আমি ফোরামে নতুন।এখনো এক মাসের বোনাস ও পাইনি।তাই আমি সঠিক জানি না।পোস্টের তুলনায় আমি কি কম বোনাস পাচ্ছি নাকি।তবে অন্যদের মন্তব্য দেখে বুঝলাম পোস্টের তুলনায় সবাই কম বোনাস পাচ্ছে।।
Printable View
আমি ফোরামে নতুন।এখনো এক মাসের বোনাস ও পাইনি।তাই আমি সঠিক জানি না।পোস্টের তুলনায় আমি কি কম বোনাস পাচ্ছি নাকি।তবে অন্যদের মন্তব্য দেখে বুঝলাম পোস্টের তুলনায় সবাই কম বোনাস পাচ্ছে।।
বোনাসের পরিমাণ কমার কারন হচ্ছে আপনার লোস। ইন্সতা বোনার দিচ্ছে আর আপনের ট্রেড করে লস করে ফেলছেন এটা কেমন না। তাই এখনো সময় আছে বোনাস কে নিজের টাকা মনে করুন। রিস্ক ফ্রি ট্রেড করার চেষ্টা করুন। দেখবেন আগামী কয়েক মাসে বোনাস বেড়ে যাবে অনেক গুন।
ফরেক্স ফোরাম আমাদের যে বোনাস প্রদান করছে সেটা আমাদের কাছে শুধু মাত্র পাওয়া নয় অনেক বেশি একটি পাওয়া এখন যদি আপনি মাসে ২০০ ডলার পেয়ে থাকেন এবং পরবর্তীতে কোন কারনে সেটা কমতে কমতে ১০ ডলারে চলে আসে তবে আপনি সেটা কেন হল সেটা খোজার চেষ্টা করবেন অবশ্যয় এখানে সেটাই করা হচ্ছে। কারন আগে আমি নিজে ২০০ ডলার পর্যন্ত বোনাস পেয়েছি কিন্তু এখন তার চেয়ে বেশে কষ্ট করেও তেমন বোনাস পায় না। তাই আমি সেটা জানতে চাচ্ছি কেন বোনাস এর পরিমান কমে গেল যদি আমাদের কোন ভুল থাকে সেটা ঠিক করে নিতে হবে।
হ্যাঁ ফরেক্স খুব লাভজনক তবে আপনি দেখতে পাবেন না যতক্ষণ না আপনি এটি থেকে উপার্জন শুরু করেন এবং ফরেক্স থেকে লাভ কী লাভ তা আগে আপনি জানতে পারবেন যে ফরেক্স লাভজনক তা ফরেক্স পরামর্শ শিখতে এবং অনুশীলনে কঠোর হতে হবে ফরেক্স গুরু আপনার যে কোনও সমস্যার জন্য যেমন সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং যখন আপনি সরাসরি তার অভিজ্ঞতার অংশটি সমাধানের জন্য সহায়তার জন্য যা কোনও ব্যবসায়ী এই ব্যবসায় ডিল করার জন্য এবং সফল হতে পারে তা হ'ল অভিজ্ঞতা
হ্যা যারা ফোরাম এ অনেক আগে থেকে কাজ করেছেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমার মতে অনেক কমই দেয়া হচ্ছে এখন কারন আগে অনেক ফোরাম ব্যাবহারকারীই অনেক ভালো বোনাস পেয়েছেন ২০০/৪০০$ তবে এখন ৫০/১০০ পাওয়াই সম্ভব হচ্চে না আসলে ব্যাপারটা এমন কেন হলো ফোরামের পপুলারিটি বৃদ্ধি বেশি পাচ্ছে তাই কি এমনটা হচ্ছে?
আমার প্রিয় ভাই, আপনার পোস্টগুলির সাথে আপনার বোনাস রয়েছে, আপনার কাছে তেমন বোনাস নেই এবং খুব বেশি কিছু নেই। হয়েছে যে কেউ এর কঠোর পরিশ্রম করে সেখানে যদি একটি দুর্দান্ত বোনাস দেয় তবে তা আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে। এবং আমরা যদি এই প্রাতঃরাশটি পোস্ট করি তবে আমরা এটি থেকে একটি বোনাস পেয়েছি এবং আহমদ ভাই শীঘ্রই সফল হবে।
পোস্টিং বোনাস আমার করা পোস্টের তুলনায় অনেক কম পেয়েছি । আর আমি ও যখন আমার এই বিষয়টি নিয়ে আমার বন্ধুর সাথে কথা আলোচনা করলাম,,, সে তখন আমার এই বিষয়টির উপর আমাকে এটাই বল্লো যে,,, তোমার করা পোস্টগুলির মধ্যে হয়তো বানান ভুল ছিলো,,, তা না হলে তোমার করা পোস্টগুলি অনেক বেশি ছোট হয়ে গেছিলো এবং লেখার ভাষায় মধ্যে কোনো প্রকার মাধুর্য ছিলো না । কোনটা সঠিক সেটা আজও বুঝতে পারলাম না। তাই অভিজ্ঞদের কাছে অনুরোধ তারা যেন বিষয়টি সম্পর্কে অবগত করেন আমাদের কে।
পোষ্টের তুলনায় বোনাস আমরা কম পাচ্ছি আর এই কম পাওয়ার কারনেই আমার বেশী পোস্ট করে থাকি যার গুনগত মান খুব একটা ভাল নয় । কারণ একজন যদি দিনে ১০ টি পোস্ট করতে চায় তাহলে তার পক্ষে কোন ভাবেই ভাল এনালাইসিসের পোস্ট করা সম্ভব নয় কিন্তু তারপরেও আমরা পোস্ট করছি কারণ গুনগত মানের কম পোস্ট প্রতিদিন করলেও আমাদের ভাল বোনাস পাওয়া সম্ভব নয় । মাঝখানে কিছু সময় যাবত mt5 foram এই সমস্যা চলছিল কিন্তু তারা এই বিষয়ে সোচ্চার হওয়ায় তাদের বোনাস আবার বৃদ্ধি পেয়েছে । আর আসল কথা হল এই ফোরামের কোন একটিভ মোডারেটর না থাকায় এই সমস্যাগুলি আসলে ইন্সতাফরেক্স কোম্পানির কাছে ঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না ।
এটা অনেকের মনে ধারণা জন্মাতে পারে যে আমরা যে পোস্টগুলো করি সে অনুযায়ী কি সঠিক বোনাস পাচ্ছি? মূলত বোনাস প্রদান করা হয় পলিটি সম্পুর্ন পোস্ট এবং লাইকের ওপর ভিত্তি করে। আপনি যদি ভালো মানের বা কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে থেকেই সেই অনুযায়ী কি ব্যালেন্স পাবেন। এটার প্রশ্নের উত্তর আমাদের নিজেদেরই জানতে হবে বুঝতে হবে। আপনার পোষ্টের কোয়ালিটি কেমন পোস্টে ভালো কোয়ালিটি ছাড়া ভালো বোনাস পাওয়া সম্ভব নয়। এ জন্য আপনাকে কোয়ালিটির উপর গুরুত্ব প্রদান করতে হবে এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করে আপনাকে পোস্ট করতে হবে। আপনার একটি পোস্ট যদি ভাল মানের হয়ে থাকে সেক্ষেত্রে একটি পোষ্ট থেকে সর্বোচ্চ 50 ডলার পর্যন্ত বোনাস পাওয়া সম্ভব। তাই চিন্তিত না হয় ভালো মানের পোস্টের প্রতি মনোযোগ প্রদান করুন।
আসলে বিগত কয়েক মাস যাবত পোস্টের তুলনায় অনেক কম পেয়েছি যার কারণে অনেক খারাপ লেগেছিল। কিন্তু লাস্ট মাসের বোনাস পেয়েছি তাতে মোটামুটি আল্লার রহমতে কিছুটা হলেও সন্তুষ্ট হয়েছি। কারণ আগের তুলনায় কিছুটা হলেও ফরেক্স বোনাস এর পরিমাণ বেড়েছে এতে আমি অনেক হ্যাপি ফরেক্সকে ধন্যবাদ জানাই।এবং আমাদের এডমিন যারা আছে তাদেরতেও ধন্যবাদ জানাই যারা আমাদের এই কাজের জন্য সহযোগিতা করেছেন।