাম। কিন্তু চাকুরী পরিবর্তন করার সময় বাসাও পরিবর্তন করতে হয়েছিল। সেখানে আমার রুম থেকে mt4 প্লাটফর্ম লোড হওয়ার শব্দ শুনতে পেতাম। তারপর একদিন আমি সেই বড়ভাইয়ের কাছে গিয়ে তাকে বললাম আমি তো আগে ট্রেডিং করতাম তবে নিজে নয় আমার গুরুর একাউন্ডে আমার ইনভেস্ট ছিল। কয়েকদিন উনার পাশে বসে বসে ফরেক্স নিয়ে কথা বলতে বলতে জানতে পারলাম একটা ইন্টারন্যাশনাল ফরেক্স কমিউনিটিতে কাজ করে তিনি ক্যাপিটাল পান প্রতি মাসে প্রায় ৩০০ ডলার। আমাকে দেখালেনও সবকিছু কিন্তু আমি প্রথমে অতটা ইন্টারেস্ট ফিল করি নাই। কিন্তু পরে কৌতুহল বসত একটা একাউন্ট ওই বড়ভাইয়ের রেফারেন্সে খুলে পোষ্টিং শুরু করে দিলাম। ভালই সাড়া পাচ্ছিলাম কিন্তু ইংরেজিতে লিখে কি আর মনের সব কথা ফুটিয়ে তোলা সম্ভব। তাই পরে খোঁজ করে আমাদের বাংলা ফোরামের দেখা পায় এবং প্রথম কয়েক মাসে পরীক্ষা আর কাজের চাপের কারণে খুব একটা কাজ করতে পারিনি।
সত্যিকথা বলতে ইংরেজিতে ফরেক্স সম্পৃক্ত সকল কথা এত ভালভাবে ফুটিয়ে তুলতে পারিনি আর বাংলায় প্রতিটি পোষ্ট লেখার সময় আমার এতটা ভাল লেগেছে সেটা আমি কাউকে বোঝাতে পারব না। ধন্যবাদ ইনস্টাফরেক্স কে, যারা আমাদের কে নিজের মাতৃভাষায় ফরেক্স শেখার এত দারুন একটা প্লাটফর্ম দিয়েছে। হ্যা, আমি ফরেক্স শিখতে পুরোপুরিভাবে বাংলা ফরেক্স ফোরামের উপর নির্ভরশীল। কারণ ফরেক্সে ইনভেস্ট করার মত সামর্থ্য আমার নেই। আমি যা বেতন পাই তাই দিয়ে কলেজের বেতন ও সেমিষ্টার ফি দিয়ে নিজে খেয়ে পরে চলতে পারি। প্রতি মাসে বেতনের পাশাপাশি যখন বোনাস ক্যাপিটাল টা পাই তখন মনের মধ্যে একটা বিষয়ে খুব ভালো লাগে সেটা হলো বেতনের বাইরেও আমার একটি আয়ের উৎস আছে।
আমাদের ফোরামের সকল সদস্য ও এডমিনদেরকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন।