-
আসলে আমাদের মাঝে ট্রেড করার সময়ে ভয় কখনো কাজ করে না।কাজ করে আমাদের লোভ।লোভ এর বসে অতিরিক্ত ভলিয়ম এ ট্রেড ওপেন করে থাকি।আর যখন দেখি ট্রেড টি আমাদের বিপক্ষে যাচ্ছে তখন ভয় করি যে আর একটু লসে গেলে একাউন্ট শূন্য হয়ে যাবে।তাই এই পরিস্থিতিতে যাতে না পরতে হয় তার সহজ সমাধান হবে আগে ডেমো প্রাক্টিস করে নিজেকে দক্ষ করে গড়ে তুলি।তারপরে রিয়েল একাউন্টে সঠিকভাবে মানিমেনেজমেন্ট করে ট্রেড করবো।
-
ফরেক্স একটি রিক্সি মার্কে ট। এখানে প্রতিটি পদে পদে ঝুকি বিদ্যমান। তাই ট্রেড করার সময় একটু ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু ফরেক্স থেকে আয় করতে হলে ভয়কে নিয়ন্ত্রন করে ফরেক্স এ ট্রেড করতে হবে। ফরেক্স এ ট্রেড করার সময় ভয় পেলে ফরেক্স করা যায় না। ফরেক্স এ ট্রেড করার সময় নিজেকে অনেকটা সাহস নিয়ে এবং সঠিক সিন্ধান্ত নিয়ে ফরেক্স এ ট্রেড করা ভাল। তাই ভয় পেলে ফরেক্স এ ট্রেড করে আপনি আয় করতে পারবেন না। তাই ভয়কে জয় করে ট্রেড করুন দেখবেন এরপর থেকে আপনার কোন আর ভয় থাকবে না।
-
ট্রেড করার সময় ভয় আসবে এটাই স্বাভাবিক। কিন্তু এই ভয় থেকে কাটিয়ে উঠতে হবে না হলে সেই ট্রেড থেকে সফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এছাড়াও অনেকেই চিন্তিত থাকে যে ট্রেড করবে কিনা। আমরা জানি কোন কিছু সুন্দর ভাবে প্রতিস্থাপন করার জন্য তার সম্পর্কে ভালো-মন্দ জেনে নিতে হয় এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় যেন আমরা প্রতিটি কাজ সুন্দর ভাবে প্রস্তুত করে দিতে পারি। পরিচর্যা করতে হবে নিজেকে এবং প্রচুর পরিমাণে ডেমো একাউন্ট এর প্র্যাকটিস করতে হবে। আমরা জানি প্র্যাকটিসের উপর কোন কিছু নেই যে যত বেশি প্রাকটিস করতে পারে সে ততো বেশি দক্ষতা অর্জন করতে পারে এবং আস্তে আস্তে নিজেকে অভিজ্ঞ করে তুলতে পারে। কাজেই ভয় কাটিয়ে ওঠার জন্য অবশ্যই আমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে।যখন আমরা প্র্যাকটিস করতে করতে দক্ষ হয়ে যাব তখন আর আমাদের ভয় করবে না কোন ট্রেড করার জন্য কেননা আমাদের মধ্যে অনেক আত্মবিশ্বাস থাকবে।
-
আমি দেখেছি বেশিরভাগ ট্রেড করার পরপর ই মার্কেট আমার ট্রেড এর উল্টা দিকে যেতে থাকে আর যেতেই থাকে সে সময় মনে একটি ভয় কাজ করতে থাকে ট্রেড টি ধরে রাখব নাকি ক্লোজ করে দেব। যখন মনে এই ভয় কাজ করেত থাকে তখনই ট্রেড টি ক্লোজ করে দেই। তখনই দেখি মার্কেট আবার আমার অনুকূলে ফিরে আসছে। তাই যদি ট্রেড টি ধরে রাখতে পারতাম তাহলে আর এত লস নিতে হত না। তাই প্রতিটি ট্রেড নিয়ে ধৈর্য্য ধারন করে অপেক্ষা করতে থাকেন। আপনি আপনার স্টাটেজির উপর ভরসা রাখতে পারেন যে, ট্রেড করলে সে বিপরীতে যেতে থাকলেও আবার ফিরে আসবে তাহলে কখনও কোন ট্রেড নিয়ে মনে ভয় কাজ করবে না। তাই নিখুদ স্টটেজি তৈরি করুন এবং ১০০ ভাগ ভরসা রাখুন তাহলে কোন ভয় কাজ করবে কোন ট্রেড এ।
-
অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রোপার জ্ঞান থাকতে হবে। পাশাপাশি প্রথম অবস্থায় ফরেক্স মার্কেটে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে এবং ডেমো প্রাকটিস করতে হবে, এনালাইসিস সঠিকভাবে জানতে হবে। ট্রেড করার সময় আত্মবিশ্বাসের সাথেই ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে আজ পর্যন্ত কেউ একচেটিয়াভাবে শুধু লাভ করতে পারেনি। ফরেক্সে লাভ-লস দুটোই আছে। শুরুতে লস করলে ভয় পাওয়ার কিছু নেই। তবে লসের থেকে লাভ বেশি করতে পারলে সেটাই সফলতা। তাই আমাদের সবারই উচিত এই বিষয় গুলো খেয়াল রেখে ট্রেড করা।
-
এনালাইসিস বিহীন ট্রেড যখন উল্টা দিকে যেতে থাকে তখনই শুরু হয়ে যায় মুলধন হারানোর ভয়। তখন দুশ্চিন্তা এবং ভয়ের জন্য ট্রেডার সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে ট্রেড নিয়ে। আসলে অনিশ্চিত কোন ট্রেডিং দ্বারা সফলতা পাওয়া সম্ভব নয়। এটা আপনার দুশ্চিন্তা এবং ভয়ের কারণ হবে। আপনার ভিতরে ভয়ের সৃষ্টি হবে,যে আপনার ওপেন করা ট্রেডটি কি আপনার বিপরীত দিকে যাবে নাকি এখান থেকে প্রফিট করতে পারবেন।তাই আমার মতে ভয় দূর করতে হলে ফরেক্স ট্রেডিং শুরু করার পূর্বে খুব ভালোভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেকে অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে, ডেমো একাউন্টে কমপক্ষে 6 মাস ট্রেডিং প্রাকটিসের মাধ্যমে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে পাশাপাশি যে সকল কারণে ডেমো অ্যাকাউন্টে লস হবে সে গুলোকে খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তুলতে হবে, ফরেক্সের নিয়ম অনুসারে মার্কেট এনালাইসিস ওমানি ম্যানেজমেন্ট করা শিখতে হবে, এবং কোন কারেন্সি তে ট্রেড ওপেন করার পূর্বে সেই কারেন্সি সম্পর্কে আপডেট কোন নিউজ আছে কিনা সেটা ভালোভাবে জেনে নিতে হবে, সেই সাথে স্টপ লস এবং টেক প্রফিট এর ব্যবহার করে ট্রেডিং করতে হবে।