-
আসলে ফরেক্স মার্কেটে লাভ লস হয় শুধু মাত্র নিজের কারনে। কারন আমরা অনেকে আছি যারা মার্কেটের গতি বিধি লক্ষ না করে আজে বাজে ট্রেড ওপেন করে থাকি যার কারনে আমাদের ট্রেডে আমাদের ছিন্তার ছেয়েও অনেক বড় লসের সম্মক্ষিন হতে হয়। তাই ট্রেড করার আগে এনালাইসিস করা দরকার।
-
আসলে ফরেক্স মার্কেটে লাভ লস হয় শুধু মাত্র নিজের কারনে। কারন আমরা অনেকে আছি যারা মার্কেটের গতি বিধি লক্ষ না করে আজে বাজে ট্রেড ওপেন করে থাকি যার কারনে আমাদের ট্রেডে আমাদের ছিন্তার ছেয়েও অনেক বড় লসের সম্মক্ষিন হতে হয়। তাই ট্রেড করার আগে এনালাইসিস করা দরকার।
-
ফরেক্স ট্রেডিং সবার জন্য উন্মুক্ত হলেও সবাই ফরেক্স এ টিকে থাকতে পারবে না। যারা ফরেক্স এ লুজার তারা অনেকে মনে করেন ফরেক্স জুয়া খেলা। এখানে প্রফিট করা যায় না। কিন্তু যারা ভালো ট্রেডার তারা রেগুলার প্রফিট করে যাচ্ছে।
-
ভাই বর্তমান বলেন আর অতীতেই বলেন, যারা এই দুটো সময়কে মুল্যায়ন করে শত লাভ লসের মাঝেও ফরেক্স ব্যবসাকে এখন পর্যন্ত ধরে রেখেছে, এবং এটাকেই জীবিকার একটা সুন্দর মাধ্যম মনে করে আঁকড়ে ধরে চলেছে নদীর স্রোতের মত, একমাত্র তারাই সামনে সফলতার শীর্ষে পৌছাবে। সুতরাং আমাদের সকলকে সবকিছু শিখে, বুঝে ও অভিজ্ঞতার মাধ্যমে খুব সচেতনতার সাথে চিন্তা ভাবনা করে সঠিক পজিশন পাওয়ার পর ট্রেডগুলো নিতে হবে, লুজার হলে চলবে না, যোগ্যতার পরিচয় দিতে হবে এখানে।
-
আমিও আপনার সাথে একমত হয়ে বলছি আসলেই ফরেক্স ট্রেড অন্যান্য ব্যবসার তুলনায় অনেক নির্ভরযোগ্য এবং স্থায়ী ব্যবসা৷আমরা অনেকেই অনলাইনে বিভিন্ন সাইটে পুঁজি খাটিয়ে আয়-রোজগার করার চেষ্টা করি৷অথচ সফল হতে পারি না,সাইটগুলো বা ব্যবসাই হাওয়া হয়ে যায়৷কিন্তু ফরেক্স ট্রেড চলছেই.. চলবেই..৷আমি বলবো-আপনারা ফরেক্স মার্কেটে লস করেছেন- একথা ভুলে গিয়ে বরং মনে করবেন ফরেক্স মার্কেটে আপনার লসের টাকাগুলো মূলত বিনিয়োগ করেছেন৷লস হয়েছে বলেই যে হতাশ হয়ে মার্কেট থেকে পালিয়ে যাবেন তা কিন্তু নয় বরং লস করেই এখানে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করছেন৷তাই এই মার্কেটে প্র্যাকটিস করা উচিত কারণ এই মার্কেটে আমাদের আয়ের জন্য বিশাল সম্ভাবনা রয়েছে৷মার্কেট কে দোষ না দিয়ে বরং একটু কষ্ট করে মার্কেট শেখার চেষ্টা করুন আপনি সফল হবেনই-এটা কখনোই অসম্ভব কিছু নয়৷
-
আপনি যখন লস করছেন তখন কেউ না কেউ লাভ করছে । আসল কথা হল আপনি মার্কেট না বুঝেই ট্রেড করেছেন আর অন্য একজন মার্কেট এ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝে তারপরে ট্রেড করছে । ফরেক্স এমন একটা জায়গা যেখানে ব্যাবসা করতে হলে পড়াশুনা করে ট্রেড করতে হয়, সময়, শ্রম ব্যায় করতে হয় তাহলে আপনি সফলে হবেন ।
-
একজন যদি ফরেক্সে লুজার হয় তবে তো সে নিজের দোষেই হয়েছে। সে যদি মুন্ডুওয়াত করে তবে বিষয়টা আঙ্গুর ফল টক টাইপ হয়ে যাবে। নাচতে না জানলে উঠান বাকাই লাগে। যে ফরেক্স পারে, সের পারেই। তার এসব মুন্ডুপাতে কিচ্ছু যায় আসে না। যে মুন্ডুপাত করে করুক সেটা দেখার বিষয় না। ফরেক্স ইজ বেস্ট। ফরেক্স মার্কেটে নিজের কেরিয়ার গড়তে চাইলে আপনাকে ফরেক্স প্রচুর সময় দিতে হবে এবং ধৈর্য ধারন করতে হবে।
-
সবাই ফরেক্স সম্পর্কে ডিটেইলস না জেনেই এর বিরুদ্ধচারন করেন। তবে সুখবর হচ্ছে নতুনরা কিন্তু এসম্পর্কে বেশ পজেটিভ। যারা লস করে ফরেক্স এর বিরোধীতা করেন তাদের বলছি লস করেছেন বলেই এখন লাভ করার সম্ভাবনা অনেক বেশি। নিয়মিত মার্কেটে আপডেট থাকতে হবে ।
-
হা হা হা কেউ একজন যদি ফরেক্সে লুজার হয় তবে তো সে নিজের দোষেই হয়েছে। সে যদি মুন্ডুওয়াত করে তবে বিষয়টা আঙ্গুর ফল টক টাইপ হয়ে যাবে। নাচতে না জানলে উঠান বাকাই লাগে। যে ফরেক্স পারে, সের পারেই। তার এসব মুন্ডুপাতে কিচ্ছু যায় আসে না। যে মুন্ডুপাত করে করুক সেটা দেখার বিষয় না। ফরেক্স ইজ বেস্ট।
-
ফরেক্স মার্কেট এ আপনি লস করেন বা লাভ করেন উভাইটি কিন্তু আপনি করেচেন। আপনি আপনার অধক্ষতার কারনে ফরেক্স মার্কেট এ লস করেচেন এতে ফরেক্স মার্কেট এর কনো হাতচিল না। তাই আমি বলব যে আমরা যারা ফরেক্স মার্কেট এর বিরুদ্দে ভুল ধারনা নিয়ে ফরেরক্স মার্কেট এর বদনামি তারা যেন তাদের এই ভুল থেকে সরে আসে এবং ফরেক্স মার্কেট কে ভালো করে যেনে তারপর ফরেক্স মার্কেট নিয়ে কথা বলে। তাহলে সবার জন্নই ভালো।