আপনি একটি এ্যানালিসিস করলেন এবং সে মতে ট্রেড করে প্রফিট করতে পারলেন এবং পরবর্তীতে আবারও একটি ট্রেড নিলেন কিন্তু কোন এ্যানালিসিস ছাড়া অর্থাৎ নিজের মনের উপর জোর দিয়ে যে আমি ট্রেড টি করলে অবশ্যয় প্রফিট করতে পারব এমন মন গড়া এ্যানালিসিস করে। তবে বেশি লট নিয়ে ট্রেড করতে গেলে অবশ্যই মূলধন বেশি থাকতে হবে। তাছাড়া ট্রেড করার পূর্বে সঠিকভাবে মার্কেট এনালাইসিস এর কোন বিকল্প নেই। প্রতিদিন যে লাভ হবে এমন কোন কথা নেই। কারণ সবসময় মার্কেট ট্রেড করার জন্য উপযোগী থাকে না।