আমি অনেক আগে থেকে ফোরাম পোস্ট করি। আগে দেখতাম যে পরের মাসে ১-৭ তারিখের মাধ্যে বোনাস চলে আসত। কিন্তু ইদানিং এত দেরী হচ্ছে খুব বেশি সময় নিচ্ছে। একমাস লাগে পোস্ট করতে আবার এক মাস চলে যায় ব্যালেন্স পেতে। আসলে একটু তারাতারি দিলে সবার উপকার হয়।
Printable View
আমি অনেক আগে থেকে ফোরাম পোস্ট করি। আগে দেখতাম যে পরের মাসে ১-৭ তারিখের মাধ্যে বোনাস চলে আসত। কিন্তু ইদানিং এত দেরী হচ্ছে খুব বেশি সময় নিচ্ছে। একমাস লাগে পোস্ট করতে আবার এক মাস চলে যায় ব্যালেন্স পেতে। আসলে একটু তারাতারি দিলে সবার উপকার হয়।
যানিনা ভাই ফোরাম বোনাস পেতে আগে কখনো এমন দেরি হয়নি,১৫ তারিখ এর ভিতর বোনাস আমাদের ট্রেডিং একাউন্ট এ যোগ হয়ে গেছে,গত মাসেও বোনাস পেতে অনেক দেরি হয়েছে ২০ তারিখ এর পর আমরা বোনাস পেয়েছি,কিন্তু আজ ২৬ তারিখ চলছে তাও বোনাস পাছিনা কারন টা বুঝলাম না,কিন্তু আশা করি বোনাস আজ কাল কের ভিতর আমাদের একাউন্ট এ চলে আসবে।
আসলে আমি অনেক আগে থেকেই ফরেক্স ফোরাম সম্পর্কে জানি এবং আগেও এখানে কাজ করেছি। আর সবসময়ই দেখেছি ফোরামের বোনাস একটা নির্দিষ্ট সময়ের ভিতর যেমন ৩ থেকে ৭ তারিখের ভিতরই দিয়ে দিত। কিন্তু বর্তমানে কয়েক মাস যাবত ডেটটা কেমন যানি হয়ে গেছে কখনো ১০ তারিখ আবার কখনো ১৩ তারিখ আবার কখনো আরো বেশি লেট হচ্ছে এমনটা হওয়ার কারন কি। আসলে এ বিষয়ে কি কোন রুলস আছে কবে নাগাদ দিবে তাতো সঠিক জানি নি। তবে যদি আগের মত করে দিত ৩ থেকে ৭ তারিখের তবে হয়তো আমাদরে মত ছোট ট্রেডারদের জন্য খুবই ভালো হতো কারন মাসের প্রথম দিক থেকে ট্রেডিং করতে পারলে খুবই ভালো লাগতো যেহেতু মুলধন আমাদের অনেক কম সেক্ষেত্রে বোনাস কিছুটা সহায়ক আমাদের জন্য। ধন্যবাদ
বিভিন্ন কারণে একটু দেরি হতে পারে । তবে ইনস্টা ফরেক্স কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মত স্বল্প পুঁজির ট্রেডারদের জন্য এ ধরনের একটি সুযোগ করে দেয়ায় । ফরেক্স যেহেতু নিয়মানুবর্তিতার ও ধৈর্যের সমন্বয়ের ব্যবসা সুতরাং সেই নিয়মানুবর্তিতা ও ধৈর্যের মিশেল ঘটিয়ে এই ফোরামে প্রতিদিন অল্প অল্প বোনাস সংগ্ৰহ করে প্রফিটেবল ট্রেড করে একসময় ভাল কিছু অর্জন করতে পারব ।
ফোরামের বোনাস মাসের শুরুতে পেলে সকলেরই সুবিধা হত। ওয়ার্কিং ডে বেশি পাওয়া যেত। কারণ অনেকেরই ব্যালেন্স জিরো হয়ে যায় আর তাদের মাসের ১০- ১৩ তারিখ পর্যন্ত বসে থাকতে হয় বোনাসের অপেক্ষায়। কিন্তু যদি বোনাস মাসের শুরুতে পাওয়া যেত তবে ওই কয়টা দিন বসে থাকা লাগত না। মাসের শুরুতে বোনাস দিতো তবে সকলের জন্যই ভালো হতো বলে আমার ধারনা।
যদি আগের মত করে দিত ৩ থেকে ৭ তারিখের তবে হয়তো আমাদরে মত ছোট ট্রেডারদের জন্য খুবই ভালো হতো কারন মাসের প্রথম দিক থেকে ট্রেডিং করতে পারলে খুবই ভালো লাগতো যেহেতু মুলধন আমাদের অনেক কম সেক্ষেত্রে বোনাস কিছুটা সহায়ক আমাদের জন্য। ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ একইভাবে পুরষ্কারের আলোচনার ব্যক্তিদের প্রদান করে। আমাদের জমায়েত পর্যাপ্ত পরিশ্রমের প্রয়োজনের ভিত্তিতে সালিশকারীদের আমাদের পোস্টগুলি পরীক্ষা করতে কিছু বিনিয়োগের প্রয়োজন হতে পারে ।
ফোরামের বোনাস মাসের শুরুতে পেলে সকলেরই সুবিধা হত। ওয়ার্কিং ডে বেশি পাওয়া যেত। কারণ অনেকেরই ব্যালেন্স জিরো হয়ে যায় আর তাদের মাসের ১০- ১৩ তারিখ পর্যন্ত বসে থাকতে হয় বোনাসের অপেক্ষায়। কিন্তু যদি বোনাস মাসের শুরুতে পাওয়া যেত তবে ওই কয়টা দিন বসে থাকা লাগত না। ঠিক কি কারণে বোনাস দিতে এত দেরি করা হয় ঠিক জানি না তবে দেরি করার যৌক্তিকতা কতটুকু তা নিয়ে সবারই কম বেশি প্রশ্ন আছে
ফোরামের বোনাস দেরি হওয়ার কিছু কারন থাকতে পারে হয়তো তাদের ওয়ার্কিং সিস্টেম আপডেট করেছে। হয়তো তারা অনেক চেক করে বা পোস্টের ভালো মন্দ মান যাচাই করে বোনাস দিচ্ছে সে কারনেই হয়তোবা লেট হয়ে থাকতে পারে।পোস্টের ভালো মন্দ মান যাচাই করে বোনাস দিচ্ছে সে কারনেই হয়তোবা লেট হয়ে থাকতে পারে। সের শুরুতে বোনাস দিতো তবে সকলের জন্যই ভালো হতো বলে আমার ধারনা।
আমি এখানে নতুন তবে ফোরামের বোনাস দেরি হওয়ার কিছু কারন থাকতে পারে হয়তো তাদের ওয়ার্কিং সিস্টেম আপডেট করেছে। হয়তো তারা অনেক চেক করে বা পোস্টের ভালো মন্দ মান যাচাই করে বোনাস দিচ্ছে সে কারনেই হয়তোবা লেট হয়ে থাকতে পারে। তবে যদি মাসের শুরুতে বোনাস দিতো তবে সকলের জন্যই ভালো হতো বলে আমার ধারনা। তাই সম্মানিত মডারেটরদের কাছে আমাদের আকুল আবেদন যেন আমরা খুব দ্রুত এই মাসের শুরুর দিকে বোনাস ঠিকঠাকভাবে পেয়ে যাই। এতে আমাদের জন্য অনেক ভাল হয়। আমরা সময়মতো বোনাস পেলে কাজে আগ্রহ বাড়বে বলে মনে করি ধন্যবাদ।
ফরেক্স আমরা পোস্ট করার বিনিময়ে ব্রোকার আমাদের গিফট স্বরূপ যে বোনাস দিয়ে থাকেন সেটা পরবর্তী মাসে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রদান করার কথা থাকলেও অনেক সময় তা বিলম্বিত হয়। সবাই কমবেশি এই সমস্যার সম্মুখীন হয়েছেন আমি নিজেও হয়েছি। তবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যার কারণে আমাদের প্রমাণও দিতে অনেক সময় বিলম্বিত হয়। অনেক সময় টেকনিক্যাল প্রবলেম এর জন্য হয়ে থাকে। তবে ব্রোকারের চেষ্টা থাকে সঠিক সময়ে বোনাস দেওয়ার জন্য।