-
আমরা সবাই জানি ফরেক্সের লস আরেকটি অন্যতম কারণ হলো বড় লটে করা। আমাদের অনেকের মন মানসিকতা এমন থাকে যে, অল্প সময়ে কিভাবে ফরেক্স থেকে বেশি প্রফিট করা যায় এই মন্টালি নিয়া ট্রেড করে থাকি। যার ফলে অতিরিক্ত লট দিয়ে ট্রেড করে আর এর ফলে ব্যালেন্স জিরো হওয়ার মত অবস্থা হয়েছে। একজন নতুন ট্রেডারের ক্ষেত্রে অবশ্যই তুলনামূলক কম ব্যালেন্স থাকে। সে ক্ষেত্রে অতিরিক্ত লটে কখনো ট্রেড করার চিন্তাভাবনা করবেন না। নিজের ব্যালেন্স টিকেয়ে রাখাই মূল উদ্দেশ্য হওয়া উচিত।
-
আপনাকে অবশ্যয় মানি ম্যানেজমেন্ট মানতে হবে আর এর জন্য দরকার শিক্ষা সঠিক শিক্ষা গ্রহন ছাড়া আপনি ট্রেড করতে ই পারবেন না। তাই যদি আপনি সঠিক মানি ম্যানেজমেন্ট মানতে পারেন তাহলে আপনি কখনও বড় লটে ট্রেড করতে পারবেন না। সকল সময় আপনি ছোট লটে ট্রেড করবেন ফলে আপনি লস করবেন না। অবশ্য প্রফিটের পরিমান কম হবে। আমরা ছোট ভলিয়ম দিয়ে ট্রেড করতে পারি না। এতে আমাদের ব্যালেন্স টিকিয়ে রাখতে পারি না। আর যদি লট সাইজ ছোট আকারে ব্যবহার করতাম তাহলে কোনদিনই আমাদের একাউন্ট জিরো হত না।