ভাই লস তো আই প্রায় করে থাকি,এই তো এই সপ্তাহে ১০ টা এন্ট্রি নিয়েছিলাম তাতে বেশিরভাগই ট্রেড আমার স্টপ লস হিট করে,প্রতেক ট্রেড যে লাভ হবে আমি এই টা ভাবিনা,আগের সপ্তাহে আমার কোন ট্রেড এ লস হয়নি,কিন্তু এমন ভাবে ট্রেড করতে হবে যাতে লস হলেও মাস শেষ এ এভারেজ প্রফিট থাকে অন্যথায় আপনি ফরেক্স এ টিকে থাকতে পারবেন না এবং গতানুগতিক প্রফিট ও বের করতে পারবেন না।