ফরেক্স ট্রেডে আমি রানিং অবস্থায় এখন বর্তমানের কি কোন লস নাই আমি এখন প্রফিটে আছি আমার 40 ডলারের একটি অ্যাকাউন্ট আছে সেখানে আমার লাভ প্রফিট আছে মাত্র 10 ডলার টোটাল আমার 50 ডলার আছে বর্তমান আমার একাউন্টে আমি এখন লাভে আছি।
Printable View
ফরেক্স ট্রেডে আমি রানিং অবস্থায় এখন বর্তমানের কি কোন লস নাই আমি এখন প্রফিটে আছি আমার 40 ডলারের একটি অ্যাকাউন্ট আছে সেখানে আমার লাভ প্রফিট আছে মাত্র 10 ডলার টোটাল আমার 50 ডলার আছে বর্তমান আমার একাউন্টে আমি এখন লাভে আছি।
ফরেক্স মার্কেটে লাভ ও লস দুইটাই থাকবে । আর লাভ ও লস না থাকলে সেটা ব্যবসা বলা যায় না । তাই শুধু যে ফরেক্স মার্কেট থেকে লাভ করতে হবে তা নয়। তাদের মধ্যে একটি নয় ফরেক্স মার্কেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব যা বহু ট্রেডাররা বছরের পর বছর ধরে ব্যবসায়ের সাথে যুক্ত রয়েছে এবং দ্বিতীয় কারণেই দোষী এই ব্যবসায়়।
একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । যেহেতু ফরেক্স মার্কেট একটা ব্যবসা সেহেতু ফরেক্স মার্কেটে লাভ ও লচ দুইটাই থাকবে । আর লাভ ও লচ না থাকলে সেটা ব্যবসা বলা যায় না । তাই শুধু যে ফরেক্স মার্কেট থেকে লাভ করতে হবে তা নয় ,,,, ফরেক্স মার্কেটে লচ ও হবে কিন্তু সেই লচকে মেনে নেওয়ার যথাযথ ধৈর্য ক্ষমতা ও মনমানসিকতা থাকতে হবে এবং সেই লচকে পুষে রেখে রিকোভার করার চেষ্টা চালিয়ে যেতে হবে ।
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । যেহেতু ফরেক্স মার্কেট একটা ব্যবসা সেহেতু ফরেক্স মার্কেটে লাভ ও লচ দুইটাই থাকবে । আর লাভ ও লচ না থাকলে সেটা ব্যবসা বলা যায় না । তাই শুধু যে ফরেক্স মার্কেট থেকে লাভ করতে হবে তা নয় ,,,, ফরেক্স মার্কেটে লচ ও হবে কিন্তু সেই লচকে মেনে নেওয়ার যথাযথ ধৈর্য ক্ষমতা ও মনমানসিকতা থাকতে হবে এবং সেই লচকে পুষে রেখে রিকোভার করার চেষ্টা চালিয়ে যেতে হবে । আমার ও এই ফরেক্স ট্রেডিং মার্কেটে ১৫-০২-২০২০ তারিখ পর্যন্ত প্রায় ৩২ ডলার লচে আছে এবং আমি সেই লচকে পুষে রেখে আগামী সপ্তাহের অপেক্ষায় বসে আছি এবং রিকোভার করার মনমানসিকতা তৈরি করছি,,,, ধন্যবাদ ।
ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করি তখন কি করতে হবে বুঝতাম না কিন্তু প্রথম দিন আমি ফরেক্স ট্রেডিং করে ৫ ডলার লাভ করছিলাম।কিন্তু এই আনন্দ আমার বেশি দিন ছিলো না।কিছু দিনের ভিতর আমার প্রায় ৪৪ ডলার লস হলো কিন্তু আমি আমার রানিং ট্রেড গুলো ক্লজ করিনি।প্রায় ১ মাস পর আমার রানিং ট্রেড গুলো লাভে আসলো এবং একদিনে আমি ১৬ ডলার লাভ করি।তাই কিছু দিন পর আমার নিজের ভুলের কারনে আমি আবার ১২ ডলার লস করি কিন্তু এখন আমার প্রফিট আছে।
আমার কোন রানিং লোস নাই কারন আমি ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করি প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করি নিউজ প্রকাশ হবার পরে ট্রেড ওপেন করি।
ফরেক্স যেহেতু একটি ব্যবসা তাই এখানে ব্যবসা করতে হলে লাভ লস দুটো কে মেনে নিয়েই ব্যবসা করতে হয়। আর হ্যাঁ আজকের ডেটে আমার ট্রেডিং অ্যাকাউন্ট ও বেশ কিছুটা লসে আছে এবং সেটার পরিমান 100 ডলারের উপরে। কিন্তু আমি ধৈর্য ধারণ করে আছি যে মার্কেট নতুন সপ্তাহে আমার পজেটিভ দিকে যাবে এবং আমার লস গুলো রিকভার হয়ে প্রফিট সহকারে ট্রেড গুলো ক্লোজ করতে পারব।ডেইলি কেন্ডেল ফলো করে ট্রেড নিই মানিমেনেজমান্ট করি ঝুঁকি কম নিই।