ট্রেডে কি পরিমাণ ডলার প্রফিট করা উচিত এটা নির্ভর করে একজন ট্রেডারের অভিজ্ঞতা, দক্ষতা, একাউন্ট ব্যালেন্স এবং সে কোন ধরনের ট্রেড করে তার উপর। অর্থাৎ যদি কোন ট্রেডার ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ দক্ষ হয়ে থাকে এবং তার একাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে পাশাপাশি সে যদি লং ট্রেড ওপেন করে তাহলে প্রত্যেকটা ট্রেড থেকে 50 হতে 100 ডলার প্রফিট আশা করতে পারে। অন্যদিকে কেউ যদি সামান্য অভিজ্ঞতা ও সামান্য ডিপোজিট নিয়ে শর্ট টাইম ট্রেডিং করে থাকে তাহলে তার প্রফিট করার পরিমাণটাও তুলনামূলকভাবে কম থাকবে।কেননা এখানে মূলধন ও দক্ষতা না থাকলে কিভাবে আপনি লাভ করবেন? তাই এই দুটো বিষয় অবশ্যই প্রাধান্য দিতে হবে।