মেম্বাররা ভুলভাল এবং রুলস না মেনে পোস্টিং করার জন্য ফোরামের বোনাস দিন দিন কমে যাচ্ছে। আবারও ফোরামকে কার্যকরী করতে এবং বেশি বেশি বোনাস পাওয়ার জন্য উপরোক্ত পয়েন্টগুলো মেনে চলতে হবে। আমরা ফোরামে পোষ্ট করি যেনো মাস শেষে পোষ্ট এর জন্য প্রাপ্ত বোনাস পেতে পারি সেই আসায়।যদি ও আমাদের আশাটা ভাল কিন্তু আরো ভাল হতো যদি আমাদের মনমানুষিকতা এমন হতো যে আমি আমার রিয়েল লাইফের অভিজ্ঞতা সিয়ার করবো যেনো আমার আর এক ভাই অর্থাৎ নতুন ট্রেডাররা যেনো আমার পোষ্ট পড়ে সে ভাল কিছু শিখতে পারে।