-
ফরেক্স মার্কেটে তাড়াহুড়া করে ট্রেড করার কোন মানেই হয় না এটা খুবই ঝুঁকিপূর্ণ। তাড়াহুড়া করে ট্রেড ওপেন করার মানে হচ্ছে মার্কেট ভালভাবে না আনাল্যসিস করেই ট্রেড দেয়া । যেটা আপনার ট্রেডিং এর জন্য সবচেয়ে ক্ষতিকর । আর তাড়াতাড়ি ট্রেড করার ফলে আমরা মানি ম্যানেজমেন্টও ঠিকভাবে ব্যবহার করতে পারি না , তাই আমাদের ট্রেড নেগেটিভ এ গেলে অনেক বড় রকমের লসের সম্মুখীন হয়ে যাই । তাই তারাহুর করে ট্রেড করা আমাদের উচিৎ নয় ।
-
তাড়াহুড়া করে ট্রেড ওপেন করা মানেই হল নিজের পায়ে নিজে কুরাল মারা অর্থাৎ আপনার ওই ট্রেডটি লস হয়ার সম্ভাবনা থাকে প্রায় শতভাগ । আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যে বেশি লাভের আশায় বা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে আমরা যখন ট্রেড করি তখন আসলে আমরা এনালাইসিস না করেই ট্রেড করি । ফলে মার্কেট এ শুধু আমরা লসের পর লস করে জাই । তাই এনালাইসিস না করে ট্রেড করা যাবেনা ।
-
তাড়াহুড়ো করে ট্রেড নেওয়া ফরেক্সের ট্রেডিং এর জন্য ক্ষতিকর হবে। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে বুঝে ট্রেড করতে পারলে লাভবান হওয়া সম্ভব।
-
না কখনোই তাড়াহুড়া করে ট্রেড দেয়া ভাল কাজ নয় । ফরেক্স হল কাজের এমন এক্তি মাধ্যম যেখানে অনেক সময় নিয়ে ধৈর্য ধারন করে কাজ করতে হয় । ফতেক্স মার্কেট এ যে ধৈর্য ধরতে পারে সেই একমাত্র টিকে থেকে সফল হতে পারে । আর তাড়াহুড়া করে ট্রেড দিলে বেশিরভাগ ক্ষেত্রেই সেটাতে লস হওয়ার সম্ভাবনা থাকে । তাই আমাদের সবার উচিত তাড়াহুড়া না করে বরং ধৈর্য নিয়ে কাজ করা ।
-
ফরেক্স ট্রেডিং ব্যসাতে তারাহুরো করে কোন ট্রেড এ্যান্টি দেওয়া উচিত নয়।আপনি যদি তারাহুর করে ট্রেড দেন তাহলে সেই ট্রেড থেকে আপনি ভালো কিছু না পাওয়ার সম্ভাবনা আছে।তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং ব্যবসাতে খুব ভেবে চিন্তে তারপর ট্রেড দিতে হবে।
-
তাড়াহুড়ো করে কোন কাজ করা উচিত নয় তাহলে ভুল হবে এটাই স্বাভাবিক।তাই আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করবো তখন আমাদের তাড়াহুড়ো করে ট্রেড এন্ট্রি দিবো না তার কারন একটা ভুল আমাদের নতুনদের ব্যালেন্স জিরো করে দিতে পারে।তাই যখন আমরা ট্রেড এন্ট্রি দিবো তখন ভাল ভাবে এনালাইসিস করে মার্কেটের আচরণ সম্পর্কে বুঝে তার পর ট্রেড এন্ট্রি দিবো তাহলে আমরা সফল হবো।
-
তারাহুরে করে কোনো কাজেই ভালো করা সম্ভব নয় তেমনি ফরেক্সেও তারাহুরো করে ভালো করা সম্ভব নয় বরং ধীরে সুস্হে যেকোন কাজ করতে পারলেই সেটা ভালো হয়। আমরা অনেক সময়ই তারাহুরে করে ট্রেড করে থাকি আর সে কারনে বেশিরভাগ সময়ই লসে পড়ে থাকি তবে অনেকেই পরবর্তীতে নিজেদের ভুল বুজতে পারে এবং চেষ্টা করে ধীরে সুস্হে এনালাইসিস করে ট্রেড করার।
-
তাড়াহুড়ো করে কোন কিছু করাই ভালো নয়। ফরেক্স এর তাড়াহুড় করলে লাভের থেকে লস বেশি হবে। কারণ মার্কেট অনেক সময় কিছুদূর উঠে আবার চার গুণ নামে। এটি যদি খুব খেয়াল করে না দেখা হয় তাহলে বোঝা সম্ভব নয়। কিন্তু অনেকেই তাড়াহুড়ো জন্য খেয়াল না করে ট্রেড দিয়ে বসে ফলে লসের সম্মুখীন হয়।
-
ট্রেডের ক্ষেত্রে কোনরকম তাড়াহুড়া না করাই উচিত।মনে রাখবেন সামান্য তাড়াহুড়ার কারনে আপনার ট্রেডটি ব্যর্থতায় পর্যবসিত হতে পারে,যা আপনাকে লাভের মুখ দেখানো দুরে থাকুক,বরং লোকসানের ভাগীদার করবে।তাই ট্রেড করার পুর্বে আগে ভালো করে মার্কেট এনালাইসিস করুন ও ধীর স্থির ভাবে ট্রেড করুন।
-
তাড়াহুড়া করে ট্রেড ওপেন করা ভালো নয় । তাড়াহুড়া করে ট্রেড ওপেন করলে যেমন ভালো ফলাফল পাওয়া যায় না তেমনি ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা ও অর্জন করা যায় না । তাই আমাদের উচিত ধৈর্য্য ধারণ করে মাথা ঠান্ডা রেখে ট্রেড ওপেন করা এবং চিন্তামুক্ত থেকে ট্রেড ওপেন করা,,,,, ধন্যবাদ ।