-
ফরেক্স মার্কেটের সেশন সমুহের সম্পর্কে একজন ট্রেডারে ভাল করে ধারনা নিতে হবে। কারন ফরেক্স মার্কেটের যখন সেশন শেষ হয় তখন ফরেক্স মার্কেটের মুবমেন্টের অনেক পরিবর্তন হয়ে থাকে। তাই আমি মনে করি এই সময়ে কার কোন ট্রেড ওপেন করা একধম টিক না। এতে করে লস হতে পারে।
-
ফরেক্স ট্রেড এন্ট্রি হুট করে নেয়া যায় না।আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার টেকনিকাল,ফান্ডামে ��্টাল সব ধরনের এনলাইসিস আর ট্রেড করার উপযুক্ত সময়ে আপনাকে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট মোট চারটি সেশনে বিভক্ত । এসব সেশন এ চব্বিশ ঘন্টাই ট্রেডিং হতে থাকে । এসব সেশনের মধ্যে রয়েছে । লন্ডন, টোকিও, নিউইর্য়ক ইত্যাদি সেশন । আন্তর্জাতিক বাজার সবসময় সচরাচর চলতেই থাকে, সুতরাং এগুলো নিয়ে এখন এত চিন্তা করার কিছু নেই, ইটা আপনার উপর যে আপনি দিনে ট্রেড করতে ভালবাসেন নাকি রাতে ট্রেড করতে ভালবাসেন.
-
আপনার শিরোনাম এবং বর্ণনা দুইটি ভিন্ন ধারায় চলে গেছে। আমরা যদি ফরেক্সে টাইম সেশন সম্পর্কে বলি তাহলে ফরেক্সে টাইম সেশনকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো নিউইয়র্ক টাইম সেশন, লন্ডন টাইম সেশন, সিডনি টাইম সেশন এবং টোকিও টাইম সেশন। এই টাইম সেশন সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান ও ধারণা থাকতে হবে।
লন্ডন টাইম সেশনঃ-
শুরু হয় দুপুর ২টায় এবং ক্লোজ হয় রাত ১০ টায়।
নিউইয়র্ক টাইম সেশনঃ-
শুরু হয় সন্ধা ৬টায় এবং ক্লোজ হয় রাত ২ টায়।
সিডনি টাইম সেশনঃ-
শুরু হয় রাত ৩টায় এবং ক্লোজ হয় সকাল ১১ টায়।
টোকিও টাইম সেশনঃ-
শুরু হয় সকাল ৫টায় এবং ক্লোজ হয় দুপুর ১টায়।
-
ফরেক্স মার্কেট এ নতুন ট্রেডার দের অনেক কাজে লাগবে যারা ফরেক্স মার্কেট এ শর্ট টাইম এ ট্রেড করে তারা যদি সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রেড করে তা হলে সে অনেক ভাল করতে পারবে কারন ফরেক্স মার্কেট এই সময় ভাল মুভ করে আমি যখন শর্ট টাইম এ ট্রেড করতাম তখন ওই সময় এ ট্রেড করতাম তা হলে আমি খুব কম সময় এ ভাল লাভ করতাম। সেশন ভিত্তিক মার্কেট কম বা বেশি ঊঠানাম করতে দেখা যায়। তবে বাংলাদেশ টাইমে এ সকাল এর দিকে মার্কেট তেমঅন মুভ করে না।
-
ফরেক্স মার্কেটে ৪ টি সেশন রয়েছে। সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন এবং নিউ ইয়োর্ক সেশন। সেশন গুলো যখন ওভারল্যাপ করে তখন মার্কেটের মুভমেন্ট খুব বেশি হয়।ফরেক্স মার্কেটের সেশন সমুহের সম্পর্কে একজন ট্রেডারে ভাল করে ধারনা নিতে হবে। কারন ফরেক্স মার্কেটের যখন সেশন শেষ হয় তখন ফরেক্স মার্কেটের মুবমেন্টের অনেক পরিবর্তন হয়ে থাকে। তাই আমি মনে করি এই সময়ে কার কোন ট্রেড ওপেন করা একধম টিক না। এতে করে লস হতে পারে।সেশন ফরেক্স ট্রেডিং এর জন্য এবং প্রত্যেক ট্রেডার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
-
আপনার এই পোশটের মাধ্যমে সেশন গুলো সম্পর্কে জানতে পারলাম। ফরেক্স মার্কেটে ৪ টি সেশন রয়েছে। সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন এবং নিউ ইয়োর্ক সেশন। সেশন গুলো যখন ওভারল্যাপ করে তখন মার্কেটের মুভমেন্ট খুব বেশি হয়। ফরেক্স মার্কেটে মূলত চারটি সেশন আছে। সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন ও নিউইয়র্ক সেশন। যখন যে সেশন চলে তখন সেখান কার মূদ্রার মুভমেন্ট বেশি থাকে। যেমন সিডনি সেশনে অস্ট্রেলিয়ান ডলার, টোকিও সেশনে জেপিওয়াই ইত্যাদি।
-
ফরেক্স মার্কেটে ৪ টি সেশন রয়েছে। সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন এবং নিউ ইয়োর্ক সেশন। সেশন গুলো যখন ওভারল্যাপ করে তখন মার্কেটের মুভমেন্ট খুব বেশি হয়। অতএব আমাদের এ ব্যপারে সতর্ক থাকতে হবে।এই সেশন গুলো লিখে রাখুন,এটা গুরুত্বপূর্ণ৷ যেই পেয়ারে ট্রেড করবেন অবশ্যই সেটির সেশন দেখে বুঝে ট্রেডে বসবেন৷অফসেশনে ট্রেড না করাই ভালো৷
-
ফরেক্স মার্কেটের জন্য সেশন সমুহ খুবই গুরত=উত্বপূর্ন। আপনার এই পোশটের মাধ্যমে সেশন গুলো সম্পর্কে জানতে পারলাম। ফরেক্স মার্কেটে ৪ টি সেশন রয়েছে। সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন এবং নিউ ইয়োর্ক সেশন। সেশন গুলো যখন ওভারল্যাপ করে তখন মার্কেটের মুভমেন্ট খুব বেশি হয়। অতএব আমাদের এ ব্যপারে সতর্ক থাকতে হবে।