স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ন বিষয়। একটি নির্দিষ্ট রেঞ্জএ সেট করে রাখা। আমি কত লস করবো, কত লাভ করবো তা র্নিধারন করে দেয়া। এতে করে আপনি র্মাকেটে না থাকলেও কোন সমস্যা নাই। এটা অটো বন্ধ হয়ে যাবে।
Printable View
স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ন বিষয়। একটি নির্দিষ্ট রেঞ্জএ সেট করে রাখা। আমি কত লস করবো, কত লাভ করবো তা র্নিধারন করে দেয়া। এতে করে আপনি র্মাকেটে না থাকলেও কোন সমস্যা নাই। এটা অটো বন্ধ হয়ে যাবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই স্টপলস ও টেকপ্রফিট মার্জিন দিয়ে ট্রেড করতে হবে।আপনি স্টপলস মার্জিন ব্যবহার করলে অনাকাঙ্খিত ঝুকির হাত থেকে আপনার একাউন্টকে রক্ষা করতে পারবেন।
ফরেক্স এ অধিকাংশ ট্রেডার লস করে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার না করার কারনে । স্টপ লস আপনার একাউন্ট কে জিরো হওয়ার হাত থেকে রক্ষা করে । ট্রেড টি যখন লসে থাকে তখন সেট করা নির্দিষ্ট প্রাইসে গিয়ে ট্রেড টি ক্লোজ হয়ে যায় । ফলে বড় ধরনের লস এর হাত থেকে একাউন্ট রক্ষা পায় ।
মানি ও রিস্ক মেনেজমেন্টের উল্লেখযোগ্য বিষয় হলো এই স্টপলস ও টেকপ্রফিট সেট করে ব্যালেন্সকে নিরাপদ ও প্রফিটেড রাখা৷টেকপ্রফিট ও স্টপলস সঠিকভাবে যথাস্হানে ব্যাবহার করতে হলে প্রথমে আপনার ট্রেডিং চার্টের সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো ভালো করে নিশ্চিত হতে হবে৷সঠিক ভাবে রিস্ক রিওয়ার্ড রেশিও ফলো করে এই স্টপলস ও টেকপ্রফিট সেট করে দিতে হবে৷