-
স্টপ লস তেমনি একটা অপশন। স্টপ লস ট্রেডকে বড় ধরনের লসের হাত থেকে রক্ষা করে। যেহেতু ট্রেডারের পক্ষে সর্বক্ষণ মার্কেট পর্যবেক্ষণ করা সম্ভব হয় না সেহেতু স্টপ লস তাদের জন্য একটা ভালো অপশন। অনেকেই আবার চিন্তা করে মার্কেট যত লসেই যাক না কেনো তা ব্যাক করবেই। আবার চিন্তা করে মার্কেট যত লসেই যাক না কেনো তা ব্যাক করবেই। ফলে একসময় তাদের একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায় এমন চিন্তাভাবনাকে পরিহার করতে হবে। এবং সার্বিক দিক বিবেচনা করে স্টপ লস ব্যবহার করার মন মানসিকতা গড়ে তুলতে হবে।
-
আমাদের বেশিরভাগ ফরেক্স ট্রেডাররা ট্রেড করার সময় কেবল টেক প্রফিটই ব্যবহার করে থাকেন। কিন্তু স্টপ লস ব্যবহার করার মতো ট্রেডারের সংখ্যা খুবই কম, যা খুবই ঝুঁকিপূর্ণ। ফরেক্স মার্কেট সব সময় স্থির থাকে না। মার্কেট কখনো কখনো অতিরিক্ত লসে চলে যেতে পারে। মার্কেট অতিরিক্ত লসে চলে গেলে ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, যা খুব পেইনফুল। বিশেষ করে যাদের একাউন্ট ব্যালেন্স কম তাদের ক্ষেত্রে ব্যালেন্স শূন্য হওয়ার ঝুঁকি টা সবচেয়ে বেশি থাকে। তাই এক্ষেত্রে টেক প্রফিট এর পাশাপাশি তাদের অবশ্যই স্টপ লস ব্যবহার করা উচিত। স্টপ লস ব্যবহার করলে অল্প লসে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। ফলে ব্যালেন্স শূন্য হওয়ার ঝুঁকি থেকে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। তাই আমি মনে করি সকলেরই টেক প্রফিটের পাশাপাশি স্টপ লস ব্যবহার করা উচিত।
-
স্টপ লস ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম এর মেইন টুলস,আমাদের প্রত্রক ট্রেডার এর উচিত আমাদের প্রতেক এন্ট্রি এর সাথে এটি ব্যবহার করা,কারণ ফরেক্স,মার্কেট এর মুভমেন্ট যে কোন সময় আমাদের এন্ট্রি এর বিপরীতে চলে যেতে পারে,তাই স্টপ লস ব্যবহার করা থাকলে আমরা বড় লস এর থেকে সেফ থাকি,তাই আমাদের এটি ব্যবহার করার মন মানসিকতা সৃষ্টি করা উচিত।
-
ফরেক্স মার্কেটে অধিক সময় টিকে থাকতে চান এবং ভাল মুনাফা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে। তবে অবশ্যই আপনাকে ফরেক্স এ অভিজ্ঞতা এবং এ্যানালাইসিস করার যোগ্যতা থাকতে হবে। তাহলেই আপনি ফরেক্স এর সফল হবেন।
-
আমি বরাবরই জমা / উত্তোলনের জন্য ক্সিল ব্যবহার করে থাকি। স্কিল আমার কাছে সবচেয়ে নিরাপদ ও দ্রুত মাধ্যম বলে মনে হয়। কারন স্কিল এর মাধ্যমে আমি সরাসরি আমার ব্যাংক এ্যাকাউন্টে টাকা উঠাতে পারি। স্কিল কে আমার সবসময়ই হেল্প ফুল বলে মনে হয়। আপনি কোন ম্যাথড ব্যবহার করেন? যদি স্কিল বাদে অন্য কোন ম্যাথড কে আপনার কাছে সহজ ও নিরাপদ মনে হয়, তাহলে সবার সাথে সেই ম্যাথডের কথা শেয়ার করুন।
-
ফরেক্স মার্কেটে আমি ইতিপূর্বে লস করার একটা অন্যতম কারণ হলো স্টপ লস না করার কারণে। স্টপ লস সেট না করার ফলে শুধু আমি নই আমি ছাড়াও আমার জানামতে অনেক ফরেক্স ট্রেডার পড়েছে লস করেছেন। তাই ফরেক্সে স্টপ লস সেট করার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা জানতে হবে। এর জন্য আপনি ডেমো অ্যাকাউন্ট এ স্টপ লস সেট করার জন্য অনুশীলন করতে পারেন। কেননা স্টপ লস সঠিকভাবে সেট না করতে পারলে আপনাকে লস করতে হবে।
-
আসলে আপনি ঠিক কথা বলেছেন। চিন্তা করে তারপর স্টপ লস ব্যবহার করে ট্রেড দেওয়া উচিত। আমরা অনেকেই স্টপ লস ব্যবহার করি না যার ফলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে স্টপ লস ব্যবহারের অনেক সফল দিক রয়েছে তাই সেই সকল বিষয় বিবেচনা করে আমাদের উচিত স্টপ লস ব্যবহার করা এবং সফলতা অর্জন করেন। অনেকেই আমরা জানি না যে আসলে কতটুকু উপকারী এটি আমাদের জন্য তাই আমরা সহজে এটি ব্যবহার করতে চাই না কিন্তু আমরা যখন আস্তে আস্তে জানতে পারব এর সুফল সম্পর্কে তখন আমরা অবশ্যই স্টপ লস ব্যবহার করতে চাইবো এবং ব্যবহার করব।
-
ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা বিধায় সবসময় স্টপ লস ব্যবহার করার মানসিকতা গড়ে তুলতে হবে যাতে করে লস হলেও বড় ধরনের লস না হয়। ফরেক্স ট্রেডিংয়ের স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই প্রয়োজনীয় যদি আপনি নতুন ট্রেডার হন। স্টপ লস ব্যবহার করলে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। এবং টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, ১.৭৪৩৫ এ একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন অথবা ৫০ পিপস এর বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস ৫০ পিপস টেক প্রফিট সেট করে দিতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন স্পাইকের ফল হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
-
স্টপলস ব্যবহার করা ভালো কিন্তু আমার ক্ষেত্রে বিপরীত হয় যখনই স্টপলস দিয়ে থাকি একটি পয়েন্টে দেখা যায় ঐ পয়েন্টে হিট করে মার্কেট আবার আমার পক্ষে চলে আসে কিন্তু আমি মার্কেট আউট। তাই sl দেয়ার পূর্বে সঠিক স্থান নির্বাচন করে নেয়া উচিত।
-
প্রতিবার ট্রেডিংয়ের সাথে সাথেই আমি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি কারণ দীর্ঘ সময় আমি মার্কেটে দিতে পারি না ফলে মার্কেটের অবস্থা সম্পর্কে অবহিত না হলে অনেক সময় বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এমনকি একাউন্ট শূন্য হওয়ার মতন ক্ষতি হতে পারে তাই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে থাকি জানো আমার একাউন্ট ব্যালেন্স কোন প্রকার ক্ষতির সম্মুখীন না হয়