সময়ের সাথে সাথে যত অনুশীলন বাড়ছে তেমনি ভাবে বাড়ছে শিখার পরিধি। দিনের সাথে সাথে তাল মিলিয়ে উচ্চতর পর্যায়ের জিনিস শিখছি আর তা মার্কেট প্লেসে কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছি। সমস্ত কিছু বিবেচনায় এখন বলতে পারি যে কথাটি যথাযথ বলেছেন। লস করা অনেক সহজ একটি ব্যাপার হয়ে যায় যদি কিনা একটু খেয়াল না করা হয়। কথায় বলে অনুশীলন ই পারে একজন মানুষ কে পূর্নতা দিতে। আমাদের লাভের দিকে কম নজর দিয়ে শুরুতে ক্ষতির দিকে বেশি নজর দিয়ে কাজ করতে হবে