-
ফরেক্স এ লসটাকে মুখ্য বিষয় মনে করলে এখানে উন্নতি করা কষ্টকর। হার-জিত, লাভ-লস সব কিছুতেই আছে। এটাকে সিঁড়ি মনে করে উপরে ওঠার চেষ্টা করতে হবে। ফরেক্স সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জনই পারে সফলতার শীর্ষে নিয়ে যেতে। যারা নতুন ফরেক্স শিখে তারাই লস টাকে মুখ্য ধরে হতাশাই ভোগে । তাই হতাশাই না ভুগে সাহস সঞ্চয় করে আবার কাজে নেমে পড়াটাই শ্রেয় ।
-
ফরেক্স আসলে একটা ব্যবসা। আর পৃথিবীর এমন কোন ব্যবসা নেই যে সেখানে লোস লাভ থাকবে না। ফরেক্সেউ লস বা লাভ আছে। এখানে ৯০ জন টিকে থাকতে পারে না কারন টা হল লস খাওয়া। আবার সব ট্রেডার ই যে লস খাবে এমন কোন কথা নেই। যারা ভালভাবে শিখে আসে তারা লস নাও খেতে পারে। সেজন্য আগে ভাল করে শিখতে হবে।
-
না সব ট্রেড এর ক্ষেত্রেই ঘটে না। কিন্তু আপনি যদি নাবুঝে উল্টা পাল্টা ট্রেড করেন তাহলে আপনি সব ট্রেড এই লস করবেন। কিন্তু আপনি যদি মার্কেট এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করেন তাহলে আপনি ফরেক্সে সীমিত সময়ের জন্য লস করতে পারেন কিন্তু পরবর্তীতে আপনি ঠিকই প্রফিট করবেন। ধন্যবাদ
-
হ্যা আপনি যত বড় ফরেক্স ট্রেডারই হন না কেন আপনার ও লস হতে পারে অথবা হবে. আগে থেকে কেউই ভালো বলতে পারেনা মার্কেট কোন দিকে মুভ করবে, সুতারং এখানে আমাদের লস করার সম্ভাবনা খুবই বেশি. কিন্তু বুঝেশুনে ট্রেড করলে লস আমাদের খুবই কম হবে
-
প্রত্যেক ব্যবসা লাভ লস থাকে ফরেক্স ব্যবসা তেমন লাভলস নিয়ে ব্যবসা যারা অবিজ্ঞ ট্রেডার তারা ফরেক্স মার্কেট কোম লস করে আর ফরেক্স মার্কেট যারা অবিজ্ঞতা অর্জন করতে পারে নাই তারা ফরেক্স ব্যবসায় বেশির ভাগ লস করে।তাই আমাদের উচিত ফরেক্স ব্যবসা আগে অবিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে তারপর রিয়েল ট্রেড করা।এনালাইসিস করে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা কম হয়।
-
ব্যবসায় এর মুল ধর্মই হল লাভ-লোকসান এর সম্পৃক্ততা। ফরেক্স অ এর ব্যাতিক্রম নয়। তবে যে লস এর জায়গা ফরেক্স এটা সত্য নয়। দক্ষ ট্রেডার হলে লাভ আপনার হবেই।
-
লস সব ট্রেডারই করে।মানবজীবনে দু:খের পরেই আসে সুখ।এমনি সব কিছুতেই একটু দু:খ,একটু লস এসব হবেই।এসব সময়ে অধৈর্য না হয়ে ধৈর্য্য ধরে পরিস্তিতি মেকাবেলা করে যেতে হবে।তাহলে একসময় ঠিকই লাভ ধরা দেবে।আর তাছাড়াও ফরেক্স খুব গতিশীল মার্কেট বলে লস ট্রেড অতি দ্রুতই লাভে আসতে পারে।এজন্য ব্যতিব্যস্ত না হয় স্বাভাবিক ট্রেড করতে হবে।মেনে নিতে হবে যে লস সব ট্রেডাররাই করে।
-
হ্যাঁ লস সব ট্রেডার দের ক্ষেত্রেই হয়ে থাকে। আমি মনে করি বাবসাতে লাভ লস দুটোই আছে। কম আর বেশি। দক্ষ ট্রেডাররাও অনেক ক্ষেত্রেই লস করে। মাঝে মাঝে মার্কেট এনালাইসিস কাজ করে না। বিশেষ করে নিউজ টাইম এ এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। ধন্যবাদ
-
হ্যাঁ লস সব ট্রেডারদের ক্ষেত্রেই ঘটে। এতে ঘাবড়ানোর কিছু নেই। বাবসায় লাভ লস দুটোই থাকে। অনেক দক্ষ ট্রেডাররাও অনেক ক্ষেত্রে লস করে। কিন্তু তারা ঘাব্রায় না। কারণ আজ লস হয়েছে কাল আবার লাভ হবে। এটাই স্বাভাবিক। ধন্যবাদ
-
সত্যি কথা বলতে ফরেক্স মার্কেটে যারা লস করেনি আসলে তারা ফরেক্স শিকতে পারিনি এজন্য যে শুধু শুধু লস করবেন ইচ্চা করে তা নয় শেখার উদ্ধেশ্যে কাজ করে গেলে যদি লস হয় তাহলে সেটা হবে আপনার মঙ্গল এর জন্য ।